নিজস্ব প্রতিবেদক, ধর্মশালা থেকে
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট! বাংলাদেশ দলের টিম ম্যানেজমেন্টের সদস্যদের দেখে এই প্রবাদ মনে পড়তে বাধ্য। এবার বিশ্বকাপ অভিযানে ‘টিম ডিরেক্টর’ হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। টুর্নামেন্টের আগ মুহূর্তে কনসালট্যান্ট হিসেবে যোগ দিয়েছেন শ্রীধরন শ্রীরাম। আর প্রধান কোচ হিসেবে চন্ডিকা হাথুরুসিংহে তো আছেনই।
তিনজনের কাজের ধরন বেশ বিভ্রান্তিকর। ধরে নেওয়া হচ্ছে, অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে রণকৌশল তৈরির মূল কাজ হাথুরুর। কিন্তু বাকি দুজনের কাজ কী? এই থিংক-ট্যাংক কাজই-বা করে কীভাবে? তিনজনেরই কি একই কাজ? প্রশ্নগুলো এল আজ হাথুরুর সংবাদ সম্মেলনে।
বাংলাদেশ কোচ হাথুরু বললেন, ‘এটা ভালোভাবেই কাজ করছে। খালেদ ম্যানেজার কিংবা হেড অব ডেলেগেশন। সে সবকিছু সামলায়। শ্রীরাম পরামর্শক। গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিল। সে শুধু পিচ নিয়ে কাজ করে তা তো না, সবকিছু নিয়েই কাজ করে। আর আমি প্রধান কোচ। এটা ভালোভাবেই কাজ করছে। এবং আমি এতে খুশি।’
পরিষ্কার উত্তর না আসায় আবারও প্রশ্ন হলো, নির্দিষ্টভাবে কার কী কাজ এখানে? এবার হাথুরু বললেন, ‘কোনো নির্দিষ্ট ভূমিকা নেই। যেভাবে দেখছে, সেভাবে তারা স্বাধীনভাবে অবদান রাখছে। আমি এটি স্বচ্ছন্দই বোধ করছি।’
এই মুহূর্তে ভারতে সঙ্গে আছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন চলে এলে ‘ম্যানেজমেন্ট গ্রুপ’ আরও বড় হয়ে যাবে। তখন নিশ্চিতভাবে বিশ্বকাপের সবচেয়ে ভারী থিংক ট্যাংক হবে বাংলাদেশের!
১০০ দিন পার করেছে অন্তর্বর্তী সরকার। এই সময়ে দেশের অন্য খাতের সঙ্গে ক্রীড়াঙ্গনও ছিল বেশ আলোচিত। গত ১০০ দিনে কী কী পরিবর্তন এসেছে ক্রীড়াঙ্গনে, সেগুলো দেখতেই এই আয়োজন।
১৯ মিনিট আগেম্যানচেস্টার সিটির ফর্মটাই এবার নরওয়ের জার্সিতেও টেনে নিয়ে এলেন আর্লিং হালান্ড। নিয়মিত গোল করছেন এবারের উয়েফা নেশনস লিগে। নরওয়ের এই স্ট্রাইকার গত রাতে করলেন হ্যাটট্রিক।
১ ঘণ্টা আগে২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলে একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
১ ঘণ্টা আগেট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
২ ঘণ্টা আগে