নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা!
হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।
ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।
তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির।
জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!
সাকিব আল হাসান-মাহমুদউল্লাহরা গতকাল ইনডোরের উইকেটে ব্যাটিং-বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়ে প্রস্তুত হচ্ছিলেন ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সারার। এ সময় হঠাৎ দেখা গেল মিরপুরের ৮ নম্বর উইকেটের দিকে ব্যাট হাতে এগিয়ে আসছেন রাসেল ডমিঙ্গো। বাংলাদেশের প্রধান কোচের বিপরীতে ততক্ষণে বোলিং প্রান্তে প্রস্তুত স্পিন বোলিং পরামর্শক রঙ্গনা হেরাথ। এরপর ব্যাট-বোলিংয়ের লড়াই হলো দুই কোচের মধ্যে। তবে লড়াইটা হলো একতরফা!
হেরাথ প্রথম দুই বল ডমিঙ্গোকে একটু অফ স্টাম্পের বাইরে করেন। তাতে পরাস্ত ডমিঙ্গো। শট খেলার তাড়ায় থাকা ডমিঙ্গো এরপর হেরাথকে কিছুটা এগিয়ে এসে দেখিয়ে দেন শর্ট পিচে বল ফেলতে। ডমিঙ্গোর দেখিয়ে দেওয়া জায়গায় হেরাথ ঠিকই বল ফেললেন, কিন্তু আগের দৃশ্যের পুনরাবৃত্তি। এবারও বড় শট খেলতে পারেননি ডমিঙ্গো। আরও দুই বলে পরাস্ত হওয়ার পর হাল ছেড়ে দেন ডমিঙ্গো। দুজনেই হাসতে হাসতে এগিয়ে যান সাজঘরের দিকে।
ডমিঙ্গোকে হেরাথ বল করেছেন চারটি। একটা বলও বৃত্তের বাইরে ফেলতে পারেননি ডমিঙ্গো। দুই কোচের এই দ্বৈরথ কাছে থেকে উপভোগ করেছেন নাসুম আহমেদরা।
তিন বছর আগে ক্রিকেট থেকে অবসরে যাওয়া হেরাথ ‘অস্ত্র জমা দিলেও ট্রেনিং যে জমা দেননি’—সেটিই যেন বোঝালেন কাল। অবশ্য এত দ্রুত বোলিং ভুলে যাওয়ার কথাও না বাঁহাতি বোলারদের মধ্যে টেস্টে সর্বোচ্চ ৪৩৩ উইকেটশিকারী লঙ্কান কিংবদন্তির।
জুলাইয়ে বাংলাদেশের স্পিন পরামর্শক হিসেবে যুক্ত হওয়ার পর নেটেও নিয়মিত নাসুম–মেহেদী হাসানদের নিজে বোলিং করে দেখিয়ে দিচ্ছেন সাফল্য পেতে কী করতে হবে। ডমিঙ্গোর অবশ্য কোচিংয়ে ভালো অভিজ্ঞতা থাকলেও খেলোয়াড় হিসেবে খুব একটা পরিচিতি নেই। ঘরোয়া ক্রিকেটে থিতু হতে না পেরে ‘ক্রিকেট খেলাটা আমার জন্য নয়’—বুঝে যাওয়া ডমিঙ্গো দ্রুতই ঝুঁকেছিলেন কোচিং পেশায়। আর সেটিই তাঁকে এনে দিয়েছে সাফল্য। গতকাল মিরপুরে দুই কোচের ব্যাট-বলের লড়াইয়ে শেষ হাসিটা যে হেরাথেরই হবে, তা আর বলতে!
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে