ক্রীড়া ডেস্ক
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।
নাগপুরে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিনটা ছিল রেকর্ডময় এক দিন। রেকর্ড গড়েছেন রোহিত শর্মা ও টড মার্ফি। আর দ্বিতীয় দিন শেষে ১৪৪ রানে এগিয়ে গেছে ভারত।
১ উইকেটে ৭৭ রানে থেকে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দ্বিতীয় উইকেট জুটিতে বেশ সাবলীলভাবেই এগোচ্ছিলেন রোহিত শর্মা ও রবিচন্দ্রন অশ্বিন। তাদের সাবলীলভাবে এগোনের পথে বাধ সাধেন টড মার্ফি। ২১ রান করা ফিরিয়ে অশ্বিনকে রিভিউ নিয়ে এলবিডব্লু করেন মার্ফি। তাতে দ্বিতীয় উইকেটে রোহিত-অশ্বিনের ৪২ রানের জুটি ভেঙে যায়। ভারতের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ১১৮ রান। চার নম্বরে নেমে চেতেশ্বর পূজারাও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি। মার্ফিকে সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে স্কট বোল্যান্ডের তালুবন্দী হন ৭ রান করা পূজারা। পূজারার মতো বিরাট কোহলিও থিতু হওয়ার আগে ড্রেসিংরুমে ফিরে গেছেন। মার্ফিকে গ্ল্যান্স করতে গিয়ে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির তালুবন্দী হন কোহলি। ২৬ বলে ১২ রান করেন ভারতীয় এই ব্যাটার।
পূজারা, কোহলির বিদায়ের পর উইকেটে আসেন অভিষিক্ত সূর্যকুমার যাদব। তিনিও দ্রুত ড্রেসিংরুমের পথ ধরেছেন। নাথান লায়নের বলে বোল্ড হয়ে যান ৮ রান করা সূর্য। পূজারা, কোহলি, সূর্য-এই তিন ব্যাটারের দ্রুত বিদায়ে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৬৮ রান। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। সাদা পোশাকে নবম সেঞ্চুরি করেছেন রোহিত। তিলকরত্নে দিলশান, ফাফ ডু প্লেসিস, বাবর আজমের পর চতুর্থ অধিনায়ক হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করেন রোহিত। ১২০ রান করা ভারতীয় অধিনায়ককে বোল্ড করে ষষ্ঠ উইকেটের ৬১ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। এরপর শ্রীকর ভরতকে এলবিডব্লু করে অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন মার্ফি। অস্ট্রেলিয়ার ৩৫ তম বোলার হিসেবে অভিষেক টেস্টে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন এই অফস্পিনার।
অভিষিক্ত ভরতের পর উইকেটে আসেন অক্ষর প্যাটেল। অষ্টম উইকেটে ৮১ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে মাঠ ছাড়েন জাদেজা ও অক্ষর। ৭ উইকেটে ৩২১ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে ভারত। জাদেজা অপরাজিত আছেন ৬৬ রান করে ও অক্ষর ৫২ রান করে অপরাজিত আছেন। অস্ট্রেলীযার বোলারদের মধ্যে সর্বোচ্চ পাঁচ উইকেট নিয়েছেন মার্ফি। একটি করে উইকেট নিয়েছেন লায়ন ও কামিন্স।
মূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
২৮ মিনিট আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১২ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৩ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১৬ ঘণ্টা আগে