ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারালেও আফগানিস্তান পারছিল না ওয়ানডে সংস্করণে। এশিয়া কাপ, বিশ্বকাপ, ওয়ানডে সিরিজ-সব খানেই কাছাকাছি গিয়ে পা হড়কাচ্ছিল আফগানরা। অবশেষে গতকাল চেন্নাইতে বিশ্বকাপের মঞ্চে ‘পাকিস্তান ডেডলক’ ভাঙে হাশমাতুল্লাহ শাহিদীর আফগানিস্তান। পাকিস্তানকে হারানোর পর স্বাভাবিকভাবেই ছিল আফগানদের বাধভাঙা উচ্ছ্বাস।
প্রথমে ব্যাটিং করে পাকিস্তান করেছিল ৭ উইকেটে ২৮২ রান। রান তাড়া করতে নেমে ৭ বল হাতে রেখে স্কোর লেভেল করে আফগানিস্তান। ৪৯ তম ওভারের শেষ বলে শাহিন শাহ আফ্রিদিকে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারেন আফগান অধিনায়ক শাহিদী। পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় নিশ্চিত হওয়ার পর উল্লাসে ফেটে পড়ে আফগানিস্তান ডাগআউট। বিজয়ের উল্লাসে এরপর মাঠ প্রদক্ষিণ করে আফগান ক্রিকেট দল। বিশেষ করে, রশিদ খানের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মাঠের মধ্যেই নাচানাচি শুরু করেন আফগান লেগস্পিনিং। রশিদকে দেখে নাচের লোভ সামলাতে পারেননি ২০২৩ বিশ্বকাপে ধারাভাষ্যকারের দায়িত্ব পালন করা ইরফান পাঠান। রশিদের সঙ্গে তাল মিলিয়ে ভাঙরা নাচ নাচেন পাঠান।
রশিদ-পাঠানের নাচের দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিকমাধ্যমে। টুইটারে কেউ একজন লিখেছেন, ‘রশিদ খানের সঙ্গে নাচছেন ইরফান পাঠান। চিপকের দিনের সেরা ভিডিও এটা।’ একই সঙ্গে আফগানিস্তান দলকেও প্রশংসায় ভাসিয়েছেন পাঠান। ভারতের সাবেক বাঁহাতি পেসার টুইট করেন, ‘রশিদ খান কথা দিয়ে কথা রেখেছে। আমিও আমার কথা রাখলাম। সাবাশ ছেলেরা।’
এবারের বিশ্বকাপে পাকিস্তান, আফগানিস্তান দুটো দলই খেলেছে পাঁচটি করে ম্যাচ। দুটো দলেরই সমান ৪ পয়েন্ট। পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা পাকিস্তানের নেট রানরেট-০.৪০০। আর-০.৯৬৯ নেট রানরেট নিয়ে ছয়ে রয়েছে আফগানরা। পাকিস্তানের আগে এবারের বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে আফগানরা।
ফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
২১ মিনিট আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
১ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ শ্রীলঙ্কা জিতেছিল ২০১২ সালে। দীর্ঘ ১ যুগের ডেডলক ভাঙার কাছাকাছি এখন শ্রীলঙ্কা। পাল্লেকেলেতে আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডে। আজ জিতলেই লঙ্কানরা এক ম্যাচ হাতে রেখেই জিতবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। রাতে ফুটবলে উয়েফা নে
২ ঘণ্টা আগেপ্রতিপক্ষকে গোলের বন্যায় ভাসানো জার্মানির কাছে তো নতুন কিছু নয়। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে সেই আইকনিক ‘সেভেন আপ’ খাওয়ানোর গল্প (৭-১ গোলের জয়) হারিয়ে হৈচৈ ফেলে দিয়েছিল জার্মানি। বসনিয়ার বিপক্ষে গত রাতে আবারও সেই ১০ বছরের পুরোনো স্মৃতি ব্রাজিল ভক্ত-সমর্থকদের মনে করাল জার্মানি।
২ ঘণ্টা আগে