ক্রীড়া ডেস্ক
সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের লক্ষ্য থাকবে যত দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করা যায়। সকালের সেশনটা হবে খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই সেশনে ধৈর্যের খেলা খেলতে হবে বলেছেন তামিম ইকবাল।
অ্যান্টিগার উইকেটের মতো এই উইকেটে অত সুইং নেই। তাই রান আটকানোর সঙ্গে দ্রুত উইকেট নিতে হবে। আর এই কাজে কিছুটা ধৈর্যের দরকার আছে। দিন শেষে তামিম বললেন, ‘কাল (আজ) সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে খুব বেশি সুইং নাই। যা শেষ টেস্টে ছিল, এই টেস্টে খুব বেশি সুইং নাই। উইকেট তাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে মনে হয়, আমাদের একটু ধৈর্যের খেলা খেলতে হবে। রানটা আটকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া যায়।’
তামিম মনে করেন, প্রথম ইনিংসে ৩০০-৩২০ রান করতে পারলে ভালো হতো। আর বোলিংয়ে ২০-২৫ রান বেশি করে ফেলেছে উইন্ডিজ। এ দুটি কাজ করতে পারলে দিনটি হতে পারত বাংলাদেশের। এ নিয়ে তামিম বলেন, ‘উইকেট উঁচু-নিচু ছিল, কিন্তু আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ রান করতাম, তাহলে ভালো স্কোর হতো। ‘বোলিংয়েও আমরা ২০-২৫ রান বেশি দিয়ে ফেলেছি, এই রানটা কম দিলে আরও ভালো হতো।'
তামিমের আক্ষেপ আছে নিজের আউটটা নিয়েও। কারণ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। কে জানে ৪৬ রানের ইনিংসটা তামিম সেঞ্চুরিতে রূপ দিতে পারলে প্রথম দিনের গল্পটা ভিন্ন হতে পারত, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয় টেস্টে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বড় করতে পারিনি। আজকে বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। এমন শুরুর পর দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ইনিংসটা টেনে নেওয়া উচিত ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’
সেন্ট লুসিয়া টেস্টের প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। দ্বিতীয় দিনে বাংলাদেশের বোলারদের লক্ষ্য থাকবে যত দ্রুত ওয়েস্ট ইন্ডিজকে অল-আউট করা যায়। সকালের সেশনটা হবে খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই সেশনে ধৈর্যের খেলা খেলতে হবে বলেছেন তামিম ইকবাল।
অ্যান্টিগার উইকেটের মতো এই উইকেটে অত সুইং নেই। তাই রান আটকানোর সঙ্গে দ্রুত উইকেট নিতে হবে। আর এই কাজে কিছুটা ধৈর্যের দরকার আছে। দিন শেষে তামিম বললেন, ‘কাল (আজ) সকালের সেশনটা গুরুত্বপূর্ণ হবে। কারণ এখানে খুব বেশি সুইং নাই। যা শেষ টেস্টে ছিল, এই টেস্টে খুব বেশি সুইং নাই। উইকেট তাই খুব গুরুত্বপূর্ণ হবে। আমার কাছে মনে হয়, আমাদের একটু ধৈর্যের খেলা খেলতে হবে। রানটা আটকে যত তাড়াতাড়ি সম্ভব উইকেট নেওয়া যায়।’
তামিম মনে করেন, প্রথম ইনিংসে ৩০০-৩২০ রান করতে পারলে ভালো হতো। আর বোলিংয়ে ২০-২৫ রান বেশি করে ফেলেছে উইন্ডিজ। এ দুটি কাজ করতে পারলে দিনটি হতে পারত বাংলাদেশের। এ নিয়ে তামিম বলেন, ‘উইকেট উঁচু-নিচু ছিল, কিন্তু আমাদের আরেকটু ভালো ব্যাটিং করা উচিত ছিল। আমরা যদি ৩০০ বা ৩২০ রান করতাম, তাহলে ভালো স্কোর হতো। ‘বোলিংয়েও আমরা ২০-২৫ রান বেশি দিয়ে ফেলেছি, এই রানটা কম দিলে আরও ভালো হতো।'
তামিমের আক্ষেপ আছে নিজের আউটটা নিয়েও। কারণ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি এই বাঁহাতি ওপেনার। কে জানে ৪৬ রানের ইনিংসটা তামিম সেঞ্চুরিতে রূপ দিতে পারলে প্রথম দিনের গল্পটা ভিন্ন হতে পারত, ‘এমন শুরু পেলে সচরাচর আমার ইনিংসগুলো বড় হয় টেস্টে। দুর্ভাগ্যজনকভাবে আজকে বড় করতে পারিনি। আজকে বলটা হয়তো আমি ছেড়ে দিতে পারতাম, কিন্তু বলটা যতটুকু ওঠার কথা ছিল না ততটুকু উঠেছে। এ কারণে আমার ব্যাটের স্টিকারে লাগে। এমন শুরুর পর দলের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ইনিংসটা টেনে নেওয়া উচিত ছিল। তাই আমার কোনো অজুহাত নেই।’
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৭ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৮ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
৯ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১২ ঘণ্টা আগে