নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলে সবচেয়ে আলোচিত বিষয় দুটি। গ্লাভস হাতে উইকেটের পেছনে কে থাকছেন—মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান। উদ্বোধনী জুটি নিয়ে কী ভাবছে টিম ম্যানেজমেন্ট। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুটি বিষয় নিয়েই কথা বলেছেন। কথা বলেছেন নিউজিল্যান্ড সিরিজে মিরপুরের উইকেট, দলের তরুণ খেলোয়াড়দের নিয়েও।
কিপিং ছাড়তে হচ্ছে মুশিকে
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে মুশফিককে ছাড়তে হয়েছিল লাল বলের কিপিং। এবার হয়তো সাদা বলের ক্রিকেটেও উইকেটকিপিং ছাড়তে হচ্ছে মুশফিককে। বাংলাদেশ দলের এ অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে উইকেটকিপিং করতে দেখা গেছে সোহানকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক ফেরায় ধোঁয়াশা তৈরি হয়েছিল—কে থাকবেন উইকেটের পেছনে। কাল ডমিঙ্গো দিয়েছেন এ প্রশ্নের উত্তর। বাংলাদেশ কোচ বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার চিন্তা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, এরপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।’
টিম ম্যানেজমেন্টের দুজনকেই বাজিয়ে দেখার এমন পরিকল্পনা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে, সেটি বোঝাই যাচ্ছে। কিপিং নিয়ে একাধিকবার প্রশ্নবিদ্ধ হওয়া মুশফিককে এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং নিয়ে কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে নিশ্চিত।
সমস্যার নাম উদ্বোধনী জুটি
উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা পুরোনো। গত কয়েক বছর ওয়ানডেতে তামিমকে সঙ্গ দিচ্ছেন লিটন। বাকি দুই সংস্করণে গত এক যুগেও তামিমের সঙ্গী হিসেবে থিতু হতে পারেননি কেউ। লিটন ফেরায় এখন বিকল্প তিন ওপেনার থাকার পরও ভাবতে হচ্ছে উদ্বোধনী জুটি নিয়ে। যদিও ডমিঙ্গোর দাবি, ওপেনিং নিয়ে তিনি কোনো সমস্যা দেখছেন না, ‘গত জিম্বাবুয়ে সিরিজেই টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে বাংলাদেশের রেকর্ড হয়েছে। আমাদের তিনজন খেলোয়াড় (সৌম্য, লিটন ও নাঈম) আছে, যারা ওপেনিং করতে পারে। নির্বাচকদের সঙ্গে বসে এ বিষয়ে (ওপেনিংয়ে জুটি বাঁধবে কারা) একটা সিদ্ধান্ত নেব।’
মিরপুরের উইকেট
মিরপুরের মন্থর ও নিচু উইকেটে খেলেই মাহমুদউল্লাহদের যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত অস্ট্রেলিয়া সিরিজের সব ম্যাচই হয়েছে লো স্কোরিং। উইকেট নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গতকাল একই প্রশ্নে ডমিঙ্গো যেন একটু বিরক্তই হলেন। বললেন, ‘দুর্ভাগ্য, আমি মাঠকর্মী নই। তবে ভালো উইকেটের আশায় আছি। বছরের এই সময় আর্দ্রতার সঙ্গে বৃষ্টি থাকে, খুব বেশি রোদ নেই। জানি ভালো উইকেটে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা জয় এবং আত্মবিশ্বাস অর্জনের গুরুত্বও বুঝি। আমি একটি ভালো, স্বাভাবিক মিরপুর উইকেট ধরে নিচ্ছি, যেখানে ১৫০-১৬০ একটি ভালো স্কোর।’
বোলিং আক্রমণ হবে কেমন
অস্ট্রেলিয়া সিরিজে নতুন বলে বোলিং করেছেন স্পিনার মেহেদী হাসান। পাওয়ার প্লেতে দেখা গেছে সাকিব-নাসুমদেরও নিয়মিত বোলিং করতে। মাঝের দিকে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ-শরিফুলরা। নিউজিল্যান্ড সিরিজেও স্পিনারদের হাতেই উঠতে পারে নতুন বল। ডমিঙ্গো বললেন, ‘টি-টোয়েন্টিতে দ্রুত ভালো ধারণা ও সিদ্ধান্ত নিতে হয় এবং কন্ডিশনও মূল্যায়ন করতে হবে। উইকেটে একটু সুইং থাকলে মোস্তাফিজ প্রথম ওভার বোলিং করতে পারে। না হলে কাটারের জন্য আমরা তাঁকে একটু পরে ব্যবহার করতে পারি।’
দলের উন্নতি
মে মাস থেকে টানা সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে তিন সংস্করণেই সিরিজ জয়। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার স্মৃতি এখনো তাজা। দলের এই উন্নতি নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘এমন কন্ডিশনে (মিরপুর) ব্যাটিং সত্যিই কঠিন। যদি আমরা কিছু বড় স্কোর পাই, দুর্দান্ত হবে। তবে এটি নির্ভর করে কোন কন্ডিশনে খেলছেন। বোলিংয়ের আত্মবিশ্বাস ও জেতার অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে সেই ধারাবাহিকতা যেন থাকে।’
টি- টোয়েন্টি বিশ্বকাপের দল
এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথেই ঘোষণা হতে পারে দল। দল নিয়ে ডমিঙ্গো বলছেন, ‘আমার মনে হয়, কারা দলে থাকবে, সেটা নিয়ে ভালো একটা ধারণা আছে আমাদের। অবশ্য নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা গেলে দারুণ হতো। তাতে খেলোয়াড়েরা আরেকটু নির্ভার হয়ে খেলতে পারত। বিশ্বকাপ দলে থাকা না-থাকার শঙ্কা থাকত না মনে।’
নিউজিল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ দলে সবচেয়ে আলোচিত বিষয় দুটি। গ্লাভস হাতে উইকেটের পেছনে কে থাকছেন—মুশফিকুর রহিম নাকি নুরুল হাসান সোহান। উদ্বোধনী জুটি নিয়ে কী ভাবছে টিম ম্যানেজমেন্ট। গতকাল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো দুটি বিষয় নিয়েই কথা বলেছেন। কথা বলেছেন নিউজিল্যান্ড সিরিজে মিরপুরের উইকেট, দলের তরুণ খেলোয়াড়দের নিয়েও।
কিপিং ছাড়তে হচ্ছে মুশিকে
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে মুশফিককে ছাড়তে হয়েছিল লাল বলের কিপিং। এবার হয়তো সাদা বলের ক্রিকেটেও উইকেটকিপিং ছাড়তে হচ্ছে মুশফিককে। বাংলাদেশ দলের এ অভিজ্ঞ ব্যাটসম্যানের অনুপস্থিতিতে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই সিরিজে উইকেটকিপিং করতে দেখা গেছে সোহানকে। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে মুশফিক ফেরায় ধোঁয়াশা তৈরি হয়েছিল—কে থাকবেন উইকেটের পেছনে। কাল ডমিঙ্গো দিয়েছেন এ প্রশ্নের উত্তর। বাংলাদেশ কোচ বলেছেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার চিন্তা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, এরপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।’
টিম ম্যানেজমেন্টের দুজনকেই বাজিয়ে দেখার এমন পরিকল্পনা যে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে, সেটি বোঝাই যাচ্ছে। কিপিং নিয়ে একাধিকবার প্রশ্নবিদ্ধ হওয়া মুশফিককে এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং নিয়ে কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে নিশ্চিত।
সমস্যার নাম উদ্বোধনী জুটি
উদ্বোধনী জুটি নিয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের দুশ্চিন্তা পুরোনো। গত কয়েক বছর ওয়ানডেতে তামিমকে সঙ্গ দিচ্ছেন লিটন। বাকি দুই সংস্করণে গত এক যুগেও তামিমের সঙ্গী হিসেবে থিতু হতে পারেননি কেউ। লিটন ফেরায় এখন বিকল্প তিন ওপেনার থাকার পরও ভাবতে হচ্ছে উদ্বোধনী জুটি নিয়ে। যদিও ডমিঙ্গোর দাবি, ওপেনিং নিয়ে তিনি কোনো সমস্যা দেখছেন না, ‘গত জিম্বাবুয়ে সিরিজেই টি-টোয়েন্টিতে ওপেনিং জুটিতে বাংলাদেশের রেকর্ড হয়েছে। আমাদের তিনজন খেলোয়াড় (সৌম্য, লিটন ও নাঈম) আছে, যারা ওপেনিং করতে পারে। নির্বাচকদের সঙ্গে বসে এ বিষয়ে (ওপেনিংয়ে জুটি বাঁধবে কারা) একটা সিদ্ধান্ত নেব।’
মিরপুরের উইকেট
মিরপুরের মন্থর ও নিচু উইকেটে খেলেই মাহমুদউল্লাহদের যেতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। গত অস্ট্রেলিয়া সিরিজের সব ম্যাচই হয়েছে লো স্কোরিং। উইকেট নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। গতকাল একই প্রশ্নে ডমিঙ্গো যেন একটু বিরক্তই হলেন। বললেন, ‘দুর্ভাগ্য, আমি মাঠকর্মী নই। তবে ভালো উইকেটের আশায় আছি। বছরের এই সময় আর্দ্রতার সঙ্গে বৃষ্টি থাকে, খুব বেশি রোদ নেই। জানি ভালো উইকেটে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা জয় এবং আত্মবিশ্বাস অর্জনের গুরুত্বও বুঝি। আমি একটি ভালো, স্বাভাবিক মিরপুর উইকেট ধরে নিচ্ছি, যেখানে ১৫০-১৬০ একটি ভালো স্কোর।’
বোলিং আক্রমণ হবে কেমন
অস্ট্রেলিয়া সিরিজে নতুন বলে বোলিং করেছেন স্পিনার মেহেদী হাসান। পাওয়ার প্লেতে দেখা গেছে সাকিব-নাসুমদেরও নিয়মিত বোলিং করতে। মাঝের দিকে বোলিংয়ে এসেছেন মোস্তাফিজ-শরিফুলরা। নিউজিল্যান্ড সিরিজেও স্পিনারদের হাতেই উঠতে পারে নতুন বল। ডমিঙ্গো বললেন, ‘টি-টোয়েন্টিতে দ্রুত ভালো ধারণা ও সিদ্ধান্ত নিতে হয় এবং কন্ডিশনও মূল্যায়ন করতে হবে। উইকেটে একটু সুইং থাকলে মোস্তাফিজ প্রথম ওভার বোলিং করতে পারে। না হলে কাটারের জন্য আমরা তাঁকে একটু পরে ব্যবহার করতে পারি।’
দলের উন্নতি
মে মাস থেকে টানা সাফল্য পাচ্ছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর জিম্বাবুয়েতে তিন সংস্করণেই সিরিজ জয়। অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে উড়িয়ে দেওয়ার স্মৃতি এখনো তাজা। দলের এই উন্নতি নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘এমন কন্ডিশনে (মিরপুর) ব্যাটিং সত্যিই কঠিন। যদি আমরা কিছু বড় স্কোর পাই, দুর্দান্ত হবে। তবে এটি নির্ভর করে কোন কন্ডিশনে খেলছেন। বোলিংয়ের আত্মবিশ্বাস ও জেতার অভ্যাসটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের নিশ্চিত করতে হবে সেই ধারাবাহিকতা যেন থাকে।’
টি- টোয়েন্টি বিশ্বকাপের দল
এখনো টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেনি বাংলাদেশ। নিউজিল্যান্ড সিরিজের মাঝপথেই ঘোষণা হতে পারে দল। দল নিয়ে ডমিঙ্গো বলছেন, ‘আমার মনে হয়, কারা দলে থাকবে, সেটা নিয়ে ভালো একটা ধারণা আছে আমাদের। অবশ্য নিউজিল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল ঘোষণা করা গেলে দারুণ হতো। তাতে খেলোয়াড়েরা আরেকটু নির্ভার হয়ে খেলতে পারত। বিশ্বকাপ দলে থাকা না-থাকার শঙ্কা থাকত না মনে।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৭ মিনিট আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
১ ঘণ্টা আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১ ঘণ্টা আগে