নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
গত কয়েক বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন তাসকিন আহমেদ। সেটা তাসকিনের ক্রিকেটীয় চিন্তাভাবনা থেকে মাঠের পারফরম্যান্সে প্রতীয়মান। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে বাংলাদেশ দলের ব্যর্থতার মাঝেও তাঁকে আলাদা করা যাচ্ছে ভালোভাবেই।
বোলিং তো আছেই, ব্যাটিংয়ের সঙ্গে ফিল্ডিংয়েও তাসকিন দলে এখন দারুণ ভূমিকা রাখছেন। ঢাকায় প্রথম দুই ওয়ানডেতে তাঁর দুর্দান্ত বোলিং পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আগামীকাল চট্টগ্রামে শেষ ওয়ানডে সামনে রেখে সংবাদ সম্মেলনে তাসকিনকে নিয়ে ইংলিশদের মুগ্ধতার কথা জানিয়ে গেলেন পেসার মার্ক উড।
এই ইংলিশ পেসার বলেছেন, ‘তাসকিন অসাধারণ। আমি মনে হয়, সে শুধু আমার না, পুরো ইংল্যান্ড দলের মন জয় করে নিয়েছে। আমাদের দলের সবাই বলছে, সে কতটা ভালো কতটা ও কতটা দ্রুত গতিতে বোলিং করেছে। ক্রমাগত গুড লেংথে বোলিং করেছে সে।’
বাংলাদেশের উইকেটে কীভাবে বোলিং করতে হয়, প্রথম ওয়ানডেতে তাসকিন সেটা করে দেখিয়েছেন জানিয়ে উড আরও বলেন, ‘প্রথম ম্যাচে সে আমাদের পেসারদের দেখিয়েছে, আসলে কোথায় বল করতে হবে। আমার তার বোলিং থেকে অনেক কিছু নিয়েছি, আমি, জফরা ও ওকসি (ক্রিস ওকস)। সে যে জায়গায় বোলিং করেছে, আমাদের অনেক চাপে ফেলেছে। সে শুধু উইকেট না, কিপটে বোলিং করেছে। অসম্ভব দুর্দান্ত। সে কতটা ভালো বোলিং করেছে, আমাদের ব্যাটাররাও তাকে নিয়ে বলেছে। আশা করি, আমি তাকে খারাপ করতে দেখব না। কিন্তু সে যেন এই ম্যাচে (আগামীকাল শেষ ওয়ানডেতে) বেশি উইকেট না পায়।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১০ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১০ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১১ ঘণ্টা আগে