ক্রীড়া ডেস্ক
২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা করছেন বিভিন্ন রকম ভবিষ্যদ্বাণী। রিকি পন্টিং, ওয়াসিম আকরামদের চোখে ফেবারিট অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মতো তারকা ক্রিকেটারদেরই ফাইনালের একাদশে জায়গা একরকম নিশ্চিত। অন্যদিকে ঋষভ পন্ত, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার-চোটে পড়া এই চার ক্রিকেটারকে পাচ্ছে না ভারত।
রিকি পন্টিং:
অস্ট্রেলিয়াই ফেভরিট। ভারতের কিছু অনিশ্চয়তার জায়গা রয়েছে। দল নির্বাচন ও চোটের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার জায়গা রয়েছে। কে এল রাহুল, জসপ্রীত বুমরা কেউই নেই। উমেশ যাদবেরও চোট রয়েছে।
ওয়াসিম আকরাম:
দুই দলই গত দুই বছর তারা দেখিয়েছে যে বিশ্বের মধ্যে সেরা। সেকারণেই তারা ফাইনালে। উপমহাদেশের দলকে পিচ ভালোই সুবিধা দেয়। তবে আমরা যখন এখানে সফর করেছি……. আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে এবারেরটা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। ডিউক বলসহ সবই এখানে ভিন্ন। আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া তাই কিছুটা এগিয়ে।
রবি শাস্ত্রী:
একমাত্র ম্যাচে কোনো কিছুই সহজ না। বর্তমান ফর্ম দেখলে কোনো দলই লঙ্গার ভার্সনের ম্যাচ অনেক দিন খেলেনি। ভারত অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ছাড়া বাকিরা দীর্ঘদিন খেলছে না। আমার মতে, প্যাট কামিন্স উজ্জীবিত অবস্থায় থাকবে এবং ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহাম্মদ শামি।
রস টেলর:
যে-ই টস জিতুক, উইকেটে কী পরিমাণ ঘাস থাকে, সেটাই হবে আকর্ষণীয় বিষয়। ভারত সম্ভবত দুজন স্পিনার নিয়ে খেলাবে। তাই তারা যদি শেষে বোলিং করে, কী হবে তা আপনি জানবেন না। তবে অস্ট্রেলিয়া এখানে অনেক অ্যাশেজ খেলেছে। আর বুমরাকে হারানো ভারতের বড় ক্ষতি। তাই আমার মতে, টস এখানে কিছুটা হলেও অবদান রাখবে। তবে আগাম ভবিষ্যদ্বাণী করছি যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে।
২০২১-২৩ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল। দ্বিতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল নিয়ে কিংবদন্তি ক্রিকেটাররা করছেন বিভিন্ন রকম ভবিষ্যদ্বাণী। রিকি পন্টিং, ওয়াসিম আকরামদের চোখে ফেবারিট অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্কদের মতো তারকা ক্রিকেটারদেরই ফাইনালের একাদশে জায়গা একরকম নিশ্চিত। অন্যদিকে ঋষভ পন্ত, জসপ্রীত বুমরা, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার-চোটে পড়া এই চার ক্রিকেটারকে পাচ্ছে না ভারত।
রিকি পন্টিং:
অস্ট্রেলিয়াই ফেভরিট। ভারতের কিছু অনিশ্চয়তার জায়গা রয়েছে। দল নির্বাচন ও চোটের ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার জায়গা রয়েছে। কে এল রাহুল, জসপ্রীত বুমরা কেউই নেই। উমেশ যাদবেরও চোট রয়েছে।
ওয়াসিম আকরাম:
দুই দলই গত দুই বছর তারা দেখিয়েছে যে বিশ্বের মধ্যে সেরা। সেকারণেই তারা ফাইনালে। উপমহাদেশের দলকে পিচ ভালোই সুবিধা দেয়। তবে আমরা যখন এখানে সফর করেছি……. আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। তবে এবারেরটা হচ্ছে জুনের প্রথম সপ্তাহে। ডিউক বলসহ সবই এখানে ভিন্ন। আমার দৃষ্টিতে অস্ট্রেলিয়া তাই কিছুটা এগিয়ে।
রবি শাস্ত্রী:
একমাত্র ম্যাচে কোনো কিছুই সহজ না। বর্তমান ফর্ম দেখলে কোনো দলই লঙ্গার ভার্সনের ম্যাচ অনেক দিন খেলেনি। ভারত অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও মারনাস লাবুশেন ছাড়া বাকিরা দীর্ঘদিন খেলছে না। আমার মতে, প্যাট কামিন্স উজ্জীবিত অবস্থায় থাকবে এবং ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মোহাম্মদ শামি।
রস টেলর:
যে-ই টস জিতুক, উইকেটে কী পরিমাণ ঘাস থাকে, সেটাই হবে আকর্ষণীয় বিষয়। ভারত সম্ভবত দুজন স্পিনার নিয়ে খেলাবে। তাই তারা যদি শেষে বোলিং করে, কী হবে তা আপনি জানবেন না। তবে অস্ট্রেলিয়া এখানে অনেক অ্যাশেজ খেলেছে। আর বুমরাকে হারানো ভারতের বড় ক্ষতি। তাই আমার মতে, টস এখানে কিছুটা হলেও অবদান রাখবে। তবে আগাম ভবিষ্যদ্বাণী করছি যে অস্ট্রেলিয়া কিছুটা এগিয়ে।
কষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৩ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
৫ ঘণ্টা আগে