ক্রীড়া ডেস্ক
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়ল ভারতের নারী দল। ইংল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। বড়রা তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে না পারলেও ছোটরা প্রথমবারই সেরার স্বীকৃতি পেল।
৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার দিয়ে ভারতের ইনিংস শুরু করেন শেফালি ভার্মা। শুরুটা ভালো করলেও দ্রুতই ফিরে যান ভারতের অধিনায়ক। দলের ১৬ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে হান্নাহ বাকেরের বলে সাজঘরে ফেরেন তিনি। ৪ রানের ব্যবধানে পরে ফিরে যান আরেক ওপেনার শ্বেতা সেহরাওয়াত। আউট হওয়ার আগে অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহ হয়েছেন তিনি। ৭ ম্যাচে ২৯৭ রান করেছেন এই ব্যাটার।
এরপর তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। তবে জয় থেকে মাত্র ৩ রান দূরে আউট হন তৃষা। ২৪ রানে তিনি আউট হলেও সমান ২৪ রানে অপরাজিত থাকেন তিওয়ারি। এতে ৭ উইকেটের জয়ে প্রথমবারের বয়সভিত্তিক বিশ্বকাপ জিতল ভারত।
এর আগে পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পরে শুরু ধাক্কা আর সামলাতে পারেনি তারা। নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৬৮ রানে অলআউট হয় দলটি। ইংলিশদের টপ অর্ডার ধসে দেন চ্যাম্পিয়নদের দুই বোলার তিতাস সাধু ও অর্চনা দেবী। পরে তাঁদের সঙ্গে সতীর্থরাও ধ্বংসলীলায় যোগ দেন। ভারতের প্রত্যেক বোলারই ন্যূনতম এক উইকেট করে পেয়েছেন। রানার্সআপ-আপদের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রিয়ানা ম্যাকডোনাল্ড-গে। ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার তিতাস।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপে অনন্য এক রেকর্ড গড়ল ভারতের নারী দল। ইংল্যান্ড নারী দলকে ৭ উইকেটে হারিয়ে প্রথমবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। বড়রা তিনবার বিশ্বকাপের ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে না পারলেও ছোটরা প্রথমবারই সেরার স্বীকৃতি পেল।
৬৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার দিয়ে ভারতের ইনিংস শুরু করেন শেফালি ভার্মা। শুরুটা ভালো করলেও দ্রুতই ফিরে যান ভারতের অধিনায়ক। দলের ১৬ রানের মাথায় ব্যক্তিগত ১৫ রান করে হান্নাহ বাকেরের বলে সাজঘরে ফেরেন তিনি। ৪ রানের ব্যবধানে পরে ফিরে যান আরেক ওপেনার শ্বেতা সেহরাওয়াত। আউট হওয়ার আগে অবশ্য টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহ হয়েছেন তিনি। ৭ ম্যাচে ২৯৭ রান করেছেন এই ব্যাটার।
এরপর তৃতীয় উইকেটে ৪৬ রানের জুটি গড়েন সৌম্য তিওয়ারি ও গোঙ্গাদি তৃষা। তবে জয় থেকে মাত্র ৩ রান দূরে আউট হন তৃষা। ২৪ রানে তিনি আউট হলেও সমান ২৪ রানে অপরাজিত থাকেন তিওয়ারি। এতে ৭ উইকেটের জয়ে প্রথমবারের বয়সভিত্তিক বিশ্বকাপ জিতল ভারত।
এর আগে পচেফস্ট্রুমে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড। পরে শুরু ধাক্কা আর সামলাতে পারেনি তারা। নিয়মিত উইকেট হারিয়ে মাত্র ৬৮ রানে অলআউট হয় দলটি। ইংলিশদের টপ অর্ডার ধসে দেন চ্যাম্পিয়নদের দুই বোলার তিতাস সাধু ও অর্চনা দেবী। পরে তাঁদের সঙ্গে সতীর্থরাও ধ্বংসলীলায় যোগ দেন। ভারতের প্রত্যেক বোলারই ন্যূনতম এক উইকেট করে পেয়েছেন। রানার্সআপ-আপদের হয়ে সর্বোচ্চ ১৯ রান করেন রিয়ানা ম্যাকডোনাল্ড-গে। ৪ ওভারে ৬ রানে ২ উইকেট নিয়ে সেরা বোলার তিতাস।
অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
২৩ মিনিট আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
১ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
২ ঘণ্টা আগে