ক্রীড়া ডেস্ক
২০০৭ থেকে শুরু করে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান। এবার যখন শুরু হতে যাচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে সাকিব খেলবেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাছে রয়েছে শান্তর বিশেষ চাওয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব মৌসুম খেলাটাই শুধু নয়। ৪৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এখনো সর্বোচ্চ উইকেট সংগ্রহ সাকিবের। আইসিসি ইভেন্টেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। সাকিব তাঁর অভিজ্ঞতা যেন সতীর্থদের সঙ্গে শেয়ার করেন, এমন কিছুই চাওয়া শান্তর। ‘সবুজ লালের গল্প’ ধারাবাহিকতায় বিসিবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে শান্তর সাক্ষাৎকার। বিশ্বকাপ নিয়ে শান্ত বলেন, ‘সবার কাছে আমার একই রকম প্রত্যাশা। যার যে দায়িত্বটা থাকবে, সে অনুযায়ী যেন অবদান রাখে এটাই প্রধান চাওয়া। আলাদাভাবে যদি বলেন, আমি চাইব যে সাকিব ভাই তাঁর অভিজ্ঞতা যেন প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে শেয়ার করেন। তিনি আগের বছরগুলোতে যে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই ধারণাগুলো তরুণ ক্রিকেটারদের দিলে উপকৃত হবে। এটা তিনি (সাকিব) করেন।’
বিশ্বকাপের মৌসুম হিসাব করে সাকিবের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে শান্তর জন্য ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে দ্বিতীয় মৌসুম। পাশাপাশি ৬ ক্রিকেটার যাচ্ছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। অভিজ্ঞ ক্রিকেটার থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার যদি দলে থাকেন, সেটা বাড়তি পাওয়া। বিশেষ করে যারা তরুণ ক্রিকেটার, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে, তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয়। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পাশাপাশি তাঁদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। আশা করব যে আমার কঠিন সময়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে, তাঁরা অবশ্যই আমাকে সাহায্য করবেন। এরই মধ্যে সাহায্য করা শুরু করেছেন। কোনো জায়গায় যদি আমার পরামর্শের দরকার হয়, তাঁরা এগিয়ে আসবেন। বিশ্বকাপে এর ব্যতিক্রম হবে না বলে আশা করি।’
আরও পড়ুন:
২০০৭ থেকে শুরু করে সব টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন সাকিব আল হাসান। এবার যখন শুরু হতে যাচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ, সেখানে সাকিব খেলবেন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের কাছে রয়েছে শান্তর বিশেষ চাওয়া।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সব মৌসুম খেলাটাই শুধু নয়। ৪৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের ইতিহাসে এখনো সর্বোচ্চ উইকেট সংগ্রহ সাকিবের। আইসিসি ইভেন্টেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের তারকা অলরাউন্ডারের। সাকিব তাঁর অভিজ্ঞতা যেন সতীর্থদের সঙ্গে শেয়ার করেন, এমন কিছুই চাওয়া শান্তর। ‘সবুজ লালের গল্প’ ধারাবাহিকতায় বিসিবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছে শান্তর সাক্ষাৎকার। বিশ্বকাপ নিয়ে শান্ত বলেন, ‘সবার কাছে আমার একই রকম প্রত্যাশা। যার যে দায়িত্বটা থাকবে, সে অনুযায়ী যেন অবদান রাখে এটাই প্রধান চাওয়া। আলাদাভাবে যদি বলেন, আমি চাইব যে সাকিব ভাই তাঁর অভিজ্ঞতা যেন প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে শেয়ার করেন। তিনি আগের বছরগুলোতে যে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, সেই ধারণাগুলো তরুণ ক্রিকেটারদের দিলে উপকৃত হবে। এটা তিনি (সাকিব) করেন।’
বিশ্বকাপের মৌসুম হিসাব করে সাকিবের পরেই আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ নিয়ে অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন মাহমুদউল্লাহ। অন্যদিকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে শান্তর জন্য ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের টুর্নামেন্টে দ্বিতীয় মৌসুম। পাশাপাশি ৬ ক্রিকেটার যাচ্ছেন প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে। অভিজ্ঞ ক্রিকেটার থেকে তরুণদের অনেক কিছু শেখার আছে বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অভিজ্ঞ ক্রিকেটার যদি দলে থাকেন, সেটা বাড়তি পাওয়া। বিশেষ করে যারা তরুণ ক্রিকেটার, প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে, তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে আমার কাছে মনে হয়। তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। পাশাপাশি তাঁদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে। আশা করব যে আমার কঠিন সময়ে কোনো সাহায্যের প্রয়োজন হলে, তাঁরা অবশ্যই আমাকে সাহায্য করবেন। এরই মধ্যে সাহায্য করা শুরু করেছেন। কোনো জায়গায় যদি আমার পরামর্শের দরকার হয়, তাঁরা এগিয়ে আসবেন। বিশ্বকাপে এর ব্যতিক্রম হবে না বলে আশা করি।’
আরও পড়ুন:
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
৩ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
৪ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
৭ ঘণ্টা আগে