ক্রীড়া ডেস্ক, ঢাকা
ম্যানচেস্টার টেস্ট বাতিল নিয়ে আলোচনা যেন থামছেই না। টেস্ট বাতিলের সিদ্ধান্ত মানতে পারছেন না নাসের হোসেন থেকে শুরু করে শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের দাবি, আইপিএলের কারণেই বাতিল হয়েছে ম্যানচেস্টার টেস্ট।
এবার সে আলোচনায় যোগ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলির মতে, টেস্ট বাতিল হয়েছে খেলোয়াড়দের সিদ্ধান্তে। ভারতীয় সংবাদমাধ্যমে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড়েরাই টেস্টটা খেলতে চায়নি। আর এটার জন্য তাদের আপনি দোষারোপ করতে পারেন না।’
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী চতুর্থ টেস্টের আগেই করোনা আক্রান্ত হয়ে আলাদা হয়ে যান। করোনার লক্ষণ থাকায় নিজ থেকেই আইসোলেশনে চলে যান প্রধান ফিজিও নিতিন প্যাটেল। খেলোয়াড়দের কাছাকাছি ছিলেন আরেক ফিজিও যোগিশ পার্মার। পঞ্চম টেস্টের আগে তিনিও করোনা পজিটিভ হন।
পার্মারের করোনা পজিটিভ হওয়ার খবর কোহলি-রোহিতদের মধ্যে আতঙ্ক তৈরি করে বলে জানিয়েছেন গাঙ্গুলি। বলেছেন, ‘তাকে (পার্মার) খেলোয়াড়দের সঙ্গে মিশতে হতো। খেলোয়াড়দের করোনা পরীক্ষাও সে করত। সে খেলোয়াড়দের চলার ফেরা সবকিছুর অংশ ছিল। খেলোয়াড়েরা তার পজিটিভ হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা মনে করেছিল, তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বায়ো-বাবলের মধ্যে থাকা সহজ ব্যাপার না। অবশ্যই আপনাকে তাদের অনুভূতিকে সম্মান করতে হবে।’
ঠিক সময়ে আইপিএলে সব খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতেই টেস্ট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনটাই দাবি করেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ভন। গাঙ্গুলি বলছেন, ‘ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাতিল হয়েছে। পুরো বিষয়টা সহজ ছিল না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জন্য।’
পরবর্তীতে এই টেস্ট কখন হবে কিংবা আদৌ হবে কি না এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। গাঙ্গুলি এই বিষয়টিও পরিষ্কার করেছেন। বলেছেন, ‘পরে যেকোনো সময় টেস্টটা হতে পারে। তবে এটা আর পাঁচ ম্যাচের সিরিজের অংশ হবে না। সবকিছু শান্ত হোক। তারপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
ম্যানচেস্টার টেস্ট বাতিল নিয়ে আলোচনা যেন থামছেই না। টেস্ট বাতিলের সিদ্ধান্ত মানতে পারছেন না নাসের হোসেন থেকে শুরু করে শেন ওয়ার্নের মতো কিংবদন্তিরা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের দাবি, আইপিএলের কারণেই বাতিল হয়েছে ম্যানচেস্টার টেস্ট।
এবার সে আলোচনায় যোগ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি। গাঙ্গুলির মতে, টেস্ট বাতিল হয়েছে খেলোয়াড়দের সিদ্ধান্তে। ভারতীয় সংবাদমাধ্যমে সাবেক এই ভারতীয় অধিনায়ক বলেছেন, ‘খেলোয়াড়েরাই টেস্টটা খেলতে চায়নি। আর এটার জন্য তাদের আপনি দোষারোপ করতে পারেন না।’
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী চতুর্থ টেস্টের আগেই করোনা আক্রান্ত হয়ে আলাদা হয়ে যান। করোনার লক্ষণ থাকায় নিজ থেকেই আইসোলেশনে চলে যান প্রধান ফিজিও নিতিন প্যাটেল। খেলোয়াড়দের কাছাকাছি ছিলেন আরেক ফিজিও যোগিশ পার্মার। পঞ্চম টেস্টের আগে তিনিও করোনা পজিটিভ হন।
পার্মারের করোনা পজিটিভ হওয়ার খবর কোহলি-রোহিতদের মধ্যে আতঙ্ক তৈরি করে বলে জানিয়েছেন গাঙ্গুলি। বলেছেন, ‘তাকে (পার্মার) খেলোয়াড়দের সঙ্গে মিশতে হতো। খেলোয়াড়দের করোনা পরীক্ষাও সে করত। সে খেলোয়াড়দের চলার ফেরা সবকিছুর অংশ ছিল। খেলোয়াড়েরা তার পজিটিভ হওয়ার খবরে আতঙ্কিত হয়ে পড়েছিল। তারা মনে করেছিল, তাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। বায়ো-বাবলের মধ্যে থাকা সহজ ব্যাপার না। অবশ্যই আপনাকে তাদের অনুভূতিকে সম্মান করতে হবে।’
ঠিক সময়ে আইপিএলে সব খেলোয়াড়ের উপস্থিতি নিশ্চিত করতেই টেস্ট বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এমনটাই দাবি করেন সাবেক ইংলিশ অধিনায়ক ও বর্তমান ধারাভাষ্যকার ভন। গাঙ্গুলি বলছেন, ‘ওল্ড ট্রাফোর্ড টেস্ট বাতিল হয়েছে। পুরো বিষয়টা সহজ ছিল না ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের জন্য।’
পরবর্তীতে এই টেস্ট কখন হবে কিংবা আদৌ হবে কি না এ নিয়ে অনেক প্রশ্ন উঠছে। গাঙ্গুলি এই বিষয়টিও পরিষ্কার করেছেন। বলেছেন, ‘পরে যেকোনো সময় টেস্টটা হতে পারে। তবে এটা আর পাঁচ ম্যাচের সিরিজের অংশ হবে না। সবকিছু শান্ত হোক। তারপর আমরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
৩৬ মিনিট আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
১ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
২ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
৩ ঘণ্টা আগে