ক্রীড়া ডেস্ক
অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার |
|||
উইকেট |
ইকোনমি |
দল |
|
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
অসাধারণ, দুর্ধর্ষ—২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বোলিং দেখে এসব বিশেষণ দিলে মোটেও বাড়াবাড়ি হবে না। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে প্রতিপক্ষ দলের ব্যাটাররা রীতিমতো চোখে সর্ষেফুল দেখছেন। তানজিম হাসান সাকিব-মোস্তাফিজুর রহমানরা উইকেট নিচ্ছেন পাল্লা দিয়ে।
রেকর্ড গড়তে তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান আজ বেছে নিলেন নেপালকেই। তাদের রেকর্ড গড়ার দিনে সেন্ট ভিনসেন্টে আজ নেপালের ব্যাটিং লাইন-আপ দুমড়ে-মুচড়ে গেছে। তানজিম সাকিব ও ফিজ নিয়েছেন ৪ ও ৩ উইকেট। দুজনেই ৪ ওভারের কোটা পূর্ণ করেছেন ও ৭ রান করে দিয়েছেন। ২১ ডট দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে সবচেয়ে বেশি ডট দেওয়ার কীর্তি গড়েছেন তানজিম সাকিব। মোস্তাফিজ দিয়েছেন ২০ ডট। টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনিংসে ডটের হিসেবে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে তানজিম সাকিব ও ফিজের উইকেট এখন ৯ ও ৭। কিপ্টে বোলিংয়ের কারণে দুজনেই সেরা দশে উঠে এসেছেন। তিন ও সাতে অবস্থান করছেন তানজিম সাকিব ও মোস্তাফিজ। বাংলাদেশ সুপার এইটে আরও উইকেট নেওয়ার সুযোগ পাচ্ছেন এই দুই বোলার।
১২ উইকেট নিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন সর্বোচ্চ উইকেটশিকারী ফজলহক ফারুকি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা বোলিং ফারুকি করেছেন এবারের বিশ্বকাপে। তার দুর্দান্ত বোলিংই মূলত উগান্ডা ও নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানদের বিশাল জয় পেতে দারুণ অবদান রেখেছে। তানজিম সাকিবের সমান ৯ উইকেট নিয়েছেন এনরিখ নরকীয়া ও অ্যাডাম জাম্পা। ইকোনমির কারণে নরকীয়া ও জাম্পা অবস্থান করছেন দুই ও চারে। নুয়ান থুসারা ও আলজারি জোসেফ নিয়েছেন ৮টি করে উইকেট। যেখানে শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে এবং ওয়েস্ট ইন্ডিজ সুপার এইটে উঠেছে। থুসারার বিশ্বকাপ শেষ হয়ে গেলেও উইকেট সংখ্যা বাড়ানোর সুযোগ থাকছে জোসেফের।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারী দশ বোলার | |||
উইকেট |
ইকোনমি |
দল | |
ফজলহক ফারুকি |
১২ |
৩.৭০ |
আফগানিস্তান |
এনরিখ নরকীয়া |
৯ |
৪.৩৭ |
দক্ষিণ আফ্রিকা |
তানজিম হাসান সাকিব |
৯ |
৪.৮০ |
বাংলাদেশ |
অ্যাডাম জাম্পা |
৯ |
৫.৮৭ |
অস্ট্রেলিয়া |
আলজারি জোসেফ |
৮ |
৫.৩৬ |
ওয়েস্ট ইন্ডিজ |
নুয়ান থুসারা |
৮ |
৫.৬২ |
শ্রীলঙ্কা |
মোস্তাফিজুর রহমান |
৭ |
৩.৩৭ |
বাংলাদেশ |
আকিল হোসেন |
৭ |
৩.৭২ |
ওয়েস্ট ইন্ডিজ |
ট্রেন্ট বোল্ট |
৭ |
৩.৭৫ |
নিউজিল্যান্ড |
মোহাম্মদ আমির |
৭ |
৪.৫০ |
পাকিস্তান |
*২০২৪ সালের ১৭ জুন বাংলাদেশ-নেপাল ম্যাচ পর্যন্ত |
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১১ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১২ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১৪ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৬ ঘণ্টা আগে