ক্রীড়া ডেস্ক
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। পাকিস্তানের স্বস্তির জয়ের রাতে এলিট ক্লাবে নাম লেখালেন হারিস রউফ। ২৪ ঘণ্টা না পেরোতেই রউফের সঙ্গী হলেন অ্যাডাম জাম্পা। রউফ-জাম্পার আগেই সেই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে রউফের গত রাতে দরকার ছিল ১ উইকেট। কানাডার ইনিংসের অর্ধেক পেরোনোর আগেই সেই মাইলফলকে পৌঁছান তিনি। দশম ওভারের তৃতীয় বলে কানাডার উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভভার উইকেটই রউফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট। একই ওভারের পঞ্চম বলে রবীন্দরপল সিংকে ফেরালে রউফ পেয়ে যান ১০১তম উইকেট। নিউইয়র্ক থেকে সুদূর অ্যান্টিগায় আজ বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেটের দেখা পেলেন জাম্পা। মাইলফলক ছুঁতে যে ৪ উইকেট দরকার ছিল, নামিবিয়ার বিপক্ষে চারটিই পেয়েছেন জাম্পা। অস্ট্রেলিয়ার লেগস্পিনার ৪ ওভারে খরচ করেন ১২ রান। পুরুষদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫তম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ‘সেঞ্চুরির ক্লাবে’ পৌঁছাতে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের লেগেছে ৮২ ইনিংস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোনোটিতেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব। ২ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়েছেন। পাননি কোনো উইকেটের দেখা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে সাকিব। এই তালিকায় সবার ওপরে থাকা টিম সাউদি পেয়েছেন ১৫৭ উইকেট।তিনে থাকা রশিদ খান নিশ্বাস ফেলছেন সাকিবের ঘাড়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদের উইকেট ১৪৬। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে পেয়েছেন ৬ উইকেট। সাকিব যদি তাঁর বাঁহাতের ঘূর্ণি জাদু দেখাতে না পারেন, খুব শিগগিরই তাঁকে (সাকিব) টপকে যেতে পারেন রশিদ।
চারে থাকা ইশ সোধির আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট ১৩৬। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ৯৭ ইনিংসে ১২৩ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪.৩৭ ইকোনমিতে নেন ৩ উইকেট। এবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। ৯৭ ইনিংস বোলিং করলেও তিনি খেলেছেন ৯৮ ম্যাচ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
১২১ উইকেট নিয়ে মার্ক অ্যাডাইর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ৬ নম্বরে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে ২ উইকেট নিয়েছেন। অ্যাডাইরের থেকে একটু দূরেই আছেন মিচেল স্যান্টনার ও আদিল রশিদ। স্যান্টনার-আদিল রশিদ দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১১১ উইকেট। জাম্পার মতো ইংল্যান্ডের ক্রিস জর্ডানও চলমান বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি উইকেট পাওয়া ১৫ বোলার
উইকেট ইনিংস
টিম সাউদি ১৫৭ ১২০
সাকিব আল হাসান ১৪৬ ১২২
রশিদ খান ১৪২ ৮৭
ইশ সোধি ১৩৬ ১১১
মোস্তাফিজুর রহমান ১২৩ ৯৭
মার্ক অ্যাডায়ার ১২১ ৮৫
আদিল রশিদ ১১১ ১০৪
মিচেল স্যান্টনার ১১১ ৯৯
বিলাল খান ১০৯ ৭৭
ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০৮ ৬৫
লাসিথ মালিঙ্গা ১০৭ ৮৩
শাদাব খান ১০৭ ৯৫
হারিস রউফ ১০১ ৬৯
ক্রিস জর্ডান ১০০ ৯১
অ্যাডাম জাম্পা ১০০ ৮২
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে গত রাতে কানাডাকে ৭ উইকেটে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেল পাকিস্তান। পাকিস্তানের স্বস্তির জয়ের রাতে এলিট ক্লাবে নাম লেখালেন হারিস রউফ। ২৪ ঘণ্টা না পেরোতেই রউফের সঙ্গী হলেন অ্যাডাম জাম্পা। রউফ-জাম্পার আগেই সেই এলিট ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান-মোস্তাফিজুর রহমানরা।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করতে রউফের গত রাতে দরকার ছিল ১ উইকেট। কানাডার ইনিংসের অর্ধেক পেরোনোর আগেই সেই মাইলফলকে পৌঁছান তিনি। দশম ওভারের তৃতীয় বলে কানাডার উইকেটরক্ষক ব্যাটার শ্রেয়াস মোভভার উইকেটই রউফের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শততম উইকেট। একই ওভারের পঞ্চম বলে রবীন্দরপল সিংকে ফেরালে রউফ পেয়ে যান ১০১তম উইকেট। নিউইয়র্ক থেকে সুদূর অ্যান্টিগায় আজ বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০০ উইকেটের দেখা পেলেন জাম্পা। মাইলফলক ছুঁতে যে ৪ উইকেট দরকার ছিল, নামিবিয়ার বিপক্ষে চারটিই পেয়েছেন জাম্পা। অস্ট্রেলিয়ার লেগস্পিনার ৪ ওভারে খরচ করেন ১২ রান। পুরুষদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫তম বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। ‘সেঞ্চুরির ক্লাবে’ পৌঁছাতে অস্ট্রেলিয়ার লেগ স্পিনারের লেগেছে ৮২ ইনিংস।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটিং-বোলিং কোনোটিতেই নামের প্রতি সুবিচার করতে পারছেন না সাকিব। ২ ম্যাচে ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়েছেন। পাননি কোনো উইকেটের দেখা। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দুইয়ে সাকিব। এই তালিকায় সবার ওপরে থাকা টিম সাউদি পেয়েছেন ১৫৭ উইকেট।তিনে থাকা রশিদ খান নিশ্বাস ফেলছেন সাকিবের ঘাড়ে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রশিদের উইকেট ১৪৬। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে পেয়েছেন ৬ উইকেট। সাকিব যদি তাঁর বাঁহাতের ঘূর্ণি জাদু দেখাতে না পারেন, খুব শিগগিরই তাঁকে (সাকিব) টপকে যেতে পারেন রশিদ।
চারে থাকা ইশ সোধির আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেট ১৩৬। সাকিবের পর বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি উইকেট পেয়েছেন মোস্তাফিজ। ৯৭ ইনিংসে ১২৩ উইকেট নিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে পঞ্চম সর্বোচ্চ উইকেট শিকারি মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি পেসার এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪.৩৭ ইকোনমিতে নেন ৩ উইকেট। এবারই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ম্যাচের সেঞ্চুরি হওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে মোস্তাফিজের। ৯৭ ইনিংস বোলিং করলেও তিনি খেলেছেন ৯৮ ম্যাচ। নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ।
১২১ উইকেট নিয়ে মার্ক অ্যাডাইর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন ৬ নম্বরে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এরই মধ্যে ২ উইকেট নিয়েছেন। অ্যাডাইরের থেকে একটু দূরেই আছেন মিচেল স্যান্টনার ও আদিল রশিদ। স্যান্টনার-আদিল রশিদ দুজনেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১১১ উইকেট। জাম্পার মতো ইংল্যান্ডের ক্রিস জর্ডানও চলমান বিশ্বকাপে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ করেছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ বা তার বেশি উইকেট পাওয়া ১৫ বোলার
উইকেট ইনিংস
টিম সাউদি ১৫৭ ১২০
সাকিব আল হাসান ১৪৬ ১২২
রশিদ খান ১৪২ ৮৭
ইশ সোধি ১৩৬ ১১১
মোস্তাফিজুর রহমান ১২৩ ৯৭
মার্ক অ্যাডায়ার ১২১ ৮৫
আদিল রশিদ ১১১ ১০৪
মিচেল স্যান্টনার ১১১ ৯৯
বিলাল খান ১০৯ ৭৭
ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০৮ ৬৫
লাসিথ মালিঙ্গা ১০৭ ৮৩
শাদাব খান ১০৭ ৯৫
হারিস রউফ ১০১ ৬৯
ক্রিস জর্ডান ১০০ ৯১
অ্যাডাম জাম্পা ১০০ ৮২
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর প্রশংসায় ভাসছিল পাকিস্তান ক্রিকেট দল। কিন্তু যে পাকিস্তানের নামের পাশে ‘আনপ্রেডিক্টেবল’ ট্যাগ, তাদের নিয়ে ভবিষ্যদ্বাণী করা দুরূহ ব্যাপার। টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাই হয়েছে এশিয়ার দলটি।
৩ মিনিট আগেশিরোনাম দেখে হয়তো অনেকে চমকে যেতে পারেন। এই তো এ বছরের ২৯ জুন রোহিত শর্মার নেতৃত্বে বার্বাডোজে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল। কদিন আগে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকাকে দুমড়ে মুচড়ে দিয়েছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারত। চার ইনিংসে তিনবার ২০০ পেরিয়েছে ভারত।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে পরশু পাল্লেকেলেতে শ্রীলঙ্কার ফুরিয়েছে ১২ বছরের অপেক্ষা। এক যুগ পর ওয়ানডে সিরিজ জয়ী শ্রীলঙ্কার সামনে আজ হোয়াইটওয়াশের সুযোগ। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডে।
২ ঘণ্টা আগে২০২৪ এর ১৫ জুলাই-আনহেল দি মারিয়ার কান্নাভেজা চোখের ছবি নিশ্চয়ই ফুটবলপ্রেমীদের মনে রয়েছে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে সেদিনই কোপা আমেরিকার ফাইনালের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তবে আর্জেন্টিনার আকাশী-নীল জার্সি না পরলেও ফুটবল মাঠটা তিনি বড্ড মিস করেন।
২ ঘণ্টা আগে