ক্রীড়া ডেস্ক
‘শেষ ভালো যার, সব ভালো তার’—এই প্রবাদবাক্য থেকেই এখন আশা খুঁজে নিতে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে প্রথম দল হিসেবে ২০২৩ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবু জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার কথা জানিয়েছেন সাকিব।
ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সাকিবের দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৩৭ রানে, ৮ উইকেটে, ৭ উইকেটে ও ১৪৯ রানে। যেখানে নিউজিল্যান্ড ও ভারত ম্যাচ জিতেছে ৪৩ ও ৫১ বল হাতে রেখে। এরপর কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও ২৩০ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ হেরেছে ৮৭ রানে। পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের বিপক্ষে গতকাল ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ব্যাটিং-বোলিং একসঙ্গে জ্বলে উঠছে না। নেদারল্যান্ডস ম্যাচে বোলিং ভালো হলেও ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটি ১০০-এর কাছাকাছি রান করলেও পরের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই সাকিবের দল হারিয়েছে ৪ বা তার বেশি উইকেট। গতকালও পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে তো বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছেই। একই সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। পাকিস্তানসহ পয়েন্ট তালিকার সেরা আট দল খেলবে আগামী চ্যাম্পিয়নস ট্রফি। এখন বিশ্বকাপে বাকি থাকা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ বাংলাদেশের জেতার পাশাপাশি নির্ভর করতে হবে অন্যান্য ম্যাচের ওপর, যেখানে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। সাকিব যেন কিঞ্চিৎ আশার কথা শুনিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে। যেটা এবারের বিশ্বকাপে হচ্ছেই না। এখনো দুটো ম্যাচ আছে। আশা করি, ঘুরে দাঁড়াতে পারব। যেখানেই আমরা যাই, ভক্ত-সমর্থকেরা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন। তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের কিছু একটা করতে হবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলার প্রসঙ্গ কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে এসেছে। গতকাল ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁর কাছেও এসেছে চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে সবারই খারাপ লাগবে। যেমন আমাদের লাগবে, তেমনি আপনাদেরও লাগবে। আপনারাও তো... (কাভার) করতে পারবেন না।’
‘শেষ ভালো যার, সব ভালো তার’—এই প্রবাদবাক্য থেকেই এখন আশা খুঁজে নিতে হচ্ছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সাকিব আল হাসানকে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে প্রথম দল হিসেবে ২০২৩ বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। তবু জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার কথা জানিয়েছেন সাকিব।
ধর্মশালায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। এরপর থেকে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সাকিবের দল। ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ হেরেছে ১৩৭ রানে, ৮ উইকেটে, ৭ উইকেটে ও ১৪৯ রানে। যেখানে নিউজিল্যান্ড ও ভারত ম্যাচ জিতেছে ৪৩ ও ৫১ বল হাতে রেখে। এরপর কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষেও ২৩০ রান তাড়া করতে গিয়ে বাংলাদেশ হেরেছে ৮৭ রানে। পরাজয়ের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশের বিপক্ষে গতকাল ১০৫ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান।
টুর্নামেন্ট জুড়ে বাংলাদেশের ব্যাটিং-বোলিং একসঙ্গে জ্বলে উঠছে না। নেদারল্যান্ডস ম্যাচে বোলিং ভালো হলেও ৭০ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। আর ভারতের বিপক্ষে উদ্বোধনী জুটি ১০০-এর কাছাকাছি রান করলেও পরের দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ ছাড়া নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে স্কোরবোর্ডে ১০০ রান তোলার আগেই সাকিবের দল হারিয়েছে ৪ বা তার বেশি উইকেট। গতকালও পাকিস্তানের বিপক্ষে ২৩ রানে প্রথম ৩ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে তো বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়েছেই। একই সঙ্গে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। পাকিস্তানসহ পয়েন্ট তালিকার সেরা আট দল খেলবে আগামী চ্যাম্পিয়নস ট্রফি। এখন বিশ্বকাপে বাকি থাকা শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই ম্যাচ বাংলাদেশের জেতার পাশাপাশি নির্ভর করতে হবে অন্যান্য ম্যাচের ওপর, যেখানে বাংলাদেশ রয়েছে পয়েন্ট তালিকার ৯ নম্বরে। সাকিব যেন কিঞ্চিৎ আশার কথা শুনিয়েছেন। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আমাদের দল হিসেবে পারফর্ম করতে হবে। যেটা এবারের বিশ্বকাপে হচ্ছেই না। এখনো দুটো ম্যাচ আছে। আশা করি, ঘুরে দাঁড়াতে পারব। যেখানেই আমরা যাই, ভক্ত-সমর্থকেরা আমাদের সমর্থন দিয়ে যাচ্ছেন। তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের কিছু একটা করতে হবে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের খেলার প্রসঙ্গ কয়েক দিন আগে সংবাদ সম্মেলনে এসেছে। গতকাল ম্যাচ শেষে মেহেদী হাসান মিরাজ যখন সংবাদ সম্মেলনে এসেছেন, তাঁর কাছেও এসেছে চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ। বাংলাদেশের অলরাউন্ডার বলেন, ‘চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে না পারলে সবারই খারাপ লাগবে। যেমন আমাদের লাগবে, তেমনি আপনাদেরও লাগবে। আপনারাও তো... (কাভার) করতে পারবেন না।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৪ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৪ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
৫ ঘণ্টা আগে