ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
৯ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
৯ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১০ ঘণ্টা আগে