ক্রীড়া ডেস্ক
নিজের ৩৫তম জন্মদিনের দিনই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে আজ শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রান করেছেন কোহলি। তাঁর এই রেকর্ড গড়া সেঞ্চুরির রান করতেই হিমশিম খাচ্ছে প্রোটিয়ারা। ৭০ রান জমা করার আগেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট।
৩২৬ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন কুইন্টন ডি কক। ১০ বলে ১ চারে ৫ রান করেছেন ডি কক। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১.৪ ওভারে ১ উইকেটে ৬ রান। এরপর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে ধীরেসুস্থে এগোচ্ছিলেন ডুসেন। তবে এই জুটি বেশি বড় হতে দেননি রবীন্দ্র জাদেজা। নবম ওভারের তৃতীয় বলে বাভুমাকে অসাধারণ এক আর্ম ডেলিভারিতে বোল্ড করেছেন জাদেজা। ১৯ বলে ১ চারে ১১ রান করেছেন বাভুমা। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ১৬ রানের জুটি গড়েছিলেন বাভুমা ও ডুসেন।
ডি কক, বাভুমা-দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন এইডেন মার্করাম। দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মোহাম্মদ শামিকে টানা দুটি চার মেরেছেন মার্করাম। একই ওভারের পঞ্চম বলে মার্করামকে ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেছেন শামি। ৬ বলে ২ চারে ৯ রান করা মার্করাম বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে ব্যাটিংয়ে নেমে বলটা ডট নিয়েছেন হেনরিখ ক্লাসেন।
তবে উইকেটে এসেও ক্লাসেন বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৩তম ওভারের পঞ্চম বলে ক্লাসেনের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন জাদেজা। আম্পায়ার সাড়া না দেওয়ায় তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউ দেখে আউট ঘোষণা করেছেন তৃতীয় আম্পায়ার। ডুসেনের উইকেটও ভারতকে নিতে হয়েছে রিভিউর সাহায্য নিয়ে। ১৪তম ওভারের প্রথম বলে ডুসেনকে এলবিডব্লু করে আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউর দাবি করেছিলেন শামি। শামির সঙ্গে একমত ছিলেন রাহুলও। এরপর রোহিত রিভিউ নেওয়ার পর আউট হয়েছেন ডুসেন।
ক্লাসেন, ডুসেনের দ্রুত বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৩.১ ওভারে ৫ উইকেটে ৪০ রান। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার-মার্কো ইয়ানসেন ২০ বলে ১৯ রানের জুটি গড়েছেন। মিলারের উইকেট পড়ায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের সামান্যতম আশাটুকুও শেষ হয়ে যায়। ১৭তম ওভারের তৃতীয় বলে জাদেজাকে প্যাডল সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মিলার। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটার। এক ওভার বিরতিতে এসে জাদেজা বোল্ড করেছেন কেশব মহারাজ। জাদেজা দ্রুত ২ উইকেট তুলে নেওয়ায় প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৭ উইকেটে ৬৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ২২ ওভারে ৭ উইকেটে করেছে ৭০ রান। মার্কো ইয়ানসেন ৮ রানে অপরাজিত আছেন। আর ৩ রানে ব্যাটিং করছেন কাগিসো রাবাদা।
নিজের ৩৫তম জন্মদিনের দিনই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। কলকাতার ইডেন গার্ডেনসে আজ শচীন টেন্ডুলকারের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসিয়েছেন কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২১ বলে ১০১ রান করেছেন কোহলি। তাঁর এই রেকর্ড গড়া সেঞ্চুরির রান করতেই হিমশিম খাচ্ছে প্রোটিয়ারা। ৭০ রান জমা করার আগেই হারিয়ে ফেলেছে ৭ উইকেট।
৩২৬ রানের লক্ষ্যে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে মোহাম্মদ সিরাজকে কাট করতে গিয়ে বোল্ড হয়েছেন কুইন্টন ডি কক। ১০ বলে ১ চারে ৫ রান করেছেন ডি কক। তাতে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১.৪ ওভারে ১ উইকেটে ৬ রান। এরপর ব্যাটিংয়ে আসেন রাসি ফন ডার ডুসেন। দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে নিয়ে ধীরেসুস্থে এগোচ্ছিলেন ডুসেন। তবে এই জুটি বেশি বড় হতে দেননি রবীন্দ্র জাদেজা। নবম ওভারের তৃতীয় বলে বাভুমাকে অসাধারণ এক আর্ম ডেলিভারিতে বোল্ড করেছেন জাদেজা। ১৯ বলে ১ চারে ১১ রান করেছেন বাভুমা। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ১৬ রানের জুটি গড়েছিলেন বাভুমা ও ডুসেন।
ডি কক, বাভুমা-দক্ষিণ আফ্রিকার দুই ওপেনারের বিদায়ের পর উইকেটে আসেন এইডেন মার্করাম। দশম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে মোহাম্মদ শামিকে টানা দুটি চার মেরেছেন মার্করাম। একই ওভারের পঞ্চম বলে মার্করামকে ভারতীয় উইকেটরক্ষক লোকেশ রাহুলের ক্যাচে পরিণত করেছেন শামি। ৬ বলে ২ চারে ৯ রান করা মার্করাম বিদায় নিলে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৯.৫ ওভারে ৩ উইকেটে ৩৫ রান। প্রথম পাওয়ারপ্লের শেষ বলে ব্যাটিংয়ে নেমে বলটা ডট নিয়েছেন হেনরিখ ক্লাসেন।
তবে উইকেটে এসেও ক্লাসেন বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ১৩তম ওভারের পঞ্চম বলে ক্লাসেনের বিপক্ষে এলবিডব্লুর জোরালো আবেদন করেন জাদেজা। আম্পায়ার সাড়া না দেওয়ায় তৎক্ষণাৎ রিভিউ নিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রিভিউ দেখে আউট ঘোষণা করেছেন তৃতীয় আম্পায়ার। ডুসেনের উইকেটও ভারতকে নিতে হয়েছে রিভিউর সাহায্য নিয়ে। ১৪তম ওভারের প্রথম বলে ডুসেনকে এলবিডব্লু করে আম্পায়ার সাড়া না দেওয়ায় সঙ্গে সঙ্গে রিভিউর দাবি করেছিলেন শামি। শামির সঙ্গে একমত ছিলেন রাহুলও। এরপর রোহিত রিভিউ নেওয়ার পর আউট হয়েছেন ডুসেন।
ক্লাসেন, ডুসেনের দ্রুত বিদায়ে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ১৩.১ ওভারে ৫ উইকেটে ৪০ রান। এরপর পঞ্চম উইকেটে ডেভিড মিলার-মার্কো ইয়ানসেন ২০ বলে ১৯ রানের জুটি গড়েছেন। মিলারের উইকেট পড়ায় দক্ষিণ আফ্রিকার ম্যাচ জয়ের সামান্যতম আশাটুকুও শেষ হয়ে যায়। ১৭তম ওভারের তৃতীয় বলে জাদেজাকে প্যাডল সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন মিলার। ১১ বলে ২ চারে ১১ রান করেছেন দক্ষিণ আফ্রিকার এই মিডল অর্ডার ব্যাটার। এক ওভার বিরতিতে এসে জাদেজা বোল্ড করেছেন কেশব মহারাজ। জাদেজা দ্রুত ২ উইকেট তুলে নেওয়ায় প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ১৮.৪ ওভারে ৭ উইকেটে ৬৭ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিয়মিত বিরতিতে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ২২ ওভারে ৭ উইকেটে করেছে ৭০ রান। মার্কো ইয়ানসেন ৮ রানে অপরাজিত আছেন। আর ৩ রানে ব্যাটিং করছেন কাগিসো রাবাদা।
আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
৩ মিনিট আগেহঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
৩৬ মিনিট আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৩ ঘণ্টা আগে