নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’
শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে।
প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।
আগামী ৭ আগস্ট বাংলাদেশে আসছে বিশ্বকাপের ট্রফি। অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের ট্রফি এখন আছে পাকিস্তানে। এরপর এটি যাবে শ্রীলঙ্কায়।
শ্রীলঙ্কা হয়ে বিশ্বকাপের ট্রফির পরের গন্তব্য বাংলাদেশ। বাংলাদেশে তিন দিন থাকার কথা বিশ্বকাপের ট্রফি। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, পদ্মা সেতুকে ব্যাকগ্রাউন্ড করে বিশ্বকাপ ট্রফির ফটোসেশনের পরিকল্পনা করছেন তাঁরা। গতবার যেটা হয়েছিল জাতীয় সংসদ ভবনে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বললেন, ‘আইসিসি সাধারণত সব দেশের আইকোনিক লোকেশনে ট্রফি রেখে ফটোসেশন করে থাকে। সে হিসেবে আমাদের দেশে পদ্মা সেতু হতে পারে আইকোনিক স্পট। এটা যেহেতু আমাদের গর্বের বিষয়। সেতুর ওপরে নয়, সেতুকে ব্যাকগ্রাউন্ড করে একটা জায়গা থেকে ছবিটা তোলা হবে। সেই ছবি আইসিসি পরে ব্যবহার করবে।’
শুধু পদ্মা সেতুতে নয়, সাধারণ দর্শকদেরও ট্রফি দেখার ব্যবস্থা থাকছে। রাজধানীর বড় কোনো শপিং মলে দর্শকদের ট্রফি দেখার ব্যবস্থা করা হবে। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখানো হতে পারে। তিন দিনের সূচিতে বিশ্বকাপ ট্রফি যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেও। সেখানে ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশন হবে।
প্রতি বিশ্বকাপের আগেই বিশ্বভ্রমণে বের হয় বিশ্বকাপের ট্রফি। ব্যতিক্রম হচ্ছে না এবারও। গত ২৭ জুন ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ট্রফি উন্মোচন হয়। তবে ট্রফির বিভিন্ন দেশে ঘোরা শুরু হয় ১৪ জুলাই থেকে। সব মিলিয়ে মোট ১৭টি দেশ ঘোরার কথা এই ট্রফির। বাংলাদেশ থেকে এটার পরের গন্তব্য হবে কুয়েত।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
২ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
২ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৩ ঘণ্টা আগে