ক্রীড়া ডেস্ক
টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
টানা ছয় ম্যাচ হেরে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে বাংলাদেশের বিদায় ঘণ্টা বেজে গেছে গত সপ্তাহেই। এমন অবস্থায় আগামী চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো জিততেই হবে বাংলাদেশের। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। এই ম্যাচ দিয়ে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলতে যাচ্ছেন তানজিম হাসান সাকিব।
এবারের বিশ্বকাপের অষ্টম ম্যাচে এসে একাদশে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব। তিনি আসায় বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। বাংলাদেশের একাদশে আজ এই একটিই পরিবর্তন। তানজিদ হাসান তামিম, লিটন দাস—দুই ওপেনারের সঙ্গে আছেন অভিজ্ঞ তিন ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার হিসেবে খেলছেন মেহেদী হাসান মিরাজ। তানজিম সাকিবের সঙ্গে পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।
অন্যদিকে শ্রীলঙ্কা তাদের একাদশে দুটি পরিবর্তন এনেছে। দিমুথ করুণারত্নের পরিবর্তে এসেছেন কুশল পেরেরা। আর লেগ স্পিনার দুশান হেমন্তর জায়গায় এসেছেন স্পিন বোলিং অলরাউন্ডার ধনঞ্জয় ডি সিলভা। ডি সিলভার সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মাহিশ তিকশানা। পেস আক্রমণে থাকছেন দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা ও অ্যাঞ্জেলো ম্যাথ্যুস। যার মধ্যে ম্যাথ্যুস পেস বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের একাদশ:
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয় ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৪ মিনিট আগেহঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
৩৭ মিনিট আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৩ ঘণ্টা আগে