ক্রীড়া ডেস্ক
ম্যাচ শুরুর আগের দিনই সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, নাহিদ রানা অথবা মুশফিক হাসান যেকোনো একজনের অভিষেক হচ্ছে টেস্টে। শেষ পর্যন্ত অভিষেক হলো নাহিদ রানার।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিনে মেহেদী হাসান মিরাজর সঙ্গে আছেন তাইজুল ইসলাম, যার মধ্যে মেহেদী হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে। মুমিনুল হক ও শান্তর মধ্যে ৩ ও ৪ নম্বর জায়গা অদলবদল হতে পারে। কেননা, টেস্টে বেশির ভাগ সময়ই মুমিনুল ৩, ৪—এই দুই পজিশনেই ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে থাকছেন লিটন দাস ও শাহাদাত হোসেন দীপু। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে তাঁর হাতে।
শ্রীলঙ্কার একাদশেও পেসারদের আধিপত্য। কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো—তিন স্বীকৃত পেসারের পাশাপাশি থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। পাশাপাশি ওপেনার দিমুথ করুণারত্নে খণ্ডকালীন পেসারের কাজও করে থাকেন। করুণারত্নের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েছেন নিশান মাদুশকা। উইকেটরক্ষকের দায়িত্বে থাকা কুশল মেন্ডিস ব্যাটিং করবেন টপ অর্ডারে। দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা খেলবেন মিডল অর্ডারে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও দারুণ করেন তিনি। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস। স্পিন বোলিং অলরাউন্ডারের কাজটাও করতে পারেন কামিন্দু । দুই স্পিন বোলিং অলরাউন্ডার ডি সিলভা ও কামিন্দুর সঙ্গে থাকছেন একমাত্র স্বীকৃত স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্দিস, প্রবাথ জয়াসুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা
ম্যাচ শুরুর আগের দিনই সংবাদ সম্মেলনে চণ্ডিকা হাথুরুসিংহে জানিয়েছিলেন, নাহিদ রানা অথবা মুশফিক হাসান যেকোনো একজনের অভিষেক হচ্ছে টেস্টে। শেষ পর্যন্ত অভিষেক হলো নাহিদ রানার।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে নাহিদ রানার সঙ্গে থাকছেন শরীফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ। স্পিনে মেহেদী হাসান মিরাজর সঙ্গে আছেন তাইজুল ইসলাম, যার মধ্যে মেহেদী হাসান মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার।
বাংলাদেশের উদ্বোধনী জুটিতে দেখা যাবে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানকে। মুমিনুল হক ও শান্তর মধ্যে ৩ ও ৪ নম্বর জায়গা অদলবদল হতে পারে। কেননা, টেস্টে বেশির ভাগ সময়ই মুমিনুল ৩, ৪—এই দুই পজিশনেই ব্যাটিং করেছেন। মিডল অর্ডারে থাকছেন লিটন দাস ও শাহাদাত হোসেন দীপু। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে তাঁর হাতে।
শ্রীলঙ্কার একাদশেও পেসারদের আধিপত্য। কাসুন রাজিথা, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো—তিন স্বীকৃত পেসারের পাশাপাশি থাকছেন অ্যাঞ্জেলো ম্যাথুসের মতো অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার। পাশাপাশি ওপেনার দিমুথ করুণারত্নে খণ্ডকালীন পেসারের কাজও করে থাকেন। করুণারত্নের সঙ্গে উদ্বোধনী জুটি গড়েছেন নিশান মাদুশকা। উইকেটরক্ষকের দায়িত্বে থাকা কুশল মেন্ডিস ব্যাটিং করবেন টপ অর্ডারে। দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা খেলবেন মিডল অর্ডারে। ব্যাটিংয়ের পাশাপাশি স্পিন বোলিংটাও দারুণ করেন তিনি। মিডল অর্ডারে দুই অভিজ্ঞ ম্যাথুস ও দিনেশ চান্দিমালের সঙ্গে আছেন কামিন্দু মেন্ডিস। স্পিন বোলিং অলরাউন্ডারের কাজটাও করতে পারেন কামিন্দু । দুই স্পিন বোলিং অলরাউন্ডার ডি সিলভা ও কামিন্দুর সঙ্গে থাকছেন একমাত্র স্বীকৃত স্পিনার প্রবাথ জয়াসুরিয়া।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, লিটন দাস (উইকেটরক্ষক), মুমিনুল হক সৌরভ, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা
শ্রীলঙ্কার একাদশ: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), দিমুথ করুনারত্নে, নিশান মাদুশকা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্দিস, প্রবাথ জয়াসুরিয়া, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, লাহিরু কুমারা
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৩ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৪ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৪ ঘণ্টা আগে