ক্রীড়া ডেস্ক
চাপের মুখে প্রতি আক্রমণই সবচেয়ে বড় রক্ষাকবচ! এটা মাথায় রেখেই হোক কিংবা বাজবল মন্ত্রে উজ্জীবিত হয়ে, আগের দিন বিধ্বংসী ব্যাটিংই করেছিলেন বেন ডাকেট। ইংলিশ এই ব্যাটারকে দেখেই কিনা, আজ রাজকোর্টে ব্যাটিংয়ে দারুণ সপ্রতিভ যশস্বী জয়সওয়াল। ৯টি চার ও ৫টি ছক্কায় ১২২ বলে করলেন সেঞ্চুরি। ভারতীয় ওপেনারের তৃতীয় এই সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯৬ রান তুলেছে ভারত। এর আগে ইংল্যান্ড ৩১৯ রান অলআউট হওয়ায় সবশুদ্ধ ৩২২ রানের লিড স্বাগতিকদের। অর্থাৎ তৃতীয় দিনের খেলা শেষ রাজকোটে চাপে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান তোলায় আগের দিনই চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে সেই চাপ কাটাতে ভারতীয় বোলারদের উপর চড়াও হয়েছিলেন বেন ডাকেট। বাজবল ক্রিকেটের প্রদর্শনী দেখিয়ে ১১২.৭১ স্ট্রাইকরেটে ১৩৩ রান করে ছিলেন অপরাজিত। তাঁর সে ইনিংসই বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু আজ সেটার বাস্তবায়ন হতে দেননি স্বাগতিক বোলাররা। জো রুট (১৮) অল্প রানেই ফিরে গেলেন।
পরের ওভারেই রানের খাতা না খুলেই ফিরে গেলেন জনি বেয়ারস্টো। এরপর ডাকেটও (১৫৩) ফিরে গেলে বড় স্কোরের আশা শেষ ইংল্যান্ডের। আজ ১১২ রান তুলতেই সফরকারীরা খুইয়েছে হাতের ৮ উইকেট। অসুস্থ মাকে দেখতে যাওয়ায় এদিন আর মাঠে দেখা যায়নি আগের দিন ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া রবিচন্দ্রন অশ্বিনকে।
১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ইনিংসের দ্বাদশ ওভারে রোহিত শর্মা (১৯) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন জয়সওয়াল ও শুবমান গিল। ১০৪ রান করে জয়সওয়াল পিঠের ব্যথায় রিটায়ার্ড হার্ট হলেও ৬৫ রানে অপরাজিত গিল। সঙ্গী কুলদীপ যাদবের রান ৩*। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হওয়ায় তৃতীয় দিন শেষেই ভারতে ৩২২ রানে এগিয়ে থাকাটা সফরকারীদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে।
চাপের মুখে প্রতি আক্রমণই সবচেয়ে বড় রক্ষাকবচ! এটা মাথায় রেখেই হোক কিংবা বাজবল মন্ত্রে উজ্জীবিত হয়ে, আগের দিন বিধ্বংসী ব্যাটিংই করেছিলেন বেন ডাকেট। ইংলিশ এই ব্যাটারকে দেখেই কিনা, আজ রাজকোর্টে ব্যাটিংয়ে দারুণ সপ্রতিভ যশস্বী জয়সওয়াল। ৯টি চার ও ৫টি ছক্কায় ১২২ বলে করলেন সেঞ্চুরি। ভারতীয় ওপেনারের তৃতীয় এই সেঞ্চুরির সুবাদে দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৯৬ রান তুলেছে ভারত। এর আগে ইংল্যান্ড ৩১৯ রান অলআউট হওয়ায় সবশুদ্ধ ৩২২ রানের লিড স্বাগতিকদের। অর্থাৎ তৃতীয় দিনের খেলা শেষ রাজকোটে চাপে ইংল্যান্ড।
প্রথম ইনিংসে ভারত ৪৪৫ রান তোলায় আগের দিনই চাপে পড়ে গিয়েছিল সফরকারীরা। তবে সেই চাপ কাটাতে ভারতীয় বোলারদের উপর চড়াও হয়েছিলেন বেন ডাকেট। বাজবল ক্রিকেটের প্রদর্শনী দেখিয়ে ১১২.৭১ স্ট্রাইকরেটে ১৩৩ রান করে ছিলেন অপরাজিত। তাঁর সে ইনিংসই বড় স্কোরের স্বপ্ন দেখাচ্ছিল সফরকারীদের। কিন্তু আজ সেটার বাস্তবায়ন হতে দেননি স্বাগতিক বোলাররা। জো রুট (১৮) অল্প রানেই ফিরে গেলেন।
পরের ওভারেই রানের খাতা না খুলেই ফিরে গেলেন জনি বেয়ারস্টো। এরপর ডাকেটও (১৫৩) ফিরে গেলে বড় স্কোরের আশা শেষ ইংল্যান্ডের। আজ ১১২ রান তুলতেই সফরকারীরা খুইয়েছে হাতের ৮ উইকেট। অসুস্থ মাকে দেখতে যাওয়ায় এদিন আর মাঠে দেখা যায়নি আগের দিন ৫০০ টেস্ট উইকেটের মাইলফলক ছোঁয়া রবিচন্দ্রন অশ্বিনকে।
১২৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত। ইনিংসের দ্বাদশ ওভারে রোহিত শর্মা (১৯) ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ১৫৫ রানের জুটি গড়েন জয়সওয়াল ও শুবমান গিল। ১০৪ রান করে জয়সওয়াল পিঠের ব্যথায় রিটায়ার্ড হার্ট হলেও ৬৫ রানে অপরাজিত গিল। সঙ্গী কুলদীপ যাদবের রান ৩*। ইংল্যান্ড প্রথম ইনিংসে ৩১৯ রানে অলআউট হওয়ায় তৃতীয় দিন শেষেই ভারতে ৩২২ রানে এগিয়ে থাকাটা সফরকারীদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হতে পারে।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১০ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১১ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১১ ঘণ্টা আগে