ক্রীড়া ডেস্ক
আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র প্রায় শেষের পথে। টুর্নামেন্টের ফাইনালের দিন তারিখ ঘোষণা করেছে আইসিসি। ৭ জুন লন্ডনের ওভালে হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাধারণত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ফাইনাল হবে। যদি কোনো দিনের খেলা পণ্ড হয়ে যায়, তাহলে খেলা হবে ৬ দিনের। সাদা পোশাকের এই ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শীর্ষ দুইয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। ৭৫.৫৬ শতাংশ নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ও ভারত ৫৮.৯৩ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল শুরু হচ্ছে এই দুই দলের সিরিজ। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভাবনা শুধু এই ফাইনাল নিয়েই। কামিন্স বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত দুই বছরে আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ওভালের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলা অন্য এক মাত্রা যোগ করবে যারা ফাইনালে উঠবে। এটা খুবই রোমাঞ্চকর এবং আমরা এটা নিয়েই ভাবছি।’
৫৩.৩৩ শতাংশ নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা আর চারে থাকা দক্ষিণ আফ্রিকার আছে ৪৮.৭২ শতাংশ। শ্রীলঙ্কার দুটো ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা দুটো ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা একটু হলেও করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা এই সুযোগের ব্যাপারে ওয়াকিবহাল। লাল বলের ক্রিকেটের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো। যেখানে প্রায় সবগুলো ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ফাইনালে উঠতে পারুক বা না পারুক, শেষ অব্দি লড়াই করে যায়।’
আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত-নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
আইসিস টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্র প্রায় শেষের পথে। টুর্নামেন্টের ফাইনালের দিন তারিখ ঘোষণা করেছে আইসিসি। ৭ জুন লন্ডনের ওভালে হবে দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। সাধারণত ৭ জুন থেকে ১১ জুন পর্যন্ত ফাইনাল হবে। যদি কোনো দিনের খেলা পণ্ড হয়ে যায়, তাহলে খেলা হবে ৬ দিনের। সাদা পোশাকের এই ফাইনালের রিজার্ভ ডে রাখা হয়েছে ১২ জুন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে শীর্ষ দুইয়ে আছে অস্ট্রেলিয়া ও ভারত। ৭৫.৫৬ শতাংশ নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া ও ভারত ৫৮.৯৩ শতাংশ নিয়ে দ্বিতীয় স্থানে। আগামীকাল শুরু হচ্ছে এই দুই দলের সিরিজ। অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্সের ভাবনা শুধু এই ফাইনাল নিয়েই। কামিন্স বলেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা গত দুই বছরে আমাদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। ওভালের মতো নিরপেক্ষ ভেন্যুতে খেলা অন্য এক মাত্রা যোগ করবে যারা ফাইনালে উঠবে। এটা খুবই রোমাঞ্চকর এবং আমরা এটা নিয়েই ভাবছি।’
৫৩.৩৩ শতাংশ নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা আর চারে থাকা দক্ষিণ আফ্রিকার আছে ৪৮.৭২ শতাংশ। শ্রীলঙ্কার দুটো ম্যাচ বাকি নিউজিল্যান্ডের বিপক্ষে। আর দক্ষিণ আফ্রিকা দুটো ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার আশা একটু হলেও করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে। লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা এই সুযোগের ব্যাপারে ওয়াকিবহাল। লাল বলের ক্রিকেটের জন্য এই প্রতিযোগিতা বেশ ভালো। যেখানে প্রায় সবগুলো ম্যাচেই তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ফাইনালে উঠতে পারুক বা না পারুক, শেষ অব্দি লড়াই করে যায়।’
আইসিসির প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছিল ভারত-নিউজিল্যান্ড। সাউদাম্পটনে বৃষ্টিবিঘ্নিত ফাইনালে ভারতকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল নিউজিল্যান্ড।
ব্যস্ত সময় যাচ্ছে পাকিস্তান দলের। অস্ট্রেলিয়া সিরিজ শেষে পাকিস্তানকে এবার নামতে হবে জিম্বাবুয়ে মিশনে। এবার সীমিত ওভারের সিরিজ বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের খেলতে হবে জিম্বাবুয়ের মাঠে। সফরকারীদের জন্য দল ঘোষণায় চমকে দিয়েছে জিম্বাবুয়ে।
১৬ মিনিট আগেমূল ম্যাচের আগে এর চেয়ে ভালো প্রস্তুতি আর কী হতে পারত বাংলাদেশের জন্য। দুই দিনের প্রস্তুতি ম্যাচে হানা দিয়েছে বেরসিক বৃষ্টি। ম্যাচ হয়েছে ড্র। তবে আত্মবিশ্বাসের রসদটা এখান থেকে দারুণভাবে নিল বাংলাদেশ।
১ ঘণ্টা আগেআট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
১৩ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
১৪ ঘণ্টা আগে