ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?
ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে অবিশ্বাস্য জয়ের পর আকাশে উড়ছিল ভারত। বিরাট কোহলির দলের বন্দনায় মেতেছিলেন সবাই।
সুনীল গাভাস্কার তো ইংলিশদের সিরিজে ফেরার কোনো সম্ভাবনাই দেখছিলেন না। বলেছিলেন, ভারতকে হারাতে হলে অলৌকিক কিছু করতে হবে স্বাগতিকদের। জো রুট-জিমি অ্যান্ডারসনদের হতে হবে ‘অতিমানব’।
গাভাস্কারের কথাগুলো বোধ হয় ইংলিশদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছিল। এবার তাই তেলে-বেগুনে জ্বলে উঠলেন অ্যান্ডারসন-রবিনসন-ওভারটনরা।
লিডসের হেডিংলিতে আজ থেকে শুরু হওয়া দুদলের তৃতীয় টেস্টে ভারতকে ৭৮ রানে অলআউটের লজ্জা দিয়েছে ইংল্যান্ড। নিজেদের ৮৯ বছরের টেস্ট ইতিহাসে এটি ভারতের নবম সর্বনিম্ন দলীয় সংগ্রহ। আর ইংল্যান্ডের মাটিতে তৃতীয় সর্বনিম্ন।
ইংলিশ ফাস্ট বোলারদের সুনিপুণ প্রদর্শনীতে আজ দেড় সেশনও টিকতে পারেনি সফরকারীরা। তাদের প্রথম ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ৪০.৪ ওভার।
ভারতকে ভড়কে দেওয়ার দিনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন অ্যান্ডারসন। মাত্র ৬ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। এবারও তাঁর সুইংয়ে বিভ্রান্ত হয়ে ফিরেছেন অধিনায়ক কোহলি (৭)। তিন উইকেট নিয়েছেন মার্ক উডের জায়গায় সুযোগ পাওয়া ক্রেইগ ওভারটনও। বাকি ৪ উইকেট ভাগ করে নিয়েছেন অন্য দুই পেসার স্যাম কুরান ও ওলি রবিনসন।
ভারতীয় স্কোরকার্ড দেখলে মনে হবে যেন ফোন নম্বর! রোহিত শর্মা (১৯) ও অজিঙ্কা রাহানে (১৮) ছাড়া আর কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক। বাকিদের স্কোর–০,১, ৭,২, ৪,০, ৮,০, ৩! অতিরিক্ত খাত থেকে ১৬ রান না এলে আরও ভরাডুবি হতো ভারতের।
জবাব দিতে নেমে দারুণ সূচনা করেছেন দুই ইংলিশ ওপেনার রোরি বার্নস ও হাসিব হামিদ। ধৈর্যশীল ব্যাটিংয়ে দুজনেই তুলে নিয়েছেন ফিফটি। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪২ ওভারে বিনা উইকেটে ১২০ রান। এরই মধ্যে নিয়েছে ৪২ রানের লিড।
গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে সবচেয়ে বড় লজ্জা সঙ্গী হয়েছিল ভারতীয়দের। সেবার অ্যাডিলেডে গোলাপি বলের টেস্টে ৩৬ রানে গুটিয়ে গিয়েছিলেন কোহলি-রাহানে-পুজারারা। সেটিই টেস্ট ইতিহাসে তাঁদের সর্বনিম্ন দলীয় স্কোর। পরের তিন টেস্টে ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখে অবশ্য অস্ট্রেলিয়া জয় করেই ফিরেছিল ভারত। আজ আরেকটি ব্যাটিং দুঃস্বপ্নের পর ভারত কি পারবে ইংল্যান্ড জয় করতে?
কষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৪ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে