ক্রীড়া ডেস্ক
আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ।
আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার।
এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?
আইসিসির ২০২৩-২৭ ভবিষ্যৎ সফর সূচিতে (এফটিপি) এমনিতে নাভিশ্বাস ছুটে যাবে ক্রিকেটারদের। আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছর ব্যস্ততার মধ্যে কাটবে তাঁদের। তার মধ্যে আগামী বছর শুরু হচ্ছে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ—সংযুক্ত আরব আমিরাত আন্তর্জাতিক লিগ টি-২০ (আইএলটি ২০) এবং দক্ষিণ আফ্রিকার সিএসএ টি২০ লিগ।
আইপিএল, বিবিএল, পিএসএল, সিপিএল, বিপিএল ও এলপিএলের মতো ফ্র্যাঞ্জাইজি লিগ তো আছেই। তবে নতুন এফটিপি চক্রে এই লিগগুলোর সূচি নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে আয়োজকদের। একই সময়ে রয়েছে বেশ কয়েকটি টুর্নামেন্ট। আইএলটি ২০-এর উদ্বোধনী আসর হবে আগামী জানুয়ারিতে। একই মাসে শুরু সিএসএ টি২০ লিগও। এই দুই লিগই চলবে ফেব্রুয়ারি পর্যন্ত।
এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৯ম সংস্করণের সূচি ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। যদি এক সঙ্গে তিন লিগ শুরু হয় তবে বিদেশি খেলোয়াড় সংকটে ভুগতে হতে পারে বিপিএলকে। এই যেমন—মঈন আলীকে পাওয়া নিয়েও রয়েছে শঙ্কা। এই বছরের শুরুতে বিপিএলের ৮ম সংস্করণে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে শিরোপা জেতেন ইংলিশ অলরাউন্ডার।
এবার দুই নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মঈন। আইএলটি ২০-তে তিনি খেলবেন শারজা ওয়ারিয়র্সের হয়ে। আর সিএসএ টি২০ লিগে ৩৫ বছর বয়সী তারকাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস। এই ক্লাবটি আইপিএলের চেন্নাই সুপার কিংসের মালিকানাধীন। এই দুই লিগে খেললে মঈনকে কি বিপিএল পাবে?
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৭ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৭ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৮ ঘণ্টা আগে