রাজিন সালেহ
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন হিউস্টনে। এই সিরিজের পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। দলের আপাতত লক্ষ্য বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনো। বাংলাদেশ আসলে কত দূর যেতে পারবে, সেটি বিশ্লেষণ করলেন রাজিন সালেহ।বাংলাদেশ দলের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। ক্রিকেট হলো রানের খেলা। রান করতে না পারলে ম্যাচ জিততে পারব না। রান করাটা জরুরি। আমাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং শক্তিশালী। আমাদের ব্যাটিং যদি হুড়মুড়িয়ে ধসে না পড়ে, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, তাহলে বোলিং দিয়ে প্রতিপক্ষকে আটকাতে পারব।
আমাদের মূল বোলার তাসকিন। দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমান বলার মতো ভালো করতে পারছে না। তবে আইপিএলে সে যেভাবে প্রত্যাবর্তন করেছে, সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা যদি আন্তর্জাতিক ম্যাচেও ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ দল এগিয়ে যাবে। তাসকিন অবশ্যই আমাদের এক নম্বর বোলার। যদি সে না-ও খেলতে পারে, আমাদের শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিব আছে। ওরাও ভালো বোলার। বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। চার পেসার ও চার স্পিনারের সমন্বয়টাও ভালো। স্পিনাররা কিছুটা ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সহায়তা পাবে। পুরোপুরি বাংলাদেশের উইকেট না, কিছুটা কাছাকাছি।
ব্যাটিংয়ে দুর্বলতা আছে। গত দুই আন্তর্জাতিক সিরিজে ব্যর্থ ব্যাটারদের দ্রুত ছন্দে ফেরা জরুরি। আলাদাভাবে বললে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত—এরা ভালো করলে দল সুপার এইটে যাওয়ার সুযোগ পাবে। না হলে কঠিন। তবে আমি সব সময়ই আশাবাদী—বাংলাদেশ সুপার এইট খেলবে। বড় দুই দলের বিপক্ষে যদি একটা জিততে পারি, তাহলে এমনিই সুপার এইট হয়ে যাবে।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ভালো দল। শ্রীলঙ্কা স্পিন ভালো খেলে। যেহেতু এশিয়ার মতো উইকেট থাকবে কিছুটা, তাদেরও সেসব উইকেটে ভালো খেলার সুযোগ বেশি থাকবে। আমার মনে হয় শ্রীলঙ্কাকে হারানো এত কঠিন হবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে, ভালো স্পিন আছে, তাঁরা নিজেদের মতো করে বোলিং করতে পারলে তাদেরও হারাতে পারব।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন হিউস্টনে। এই সিরিজের পরই শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান। দলের আপাতত লক্ষ্য বিশ্বকাপের প্রথম পর্ব পেরোনো। বাংলাদেশ আসলে কত দূর যেতে পারবে, সেটি বিশ্লেষণ করলেন রাজিন সালেহ।বাংলাদেশ দলের বোলিং বিভাগ অনেক শক্তিশালী। ক্রিকেট হলো রানের খেলা। রান করতে না পারলে ম্যাচ জিততে পারব না। রান করাটা জরুরি। আমাদের ব্যাটিংয়ের চেয়ে বোলিং শক্তিশালী। আমাদের ব্যাটিং যদি হুড়মুড়িয়ে ধসে না পড়ে, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে পারি, তাহলে বোলিং দিয়ে প্রতিপক্ষকে আটকাতে পারব।
আমাদের মূল বোলার তাসকিন। দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে মোস্তাফিজুর রহমান বলার মতো ভালো করতে পারছে না। তবে আইপিএলে সে যেভাবে প্রত্যাবর্তন করেছে, সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা যদি আন্তর্জাতিক ম্যাচেও ধরে রাখতে পারে, তাহলে বাংলাদেশ দল এগিয়ে যাবে। তাসকিন অবশ্যই আমাদের এক নম্বর বোলার। যদি সে না-ও খেলতে পারে, আমাদের শরীফুল, হাসান মাহমুদ, তানজিম সাকিব আছে। ওরাও ভালো বোলার। বোলিং আক্রমণে বৈচিত্র্য আছে। চার পেসার ও চার স্পিনারের সমন্বয়টাও ভালো। স্পিনাররা কিছুটা ওয়েস্ট ইন্ডিজের উইকেটে সহায়তা পাবে। পুরোপুরি বাংলাদেশের উইকেট না, কিছুটা কাছাকাছি।
ব্যাটিংয়ে দুর্বলতা আছে। গত দুই আন্তর্জাতিক সিরিজে ব্যর্থ ব্যাটারদের দ্রুত ছন্দে ফেরা জরুরি। আলাদাভাবে বললে লিটন দাস, নাজমুল হোসেন শান্ত—এরা ভালো করলে দল সুপার এইটে যাওয়ার সুযোগ পাবে। না হলে কঠিন। তবে আমি সব সময়ই আশাবাদী—বাংলাদেশ সুপার এইট খেলবে। বড় দুই দলের বিপক্ষে যদি একটা জিততে পারি, তাহলে এমনিই সুপার এইট হয়ে যাবে।
দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা ভালো দল। শ্রীলঙ্কা স্পিন ভালো খেলে। যেহেতু এশিয়ার মতো উইকেট থাকবে কিছুটা, তাদেরও সেসব উইকেটে ভালো খেলার সুযোগ বেশি থাকবে। আমার মনে হয় শ্রীলঙ্কাকে হারানো এত কঠিন হবে না। কিন্তু দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ হবে, ভালো স্পিন আছে, তাঁরা নিজেদের মতো করে বোলিং করতে পারলে তাদেরও হারাতে পারব।
শক্তি: বোলিং, দুর্বলতা: ব্যাটিং
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১২ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৭ ঘণ্টা আগে