ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।
আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।
ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন।
গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে ।
বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।
ইংল্যান্ডের খেলা মানেই মাঠে ইংলিশ সমর্থক গোষ্ঠী বার্মি আর্মিদের উপস্থিতি এক রকম অনিবার্য। নটিংহামের ট্রেন্টব্রিজে কাল ভারত-ইংল্যান্ডের প্রথম টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। তবে ব্যতিক্রম হয়েছে অন্য জায়গায়। গ্যালারিতে যে জায়গাটায় বার্মি-আর্মিরা বসেছিল, তাদের মাঝে একটি চেয়ার ছিল ফাঁকা।
আশেপাশে সব চেয়ারে ইংলিশ সমর্থকেরা বসলেও মাঝের সিটটা ফাঁকা কেন? ফাঁকা থাকার কারণ, ওই সিটে যাঁর বসার কথা সেই জন ক্লার্ক আর পৃথিবীতেই নেই। তাঁর বন্ধুরা তাই সিদ্ধান্ত নিয়েছেন, ক্লার্কের জন্য টিকিট কেটে সিটটি ফাঁকা রাখবেন তাঁর স্মরণে। ট্রেন্টব্রিজ টেস্টে গ্যালারিতে বার্মি-আর্মির এই উদ্যোগ বিশেষ নজর কেড়েছে।
ইংলিশ সমর্থক জন ক্লার্ক তার জীবদ্দশায় গত ৪০ বছরে ট্রেন্টব্রিজে একটি ম্যাচও হাতছাড়া করেননি। কদিন আগে তিনি চলে গেছেন জীবন নদীর ওপারে। তার বন্ধুরা গ্যালারিতে তাঁর স্মৃতি ধরে রাখতে তাঁর বসার সিটটি ফাঁকায় রেখে দিয়েছেন।
গ্যালারিতে বার্মি আর্মির এমন ঘটনার দিনে মাঠে অবশ্য সুবিধা করতে পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। জসপ্রিত বুমরা আর মোহাম্মদ শামিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে প্রথম ইনিংসে ইংল্যান্ড অল আউট ১৮৩ রানে। ইনিংস সর্বোচ্চ ৬৪ রান এসেছে জো রুটের ব্যাট থেকে ।
বুমরা ৪টি, শামি নিয়েছেন ৩টি করে উইকেট। ইংল্যান্ডকে গুঁটিয়ে দেওয়ার পর ভারত প্রথম দিন শেষ করেছে বিনা উইকেটে ২১ রান তুলে।
কষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৪ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে