ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির প্রায় মাসব্যাপী এই মহাযজ্ঞের শেষে বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। কেউ ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। কারও ব্যস্ততা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলছেন এবারের এলপিএলে। যার মধ্যে মোস্তাফিজ, হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। তবে বাংলাদেশের দুই সতীর্থের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে কেবল দুই ম্যাচ। অফফর্মের কারণে ডাম্বুলা একাদশে সুযোগ মিলছে না তাঁদের। মোস্তাফিজ ৫ উইকেট পেলেও মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১১.০৬ ইকোনমি তাঁর খরুচে বোলিংয়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ডাম্বুলার আরেক বাংলাদেশি হৃদয় ব্যাটিংয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
কলম্বোর প্রেমাদাসায় ডাম্বুলা এখন খেলছে গল মার্ভেলসের বিপক্ষে। টুর্নামেন্টে এটা ডাম্বুলার ষষ্ঠ ম্যাচ। মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৪ ম্যাচ। ডাম্বুলার সবশেষ দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ৭ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের এলপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। এমনকি ৯ জুলাই গলের বিপক্ষেই ডাম্বুলা একাদশে তিন বিদেশি খেলিয়েছে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কোনো বাংলাদেশি খেলেননি। হৃদয় ডাম্বুলায় প্রথম দুই ম্যাচের পর আর খেলার সুযোগই পাননি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১ জুলাই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। জাফনা কিংসের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।
হৃদয়ের পরিবর্তে ডাম্বুলা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিজা হেনড্রিকসকে। সুযোগের সদ্ব্যবহার করে একাদশে জায়গা এক রকম পাকা করে ফেলেছেন হেনড্রিকস। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫০ গড় ও ১৪৭.০৫ স্ট্রাইকরেটে করেন ১৫০ রান। এরই মধ্যে দুটি ফিফটি করেছেন তিনি। মোস্তাফিজ আজ সুযোগ না পেলেও ডাম্বুলা আফগানিস্তানের ইবরাহিম জাদরানের মতো টপ অর্ডার ব্যাটারকে একাদশে নিয়েছে।
মোস্তাফিজ-হৃদয়ের মতো ব্যর্থ শরীফুল-তাসকিনও । কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে ১০.২৭ ইকোনমিতে দিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সমান ৪ উইকেট নিয়েছেন শরীফুল। তবে ক্যান্ডি ফ্যালকনস শরীফুলের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বোলিং করেছেন ১১.৬১ ইকোনমিতে। জাফনা কিংসের বিপক্ষে গত রাতে তাঁকে দিয়ে একটা ওভারও বোলিং করায়নি ক্যান্ডি। ৭ ওভারের সেই ম্যাচে ৭৯ রানের লক্ষ্য ৩৫ বলেই তাড়া করে জিতে যায় জাফনা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে ২৯ জুন। আইসিসির প্রায় মাসব্যাপী এই মহাযজ্ঞের শেষে বাংলাদেশ ক্রিকেট দলেরও এখন নেই কোনো আন্তর্জাতিক ব্যস্ততা। বাংলাদেশের ক্রিকেটাররা এখন ব্যস্ত বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে। কেউ ব্যস্ত লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল)। কারও ব্যস্ততা যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি)।
মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম—বাংলাদেশের এই চার ক্রিকেটার খেলছেন এবারের এলপিএলে। যার মধ্যে মোস্তাফিজ, হৃদয় খেলছেন ডাম্বুলা সিক্সার্সে। তবে বাংলাদেশের দুই সতীর্থের একসঙ্গে খেলার সুযোগ হয়েছে কেবল দুই ম্যাচ। অফফর্মের কারণে ডাম্বুলা একাদশে সুযোগ মিলছে না তাঁদের। মোস্তাফিজ ৫ উইকেট পেলেও মুক্ত হস্তে রান বিলিয়েছেন। ১১.০৬ ইকোনমি তাঁর খরুচে বোলিংয়ের পক্ষে সাক্ষ্য দিচ্ছে। ডাম্বুলার আরেক বাংলাদেশি হৃদয় ব্যাটিংয়ে দুই অঙ্কও ছুঁতে পারেননি।
কলম্বোর প্রেমাদাসায় ডাম্বুলা এখন খেলছে গল মার্ভেলসের বিপক্ষে। টুর্নামেন্টে এটা ডাম্বুলার ষষ্ঠ ম্যাচ। মোস্তাফিজ খেলার সুযোগ পেয়েছেন ৪ ম্যাচ। ডাম্বুলার সবশেষ দুই ম্যাচে একাদশে সুযোগ মেলেনি তাঁর। ৭ জুলাই কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এবারের এলপিএলে সবশেষ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। সেই ম্যাচে ৪ ওভারে ৫৩ রান দিয়ে পাননি উইকেটের দেখা। এমনকি ৯ জুলাই গলের বিপক্ষেই ডাম্বুলা একাদশে তিন বিদেশি খেলিয়েছে। চার বিদেশি খেলানোর সুযোগ থাকলেও কোনো বাংলাদেশি খেলেননি। হৃদয় ডাম্বুলায় প্রথম দুই ম্যাচের পর আর খেলার সুযোগই পাননি। ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন ১ জুলাই টুর্নামেন্টে প্রথম ম্যাচে ক্যান্ডি ফ্যালকনসের বিপক্ষে। ২ বলে ১ রান করে আউট হয়েছেন। জাফনা কিংসের বিপক্ষে একাদশে থাকলেও ব্যাটিংয়ের সুযোগ মেলেনি।
হৃদয়ের পরিবর্তে ডাম্বুলা সুযোগ দিয়েছে দক্ষিণ আফ্রিকার ব্যাটার রিজা হেনড্রিকসকে। সুযোগের সদ্ব্যবহার করে একাদশে জায়গা এক রকম পাকা করে ফেলেছেন হেনড্রিকস। ৩ ইনিংসে ব্যাটিং করে ৫০ গড় ও ১৪৭.০৫ স্ট্রাইকরেটে করেন ১৫০ রান। এরই মধ্যে দুটি ফিফটি করেছেন তিনি। মোস্তাফিজ আজ সুযোগ না পেলেও ডাম্বুলা আফগানিস্তানের ইবরাহিম জাদরানের মতো টপ অর্ডার ব্যাটারকে একাদশে নিয়েছে।
মোস্তাফিজ-হৃদয়ের মতো ব্যর্থ শরীফুল-তাসকিনও । কলম্বো স্ট্রাইকার্সের জার্সিতে ১০.২৭ ইকোনমিতে দিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সমান ৪ উইকেট নিয়েছেন শরীফুল। তবে ক্যান্ডি ফ্যালকনস শরীফুলের থেকে আশানুরূপ পারফরম্যান্স পাচ্ছে না। বোলিং করেছেন ১১.৬১ ইকোনমিতে। জাফনা কিংসের বিপক্ষে গত রাতে তাঁকে দিয়ে একটা ওভারও বোলিং করায়নি ক্যান্ডি। ৭ ওভারের সেই ম্যাচে ৭৯ রানের লক্ষ্য ৩৫ বলেই তাড়া করে জিতে যায় জাফনা।
বল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
২৪ মিনিট আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
৩ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৪ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৬ ঘণ্টা আগে