ক্রীড়া ডেস্ক
মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে ৩ উইকেট হাতে নিয়ে ২৫ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু পঞ্চম দিন সকালে ১১ রান যোগ করতেই গুটিয়ে গেল মুমিনুল হকের দল। আড়াই দিন বৃষ্টির পেটে যাওয়া এই টেস্ট এখন ইনিংস ব্যবধানে হারের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
সকালে দ্বিতীয় ওভারে কোনো রান যোগ না করতেই ফিরে যান তাইজুল। সাজিদ খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। পরের ওভারে খালেদ আহমেদের অসহায় আত্মসমর্পণ। শাহিন আফ্রিদির বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান বাংলাদেশি এই পেসার। দুই ওভার পর সাকিবকে ফেরান সেই সাজিদ। ৮৭ রানে বাংলাদেশকে অলআউট করতে সাজিদের শিকার ৮ উইকেট।
এর আগে গতকাল চতুর্থ দিনেই ফলোঅনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে ৭৬ রান তুলতেই ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। পাকিস্তানি স্পিনার সাজিদের সামনে যেন কোনো উত্তরই ছিল না বাংলাদেশের ব্যাটারদের। একটি রানআউট বাদে বাকি ৬ উইকেটই নিয়েছিলেন তিনি।
মিরপুর টেস্টে ফলোঅন এড়াতে ৩ উইকেট হাতে নিয়ে ২৫ রান দরকার ছিল বাংলাদেশের। কিন্তু পঞ্চম দিন সকালে ১১ রান যোগ করতেই গুটিয়ে গেল মুমিনুল হকের দল। আড়াই দিন বৃষ্টির পেটে যাওয়া এই টেস্ট এখন ইনিংস ব্যবধানে হারের হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
সকালে দ্বিতীয় ওভারে কোনো রান যোগ না করতেই ফিরে যান তাইজুল। সাজিদ খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি। পরের ওভারে খালেদ আহমেদের অসহায় আত্মসমর্পণ। শাহিন আফ্রিদির বলে কিছু বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান বাংলাদেশি এই পেসার। দুই ওভার পর সাকিবকে ফেরান সেই সাজিদ। ৮৭ রানে বাংলাদেশকে অলআউট করতে সাজিদের শিকার ৮ উইকেট।
এর আগে গতকাল চতুর্থ দিনেই ফলোঅনের শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে পাকিস্তানের ৩০০ রানের জবাবে ৭৬ রান তুলতেই ৭ উইকেট হারায় স্বাগতিকেরা। পাকিস্তানি স্পিনার সাজিদের সামনে যেন কোনো উত্তরই ছিল না বাংলাদেশের ব্যাটারদের। একটি রানআউট বাদে বাকি ৬ উইকেটই নিয়েছিলেন তিনি।
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
৩ ঘণ্টা আগে২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।
৪ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
৭ ঘণ্টা আগে