ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। যেখানে যুক্তরাষ্ট্রে আইসিসি ইভেন্ট হচ্ছে প্রথমবারের মতো। তাদের স্টেডিয়ামগুলো নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ রয়েছে। যার মধ্যে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম প্রস্তুত বলে জানিয়েছে আইসিসি।
নিউইয়র্কের আইসেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। মাঠটি নিউইয়র্ক শহর থেকে ২৫ মাইল (৪০.২৩ কিলোমিটার) দূরে অবস্থিত। ৩৪ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। বোল্ট বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপের ১৬ ম্যাচ হবে, সেগুলোর মধ্যে ৮টিই হবে নিউইয়র্কে। ৯ জুন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। পরের দিন (১০ জুন) এই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
নিউইয়র্কের মাঠটির আকার-আয়তন সম্পর্কে ধারণা দিয়েছেন আইসিসির ইভেন্ট বিভাগের প্রধান ক্রিস টেটলি। টেটলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যখন কোনো নতুন স্টেডিয়াম আসে, তখন মাঠের আকার নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়। তবে নাসাউ কাউন্টি গ্রাউন্ড কিন্তু যেনতেন আকার নয়। এটা কেন্দ্র থেকে পূর্ব-পশ্চিমে ৭৫ গজ চওড়া ও উত্তর পশ্চিমে ৬৭ গজ চওড়া। ওয়াংখেড়ের মতো আকার মাঠটির। ড্রেনেজ সুবিধাও বিশ্বমানের।’
অ্যাডিলেড ওভাল টার্ফ সলুশনের অধীনে গত বছরের শেষের দিকে বানানোর কাজ শুরু হয়েছিল। ১০টি পিচ প্রথমে ট্রেতে বসানো হয়েছিল। প্রত্যেক পিচকে দুই ট্রেতে ভাগ করা হয়। পিচগুলোর জন্য প্রয়োজনীয় ট্রেগুলো একটি শিপিং কনটেইনারের মাধ্যমে জানুয়ারিতে অ্যাডিলেড থেকে ফ্লোরিডার উদ্দেশে পাঠানো হয়েছিল। ১০ পিচের মধ্যে ৪ পিচ বসানো হয়েছে মাঠে। বাকি ৬ পিচ প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ শুরু হতে ২০ দিনও বাকি নেই। যেখানে যুক্তরাষ্ট্রে আইসিসি ইভেন্ট হচ্ছে প্রথমবারের মতো। তাদের স্টেডিয়ামগুলো নিয়ে স্বাভাবিকভাবেই অনেকের আগ্রহ রয়েছে। যার মধ্যে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম প্রস্তুত বলে জানিয়েছে আইসিসি।
নিউইয়র্কের আইসেনহাওয়ার পার্কে নাসাউ কাউন্টি স্টেডিয়ামটি আন্তর্জাতিক ক্রিকেটের প্রথম কোনো মডিউলার স্টেডিয়াম। এই স্টেডিয়ামটি এমনভাবে ডিজাইন করা, যাতে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। মাঠটি নিউইয়র্ক শহর থেকে ২৫ মাইল (৪০.২৩ কিলোমিটার) দূরে অবস্থিত। ৩৪ হাজার আসনবিশিষ্ট স্টেডিয়ামটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। বোল্ট বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন। যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপের ১৬ ম্যাচ হবে, সেগুলোর মধ্যে ৮টিই হবে নিউইয়র্কে। ৯ জুন উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। পরের দিন (১০ জুন) এই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
নিউইয়র্কের মাঠটির আকার-আয়তন সম্পর্কে ধারণা দিয়েছেন আইসিসির ইভেন্ট বিভাগের প্রধান ক্রিস টেটলি। টেটলি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, ‘যখন কোনো নতুন স্টেডিয়াম আসে, তখন মাঠের আকার নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়। তবে নাসাউ কাউন্টি গ্রাউন্ড কিন্তু যেনতেন আকার নয়। এটা কেন্দ্র থেকে পূর্ব-পশ্চিমে ৭৫ গজ চওড়া ও উত্তর পশ্চিমে ৬৭ গজ চওড়া। ওয়াংখেড়ের মতো আকার মাঠটির। ড্রেনেজ সুবিধাও বিশ্বমানের।’
অ্যাডিলেড ওভাল টার্ফ সলুশনের অধীনে গত বছরের শেষের দিকে বানানোর কাজ শুরু হয়েছিল। ১০টি পিচ প্রথমে ট্রেতে বসানো হয়েছিল। প্রত্যেক পিচকে দুই ট্রেতে ভাগ করা হয়। পিচগুলোর জন্য প্রয়োজনীয় ট্রেগুলো একটি শিপিং কনটেইনারের মাধ্যমে জানুয়ারিতে অ্যাডিলেড থেকে ফ্লোরিডার উদ্দেশে পাঠানো হয়েছিল। ১০ পিচের মধ্যে ৪ পিচ বসানো হয়েছে মাঠে। বাকি ৬ পিচ প্রস্তুতির জন্য ব্যবহার করা হয়েছে।
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৮ ঘণ্টা আগে