ক্রীড়া ডেস্ক
অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
অসাধারণ এক জয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের শুরু করেছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ। স্মরণীয় এক জয়ে বাংলাদেশ ছাড়িয়ে গেল ভারতকেও।
বাংলাদেশ, নিউজিল্যান্ড দুটি দলই এবারের সিরিজ দিয়ে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করেছে। সিলেটে সিরিজের প্রথম টেস্টে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়েছিল নিউজিল্যান্ড। ১১৩ রানে ৭ উইকেট হারানো নিউজিল্যান্ড আজ অলআউট হয়েছে ১৮১ রানে। টেস্ট ইতিহাসে দুবার নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। কিউইদের হারিয়ে ১০০ শতাংশ নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার ২ নম্বরে এখন বাংলাদেশ। বাংলাদেশের ওপরে থাকা পাকিস্তানেরও ১০০ শতাংশ। এ বছরের জুলাইয়ে শ্রীলঙ্কাকে ২-০ ব্যবধানে টেস্টে ধবলধোলাই করেছিল পাকিস্তান। পাকিস্তান, বাংলাদেশের পরে ৩ নম্বরে আছে ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টের একটি করে জয় ও ড্র করেছিল ভারতীয় ক্রিকেট দল। শতাংশের হিসাবে ভারতের এখন ৬৬.৬৭। দক্ষিণ আফ্রিকা তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শুরু করবে ভারতের বিপক্ষে ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে টেস্ট দিয়ে।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট এবং ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না। শতাংশের হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল খেলবে ফাইনালে। ২০১৯-২১, ২০২১-২৩—দুই চক্রে পয়েন্ট তালিকার ৯ নম্বরে থেকে শেষ করেছিল বাংলাদেশ। ২০২১-২৩ চক্রে মাউন্ট মঙ্গানুইতে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে)
পাকিস্তান: ১০০
বাংলাদেশ: ১০০
ভারত: ৬৬.৬৭
অস্ট্রেলিয়া: ৩০
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৬৭
ইংল্যান্ড: ১৫
শ্রীলঙ্কা: ০
নিউজিল্যান্ড: ০
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
২ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৩ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
৪ ঘণ্টা আগে