ক্রীড়া ডেস্ক
বড় স্বপ্ন নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে একের পর এক ব্যর্থতায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাজেভাবে হোঁচট খেয়েছে। প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিব থেকে শুরু করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে—কেউই বাদ যাচ্ছেন না সমালোচনা থেকে। সাকিবও এবারের বিশ্বকাপকে বাংলাদেশের স্মরণকালের বাজে বিশ্বকাপ বলে স্বীকার করেছেন।
অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। এরপরই খেই হারাতে শুরু করে সাকিবের দল। একই মাঠে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে ১৩৭ রানে। এরপর চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা—ভেন্যু বদলানোর সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ বদলেছে। তবু পরাজিত দলের তালিকায় থেকে যাচ্ছে বাংলাদেশেরই নাম। এমনকি কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশকে হারতে হয়েছে ৮৭ রানে। এরপর একই মাঠ কলকাতায় পাকিস্তানের কাছে হারায় দুই ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের।
টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ দল আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘কোচ হিসেবে আমি পুরো দায় নিচ্ছি। কারণ, আমরা ভক্ত-সমর্থকদের হতাশ করেছি। নিজেদের সেরা ক্রিকেটটা আমরা খেলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত কিছুরই পরিবর্তন হয়নি। আমার মতে, প্রত্যাশার চাপ বেশি নিয়ে ফেলেছি। আমাদের সামর্থ্য ছিল ভালো ক্রিকেট খেলার। বিশ্বকাপে আসার আগে আমরা সেটা দেখিয়েছি।’
বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে দিল্লিতে দুই দিন আগে হতাশা প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাংবাদিকদের তখন কোচ হাথুরুসিংহের বিশ্বকাপ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কথাও বলেছেন সুজন। সুজনের সেই কথার প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে হাথুরু বলেন, ‘আমি তাঁর সাক্ষাৎকার দেখেছি। তবে তিনি কারও সঙ্গে আলাপ-আলোচনা করেননি। আমি সেটা গণমাধ্যমে প্রথমে দেখেছি। কোনো মন্তব্য করতে পারব না। কারণ, আমি তো আগে সেটা শুনিনি।’
বড় স্বপ্ন নিয়ে ২০২৩ বিশ্বকাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ। তবে একের পর এক ব্যর্থতায় সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বাজেভাবে হোঁচট খেয়েছে। প্রথম দল হিসেবে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে সাকিব আল হাসানের দল। অধিনায়ক সাকিব থেকে শুরু করে কোচ চন্ডিকা হাথুরুসিংহে—কেউই বাদ যাচ্ছেন না সমালোচনা থেকে। সাকিবও এবারের বিশ্বকাপকে বাংলাদেশের স্মরণকালের বাজে বিশ্বকাপ বলে স্বীকার করেছেন।
অথচ ২০২৩ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯২ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পেয়েছিল আফগানিস্তানের বিপক্ষে। এরপরই খেই হারাতে শুরু করে সাকিবের দল। একই মাঠে ধর্মশালায় ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরে গেছে ১৩৭ রানে। এরপর চেন্নাই, পুনে, মুম্বাই, কলকাতা—ভেন্যু বদলানোর সঙ্গে বাংলাদেশের প্রতিপক্ষ বদলেছে। তবু পরাজিত দলের তালিকায় থেকে যাচ্ছে বাংলাদেশেরই নাম। এমনকি কলকাতার ইডেন গার্ডেনসে নেদারল্যান্ডসের বিপক্ষেও বাংলাদেশকে হারতে হয়েছে ৮৭ রানে। এরপর একই মাঠ কলকাতায় পাকিস্তানের কাছে হারায় দুই ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের।
টানা ছয় ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হওয়া বাংলাদেশ দল আগামীকাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। তার আগে আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসেছেন বাংলাদেশ কোচ হাথুরুসিংহে। বাংলাদেশের হতাশাজনক পারফরম্যান্স প্রসঙ্গে হাথুরু বলেন, ‘কোচ হিসেবে আমি পুরো দায় নিচ্ছি। কারণ, আমরা ভক্ত-সমর্থকদের হতাশ করেছি। নিজেদের সেরা ক্রিকেটটা আমরা খেলতে পারিনি। ব্যাপারটা হচ্ছে, প্রথম ম্যাচ থেকে এই ম্যাচ পর্যন্ত কিছুরই পরিবর্তন হয়নি। আমার মতে, প্রত্যাশার চাপ বেশি নিয়ে ফেলেছি। আমাদের সামর্থ্য ছিল ভালো ক্রিকেট খেলার। বিশ্বকাপে আসার আগে আমরা সেটা দেখিয়েছি।’
বিশ্বকাপে বাংলাদেশের এমন ভরাডুবি নিয়ে দিল্লিতে দুই দিন আগে হতাশা প্রকাশ করেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সাংবাদিকদের তখন কোচ হাথুরুসিংহের বিশ্বকাপ-পরবর্তী ভবিষ্যৎ নিয়ে কথাও বলেছেন সুজন। সুজনের সেই কথার প্রসঙ্গ জিজ্ঞেস করা হলে হাথুরু বলেন, ‘আমি তাঁর সাক্ষাৎকার দেখেছি। তবে তিনি কারও সঙ্গে আলাপ-আলোচনা করেননি। আমি সেটা গণমাধ্যমে প্রথমে দেখেছি। কোনো মন্তব্য করতে পারব না। কারণ, আমি তো আগে সেটা শুনিনি।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
১ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
২ ঘণ্টা আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
২ ঘণ্টা আগে