ক্রীড়া ডেস্ক
১১টা ৩৩ মিনিট, ১০ নভেম্বর
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টানা দুই ছয়ে ম্যাচ হাতের মুঠোয় এনেছেন মিচেল। ১৯ তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয়ও নিশ্চিত করলেন তিনি। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। শেষ ৩ ওভারে ৫৭ রান তুলেছে নিশাম-মিচেলরা। দিল্লিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সবশেষ লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আক্ষেপে পুড়েছিল কেন উইলিয়ামসনের দল। দুবাইয়ে এই দুই হারের বদলা নিল নিশাম-মিচেলরা। ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড।
১১টা ২৭ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিতে তুলে ফিরলেন নিশাম
৪১ বলে ফিফটি তুলে নিলেন মিচেল। রশিদের ওভারের শেষ বলে ক্যাচ দিলেন নিশাম। ১১ বলে ২৭ করা নিশাম অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মরগানের হাতে ক্যাচ দিলেন এই কিউই অলরাউন্ডার। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ২০ রান।
১১টা ২১ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিয়ে তুলেছেন নিশাম
জর্ডানের ১৭ তম ওভারে ম্যাচ জমিয়ে তুললেন নিশাম। শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এই ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড।
১১টা ৮ মিনিট, ১০ নভেম্বর
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে। ছয় মারতে গিয়ে ফিলিপস ধরা পড়লেন লং অফে ধরা পড়লেন বিলিংসের হাতে। বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। উইকেটে এসেছেন জিমি নিশাম। শেষ ৪ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ৫৭।
১১টা, ১০ নভেম্বর
জুটি ভাঙলেন লিভিংস্টোন
লিভিংস্টোনকে উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন কনওয়ে (৪৬)। আউট হওয়ার আগে মিচেলকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছেন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। শেষ ৩৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৭০ রান।
১০টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
দলকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল
আবুধাবির উইকেটে গতির ঝড় তুলেছেন মার্ক উড। ১১ তম ওভারের চতুর্থ বলটি করেছেন ঘণ্টায় ১৫১ কিমি গতি বেগে। অফ স্টাম্পের বাইরের পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কনওয়ে। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৯৪ রান।
১০টা ৩৭ মিনিট, ১০ নভেম্বর
প্রয়োজনীয় রান রেট বাড়ছে কিউইদের
নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল। দুই ব্যাটারই উইকেটে থিতু হয়েছেন। এদিকে দারুণ বোলিং করছেন ইংলিশ বোলাররা। কিউইদের জিততে হলে রান তোলার গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় রান রেট বাড়ছে। ১০ ওভার শেষে কিউইদের রান ৫৮।
১০টা ২২ মিনিট, ১০ নভেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের
পাওয়ার শেষ ওভারে আদিল রশিদকে আনলেন মরগান। নিজের প্রথম ওভারে রশিদ দিলেন ১০ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৩৬। তৃতীয় উইকেটে কনওয়ে আর ড্যারিল মিচেল এগিয়ে নিচ্ছেন দলকে।
১০টা ৮ মিনিট, ১০ নভেম্বর
ওকসের দ্বিতীয় আঘাত
ওকসের দ্বিতীয় আঘাত। এবার ক্যাচ বানালেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিলেন। নিজের দ্বিতীয় ওভারে কিউইদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওকস। নিউজিল্যান্ড ১৩ /২; ওভার:৩।
৯টা ৫৬মিনিট, ১০ নভেম্বর
ওকস ফেরালেন গাপটিলকে
ইনিংসের তৃতীয় বলেই ফিরলেন মার্টিন গাপটিল। ক্রিস ওকসকে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন গাপটিল। দুই বল পর মিড অনে মঈনের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। প্রথম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮।
৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান
ইনিংসের শেষ ওভারে নিশামের বলে লং অফে স্যান্টনারের হাতে ক্যাচ দিলেন লিভিংস্টোন। আউট হওয়ার আগে মঈনের সঙ্গে ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিলেন মঈন। ওভারের শেষ বলে ক্যাচ ছাড়লেন ফিলিপস। দৌড়ে ২ রান নিলেন মরগান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান।
৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
দুই ছয়ের ওভার
মিলনের ১৮তম ওভারে ১৬ রান তুললেন মঈন- লিভিংস্টোন। ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়েছেন মঈন আর শেষ বলে হাঁকালেন লিভিংস্টোন। শেষদিকে চালিয়ে খেলছে এই দুই ইংলিশ অলরাউন্ডার। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪৬।
৯টা ১৮ মিনিট, ১০ নভেম্বর
ছক্কা মেরেই আউট মালান
আগের বলে ছক্কা মেরে পরের বলেই ফিরলেন মালান (৪১)। মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান। এর আগেও ক্যাচ দিয়েছিলেন তিনি,তালুবন্দী করতে পারেননি কনওয়ে।উইকেটে এসেছেন নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৯।
৯টা ৬ মিনিট, ১০ নভেম্বর
এগিয়ে নিচ্ছেন মঈন-মালান
তৃতীয় উইকেটে মঈন আলী আর মালান জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। মালান ২২ বলে ৩০ আর মঈন ১৫ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯৪। ২৯ বলে এই দুই জন যোগ করেছেন ৪১ রান।
৮টা ৫০ মিনিট, ১০ নভেম্বর
‘জীবন’ পেলেন মালান
ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন কনওয়ে। জিমি নিশামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মালান। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে লাগিয়েও তালুবন্দী করতে পারলেন না কনওয়ে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৭।
৮টা ৪৫ মিনিট, ১০ নভেম্বর
সোধির শিকার বাটলার
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমকে টপকে যাওয়ার পর আউট হলেন বাটলার। সোধির লেগ ব্রেকে এলবিডব্লুর ফাঁদে পড়লেন তিনি। গুড লেংথে পিচ করা বলটি রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ২৪ বলে ২৯ রান করে ফিরলেন বাটলার।
৮টা ২৮ মিনিট, ১০ নভেম্বর
বেয়ারস্টোকে ফেরালেন মিলনে
পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডাম মিলনে বোলিংয়ে এসেই ফেরালেন বেয়ারস্টোকে। মিলনের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের হাতে ধরা পড়ল বেয়ারস্টো (১৩)। দলীয় ৩৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি। এই ওভারে মিলনে দিলেন ৩ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।
৮টা ২৪ মিনিট, ১০ নভেম্বর
ইংল্যান্ডের দারুণ শুরু
বোল্টকে প্রথম দুই বলে চার মেরে স্বাগত জানাল বাটলার। পরের বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে হলেও প্রথম বলটি ছিল ফুল লেংথের। দুটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাটলার। চতুর্থটি দিলেন শর্ট বল। উইকেটরক্ষক ডেভন কনওয়ের মাথার ওপর দিয়ে বল সীমানা পেরিয়ে গেল। ওয়াইড হওয়া বলটিতে ৫ রান পেল ইংল্যান্ড। এই ওভারে বোল্ট দিলেন ১৬ রান। ইংল্যান্ড ২৯ / ০, ওভার: ৪।
৮টা ১১ মিনিট, ১০ নভেম্বর
২ ওভারে বিনা উইকেটে ১২
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন ট্রেন্ট বোল্ট । চোটের কারণে রয় একাদশে না থাকায় বাটলারের সঙ্গে আজ ওপেনিংয়ে এসেছেন জনি বেয়ারস্টো। শেষ বলে ব্যাটের বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগে চার হয়ে গেল। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন বাটলার। ইংল্যান্ড ১২/০, ওভার: ২।
৭টা ৫৭ মিনিট, ১০ নভেম্বর
মোহনকে স্মরণ
জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠকর্মীরা পিচ কিউরেটর মোহন সিংয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করলেন। গত রোববার নিজ কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূত কিউরেটরের।
৭টা ৫১ মিনিট, ১০ নভেম্বর
আগে ব্যাটিং করলে জেতে ইংল্যান্ড
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ বার আগে ব্যাটিং করে ৬বার জিতেছে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচের একটিতে হেরেছে অন্যটিতে পরিত্যক্ত হয়েছিল। আজও টস হেরে আগে ব্যাটিং করবে এউইন মরগানের দল।
৭টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল উইলিয়ামসনের দল। এর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কিউইদের সামনে আজ তাই পুরোনো হিসেব মিলিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে।
১১টা ৩৩ মিনিট, ১০ নভেম্বর
সেই ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নিউজিল্যান্ড
টানা দুই ছয়ে ম্যাচ হাতের মুঠোয় এনেছেন মিচেল। ১৯ তম ওভারের শেষ বলে চার মেরে দলের জয়ও নিশ্চিত করলেন তিনি। ১ ওভার বাকি থাকতে ম্যাচ জিতল নিউজিল্যান্ড। শেষ ৩ ওভারে ৫৭ রান তুলেছে নিশাম-মিচেলরা। দিল্লিতে ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। সবশেষ লর্ডসে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আক্ষেপে পুড়েছিল কেন উইলিয়ামসনের দল। দুবাইয়ে এই দুই হারের বদলা নিল নিশাম-মিচেলরা। ইংলিশদের বিপক্ষে ৫ উইকেটের জয়ে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের টিকিট কাটল নিউজিল্যান্ড।
১১টা ২৭ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিতে তুলে ফিরলেন নিশাম
৪১ বলে ফিফটি তুলে নিলেন মিচেল। রশিদের ওভারের শেষ বলে ক্যাচ দিলেন নিশাম। ১১ বলে ২৭ করা নিশাম অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলতে গিয়ে মরগানের হাতে ক্যাচ দিলেন এই কিউই অলরাউন্ডার। শেষ দুই ওভারে নিউজিল্যান্ডের দরকার ২০ রান।
১১টা ২১ মিনিট, ১০ নভেম্বর
ম্যাচ জমিয়ে তুলেছেন নিশাম
জর্ডানের ১৭ তম ওভারে ম্যাচ জমিয়ে তুললেন নিশাম। শেষ ৩ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৩৪ রান। এই ওভারে ২৩ রান নিয়ে ম্যাচ জমিয়ে তুলেছে নিউজিল্যান্ড।
১১টা ৮ মিনিট, ১০ নভেম্বর
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে
লিভিংস্টোন এবার ফেরালেন গ্লেন ফিলিপসকে। ছয় মারতে গিয়ে ফিলিপস ধরা পড়লেন লং অফে ধরা পড়লেন বিলিংসের হাতে। বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণ এখন ইংল্যান্ডের হাতে। উইকেটে এসেছেন জিমি নিশাম। শেষ ৪ ওভারে নিউজিল্যান্ডের জিততে দরকার ৫৭।
১১টা, ১০ নভেম্বর
জুটি ভাঙলেন লিভিংস্টোন
লিভিংস্টোনকে উইকেট থেকে বেরিয়ে খেলতে গিয়ে স্টাম্পড হয়ে গেলেন কনওয়ে (৪৬)। আউট হওয়ার আগে মিচেলকে নিয়ে ৬৭ বলে ৮২ রানের জুটি গড়েছেন কনওয়ে। ১৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ৩ উইকেটে ৯৭। শেষ ৩৬ বলে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ৭০ রান।
১০টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
দলকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল
আবুধাবির উইকেটে গতির ঝড় তুলেছেন মার্ক উড। ১১ তম ওভারের চতুর্থ বলটি করেছেন ঘণ্টায় ১৫১ কিমি গতি বেগে। অফ স্টাম্পের বাইরের পরের বলে কাভারের ওপর দিয়ে ছক্কা হাঁকালেন কনওয়ে। শেষ ৯ ওভারে নিউজিল্যান্ডের দরকার ৯৪ রান।
১০টা ৩৭ মিনিট, ১০ নভেম্বর
প্রয়োজনীয় রান রেট বাড়ছে কিউইদের
নিউজিল্যান্ডকে এগিয়ে নিচ্ছেন কনওয়ে-মিচেল। দুই ব্যাটারই উইকেটে থিতু হয়েছেন। এদিকে দারুণ বোলিং করছেন ইংলিশ বোলাররা। কিউইদের জিততে হলে রান তোলার গতি বাড়ানোর কোনো বিকল্প নেই। প্রয়োজনীয় রান রেট বাড়ছে। ১০ ওভার শেষে কিউইদের রান ৫৮।
১০টা ২২ মিনিট, ১০ নভেম্বর
পাওয়ার প্লেতে ২ উইকেট নেই নিউজিল্যান্ডের
পাওয়ার শেষ ওভারে আদিল রশিদকে আনলেন মরগান। নিজের প্রথম ওভারে রশিদ দিলেন ১০ রান। ৬ ওভার শেষে নিউজিল্যান্ডের রান ২ উইকেটে ৩৬। তৃতীয় উইকেটে কনওয়ে আর ড্যারিল মিচেল এগিয়ে নিচ্ছেন দলকে।
১০টা ৮ মিনিট, ১০ নভেম্বর
ওকসের দ্বিতীয় আঘাত
ওকসের দ্বিতীয় আঘাত। এবার ক্যাচ বানালেন উইলিয়ামসনকে। উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে স্কুপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে আদিল রশিদের হাতে ক্যাচ দিলেন। নিজের দ্বিতীয় ওভারে কিউইদের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিলেন ওকস। নিউজিল্যান্ড ১৩ /২; ওভার:৩।
৯টা ৫৬মিনিট, ১০ নভেম্বর
ওকস ফেরালেন গাপটিলকে
ইনিংসের তৃতীয় বলেই ফিরলেন মার্টিন গাপটিল। ক্রিস ওকসকে প্রথম বলে চার মেরে শুরু করেছিলেন গাপটিল। দুই বল পর মিড অনে মঈনের হাতে ধরা পড়লেন এই কিউই ওপেনার। প্রথম ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকেটে ৮।
৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান
ইনিংসের শেষ ওভারে নিশামের বলে লং অফে স্যান্টনারের হাতে ক্যাচ দিলেন লিভিংস্টোন। আউট হওয়ার আগে মঈনের সঙ্গে ২৪ বলে ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েছেন লিভিংস্টোন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নিলেন মঈন। ওভারের শেষ বলে ক্যাচ ছাড়লেন ফিলিপস। দৌড়ে ২ রান নিলেন মরগান। ২০ ওভার শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ১৬৬। ফাইনালে উঠতে নিউজিল্যান্ডের দরকার ১৬৭ রান।
৯টা ৩২মিনিট, ১০ নভেম্বর
দুই ছয়ের ওভার
মিলনের ১৮তম ওভারে ১৬ রান তুললেন মঈন- লিভিংস্টোন। ওভারের প্রথম বলে ছয় হাঁকিয়েছেন মঈন আর শেষ বলে হাঁকালেন লিভিংস্টোন। শেষদিকে চালিয়ে খেলছে এই দুই ইংলিশ অলরাউন্ডার। ১৮ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১৪৬।
৯টা ১৮ মিনিট, ১০ নভেম্বর
ছক্কা মেরেই আউট মালান
আগের বলে ছক্কা মেরে পরের বলেই ফিরলেন মালান (৪১)। মঈন আলীর সঙ্গে ৪৩ বলে ৬৩ রানের জুটি গড়ে সাউদির বলে উইকেটের পেছনে ক্যাচ দিলেন মালান। এর আগেও ক্যাচ দিয়েছিলেন তিনি,তালুবন্দী করতে পারেননি কনওয়ে।উইকেটে এসেছেন নতুন ব্যাটার লিয়াম লিভিংস্টোন। ১৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ১১৯।
৯টা ৬ মিনিট, ১০ নভেম্বর
এগিয়ে নিচ্ছেন মঈন-মালান
তৃতীয় উইকেটে মঈন আলী আর মালান জুটি গড়ে এগিয়ে নিচ্ছেন ইংল্যান্ডকে। মালান ২২ বলে ৩০ আর মঈন ১৫ বলে ১৫ রান নিয়ে উইকেটে আছেন। ১৩ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেট হারিয়ে ৯৪। ২৯ বলে এই দুই জন যোগ করেছেন ৪১ রান।
৮টা ৫০ মিনিট, ১০ নভেম্বর
‘জীবন’ পেলেন মালান
ডেভিড মালানের ক্যাচ ছাড়লেন কনওয়ে। জিমি নিশামের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন মালান। বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে গ্লাভসে লাগিয়েও তালুবন্দী করতে পারলেন না কনওয়ে। ১০ ওভার শেষে ইংল্যান্ডের রান ২ উইকেটে ৬৭।
৮টা ৪৫ মিনিট, ১০ নভেম্বর
সোধির শিকার বাটলার
এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে বাবর আজমকে টপকে যাওয়ার পর আউট হলেন বাটলার। সোধির লেগ ব্রেকে এলবিডব্লুর ফাঁদে পড়লেন তিনি। গুড লেংথে পিচ করা বলটি রিভার্স সুইপ খেলতে চেয়েছিলেন, ব্যাটে বলে সংযোগ ঘটাতে পারেননি। ২৪ বলে ২৯ রান করে ফিরলেন বাটলার।
৮টা ২৮ মিনিট, ১০ নভেম্বর
বেয়ারস্টোকে ফেরালেন মিলনে
পাওয়ার প্লের শেষ ওভারে অ্যাডাম মিলনে বোলিংয়ে এসেই ফেরালেন বেয়ারস্টোকে। মিলনের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করতে গিয়ে মিড অফে উইলিয়ামসনের হাতে ধরা পড়ল বেয়ারস্টো (১৩)। দলীয় ৩৭ রানে ভাঙল উদ্বোধনী জুটি। এই ওভারে মিলনে দিলেন ৩ রান। ৬ ওভার শেষে ইংল্যান্ডের রান ১ উইকেটে ৪০।
৮টা ২৪ মিনিট, ১০ নভেম্বর
ইংল্যান্ডের দারুণ শুরু
বোল্টকে প্রথম দুই বলে চার মেরে স্বাগত জানাল বাটলার। পরের বলটি অফ স্টাম্পের খানিকটা বাইরে হলেও প্রথম বলটি ছিল ফুল লেংথের। দুটি বলেই বাউন্ডারি হাঁকিয়েছেন বাটলার। চতুর্থটি দিলেন শর্ট বল। উইকেটরক্ষক ডেভন কনওয়ের মাথার ওপর দিয়ে বল সীমানা পেরিয়ে গেল। ওয়াইড হওয়া বলটিতে ৫ রান পেল ইংল্যান্ড। এই ওভারে বোল্ট দিলেন ১৬ রান। ইংল্যান্ড ২৯ / ০, ওভার: ৪।
৮টা ১১ মিনিট, ১০ নভেম্বর
২ ওভারে বিনা উইকেটে ১২
পেস দিয়ে আক্রমণ শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম ওভারে টিম সাউদি দিয়েছেন ৬ রান। পরের ওভারে আরেক প্রান্ত থেকে এসেছেন ট্রেন্ট বোল্ট । চোটের কারণে রয় একাদশে না থাকায় বাটলারের সঙ্গে আজ ওপেনিংয়ে এসেছেন জনি বেয়ারস্টো। শেষ বলে ব্যাটের বেয়ারস্টোর ব্যাটের কানায় লাগে চার হয়ে গেল। প্রথম ওভারের শেষ বলে চার মেরেছিলেন বাটলার। ইংল্যান্ড ১২/০, ওভার: ২।
৭টা ৫৭ মিনিট, ১০ নভেম্বর
মোহনকে স্মরণ
জাতীয় সংগীতের আগে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও মাঠকর্মীরা পিচ কিউরেটর মোহন সিংয়ের স্মরণে এক মিনিট নীরবতা পালন করলেন। গত রোববার নিজ কক্ষে রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই ভারতীয় বংশোদ্ভূত কিউরেটরের।
৭টা ৫১ মিনিট, ১০ নভেম্বর
আগে ব্যাটিং করলে জেতে ইংল্যান্ড
টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ৮ বার আগে ব্যাটিং করে ৬বার জিতেছে ইংল্যান্ড। বাকি দুটি ম্যাচের একটিতে হেরেছে অন্যটিতে পরিত্যক্ত হয়েছিল। আজও টস হেরে আগে ব্যাটিং করবে এউইন মরগানের দল।
৭টা ৪৭ মিনিট, ১০ নভেম্বর
টস জিতে ফিল্ডিংয়ে নিউজিল্যান্ড
টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আবুধাবিতে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড। রাতের শিশির পড়তে পারে তাই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন কেন উইলিয়ামসন। চোটে পড়া জেসন রয়ের জায়গায় ইংল্যান্ডের একাদশে ঢুকেছেন স্যাম বিলিংস। এদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে শিরোপা খুইয়েছিল উইলিয়ামসনের দল। এর ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালেও ইংল্যান্ডের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল নিউজিল্যান্ডের। কিউইদের সামনে আজ তাই পুরোনো হিসেব মিলিয়ে নেওয়ার সুযোগ। অন্যদিকে ইংল্যান্ডও চাইবে বিশ্বমঞ্চে কিউইদের বিপক্ষে জয়ের ধারা ধরে রাখতে।
২৪ বছর মাহমুদুল হাসান জয় পূর্ণ করেছেন গত বুধবার। সুদূর ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশের তরুণ ক্রিকেটারের জন্মদিনটা উদযাপন করতে হলে একটু দেরিতেই। সে যা-ই হোক, সতীর্থদের সঙ্গে বিদেশে এমন জন্মদিনের উপলক্ষ্য কজনেরই বা হয়!
২০ মিনিট আগেট্যুর ম্যাচের স্কোর জাকের আলী অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কনের আন্তর্জাতিক ক্যারিয়ারে যোগ হবে না। কিন্তু নিজেদের ঝালিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আর কোথায় পেতেন জাকের ও অঙ্কনরা। ওয়েস্ট ইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে গত রাতে প্রথম দিনে জ্বলে উঠেছে তাঁদের ব্যাট।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট এতটাই ‘আনপ্রেডিক্টেবল’ যে মাঠের খেলার পাশাপাশি বোর্ডেও দৃশ্যপট বদলায় নিয়মিত। কোচদের চাকরি সেখানে তো চরম অনিশ্চয়তার এক বিষয়। গ্যারি কারস্টেনের পর এবারের নাটক জেসন গিলেস্পি।
২ ঘণ্টা আগে