নিজস্ব প্রতিবেদক, ঢাকা
একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।
একদিন আগেই নুরুল হাসান সোহান বলেছেন, ‘১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, আমরা মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে।’
সেই সহায়তার নমুনাই যেন দেখা গেল আজ মিরপুরে। টেস্টে লিটন দাসের কাছে কিপিং হারানো মুশফিকুর রহিম এবার সাদা বলের ক্রিকেটেও কিপিং করা নিয়ে পড়েছেন ‘কঠিন পরীক্ষায়।’ আর সেই লড়াইটা সোহানের সঙ্গেই। তবে সব প্রতিদ্বন্দ্বিতা ভুলে সোহানই কিপিং অনুশীলনে সহায়তা করলেন মুশফিককে!
ঘটনাটি আজ দুপুরের আড়াইটার দিকের। মিরপুর শেরেবাংলার মাঝ উইকেটের পাশে মুশফিককে তখন কিপিং অনুশীলন করাচ্ছিলেন দলের ট্রেনার নিক লি। এ সময় পাশ দিয়ে ব্যাটিং অনুশীলনের জন্য উইকেটের দিকে যাচ্ছিলেন সোহান। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ব্যাটটা রেখেই ছুটে আসলেন মুশফিক আর নিক লির দিকে।
পরে নিক লি ব্যাট হাতে দাঁড়ালেন, আর উইকেটের পেছনে মুশফিক। সোহানের ছোঁড়া বল নিকের ব্যাট ছুঁয়ে যাচ্ছিল মুশফিকের গ্লাভসে। এভাবে প্রায় ১৫ মিনিট ধরে চলল মুশফিকের ক্যাচিং প্র্যাকটিস। তিনি অনুশীলন শেষ করলে সোহানও চলে গেলেন ব্যাটিং অনুশীলনের জন্য।
বুধবার থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে আজ দুপুরে মিরপুরে দ্বিতীয় দিনের অনুশীলন শুরু করে বাংলাদেশ। টিম বাস থেকেই নেমেই মুশফিক সবার আগে ঢুকে পড়েন মিরপুরে। প্রথমে কিছুক্ষণ সারেন ব্যাটিং অনুশীলন। এরপর শুরু করেন উইকেটকিপিং অনুশীলন।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলতে পারেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। চোটে পড়ায় লিটন খেলতে পারেননি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুই ম্যাচ।
মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে মূল উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
প্রায় তিন বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সোহান উইকেটের সামনে ও পেছনে আস্থার আরেক নাম হয়ে উঠেছেন। একাদশে থাকার যোগ্য দাবিদারও হয়ে উঠেছেন তিনি। মুশফিক না সোহান—কিপিং কে করবেন, সেই প্রশ্নও তাই সামনে এসেছে।
অবশ্য আজ বাংলাদেশের প্রথম ঘণ্টার অনুশীলন পর্ব দেখার পর আঁচ করা গেল, নিউজিল্যান্ডে সিরিজে মুশফিকই উইকেটের পেছনে দাঁড়াবেন। দলে থাকা তিন উইকেটকিপার ব্যাটসম্যানের মধ্যে যে আজ কিপিং অনুশীলন করেছেন শুধু মুশফিকই! বাকি দুজন সোহান ও লিটন দাস ব্যস্ত ছিলেন ব্যাটিং আর ফিল্ডিং অনুশীলন নিয়েই।
দুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
২২ মিনিট আগেবাইসাইকেল কিকে এর আগেও গোল করেছেন করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ৩৯ বছর বয়সে বাইসাইকেল কিকে গোল করে পর্তুগিজ মহাতারকা যেন রীতিমতো তাক লাগিয়ে দিলেন। রোনালদোর জোড়া গোলে গতকাল উয়েফা নেশনস লিগে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল...
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির মাঝে বাংলাদেশ, সাকিব আল হাসানের বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে যেন আলোচনা থামছেই না। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে তাঁকে পাওয়া যায়নি। ছিলেন না সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও। এবার প্রশ্ন উঠেছে—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে
১ ঘণ্টা আগেহঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
১ ঘণ্টা আগে