ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেড টেস্টে এমনিতেই ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। এদিকে দ্বিতীয় ইনিংসে জো রুটের ব্যাটিংয়ে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ চতুর্থ দিন মাঠে নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক।
সকালে মাঠে নামার আগে অনুশীলনে থ্রো-ডাউনে ছোড়া বল সামলাতে গিয়ে আঘাত পান রুট। বল সজোরে তাঁর শরীরের নিচের অংশে লাগে। পরে আর মাঠেও নামেননি তিনি। রুটের চোট কতটা গুরুতর, সেটি জানার চেষ্টা করছে ইংল্যান্ডের মেডিকেল দল। তবে রুটের মাঠে নামা নিয়ে সংশয় আছে।
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ড সুবিধা করতে না পারলেও ভালো ছন্দে আছেন রুট। প্রথম ইনিংসে ৬২ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন। রুটের সামনে হাতছানি দিচ্ছে টেস্টে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড। তবে তার আগে চোট কাটিয়ে তাঁকে মাঠে ফিরতে হবে।
চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। হাতে আছে আরও ৫ উইকেট। ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপিয়ে দিতে এখন উইকেটে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেইন। ৩৫ রানে অপরাজিত আছেন এই টপ অর্ডার ব্যাটার। দলের এই বিপদের সময়ে অধিনায়ক রুটের মাঠ থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।
অ্যাডিলেড টেস্টে এমনিতেই ভালো অবস্থানে নেই ইংল্যান্ড। এদিকে দ্বিতীয় ইনিংসে জো রুটের ব্যাটিংয়ে নামা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আজ চতুর্থ দিন মাঠে নামার আগে অনুশীলনে চোট পেয়েছেন ইংলিশ অধিনায়ক।
সকালে মাঠে নামার আগে অনুশীলনে থ্রো-ডাউনে ছোড়া বল সামলাতে গিয়ে আঘাত পান রুট। বল সজোরে তাঁর শরীরের নিচের অংশে লাগে। পরে আর মাঠেও নামেননি তিনি। রুটের চোট কতটা গুরুতর, সেটি জানার চেষ্টা করছে ইংল্যান্ডের মেডিকেল দল। তবে রুটের মাঠে নামা নিয়ে সংশয় আছে।
অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজে ইংল্যান্ড সুবিধা করতে না পারলেও ভালো ছন্দে আছেন রুট। প্রথম ইনিংসে ৬২ রানের ইনিংস খেলার পথে বেশ কিছু রেকর্ড গড়েছেন। রুটের সামনে হাতছানি দিচ্ছে টেস্টে এক বর্ষপঞ্জিকায় সর্বোচ্চ রানের মালিক হওয়ার রেকর্ড। তবে তার আগে চোট কাটিয়ে তাঁকে মাঠে ফিরতে হবে।
চতুর্থ দিনে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া। হাতে আছে আরও ৫ উইকেট। ইংল্যান্ডের ওপর রানের পাহাড় চাপিয়ে দিতে এখন উইকেটে আছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্নাস লাবুশেইন। ৩৫ রানে অপরাজিত আছেন এই টপ অর্ডার ব্যাটার। দলের এই বিপদের সময়ে অধিনায়ক রুটের মাঠ থেকে ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বড় ধাক্কা।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১০ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১২ ঘণ্টা আগে