ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় দশ মাস পর ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। একারণে দুজনেই যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে নেন ৫ উইকেট। যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচ মিলে ব্যাটিংয়ে করেছেন ২২ রান। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩২.৮৫ স্ট্রাইকরেটে সিকান্দার রাজা করেছেন ৯৩ রান। প্রথম চার ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে জিম্বাবুয়েকে সান্ত্বনার জয় এনে দিয়েছেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেছেন রাজা। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৬। জিম্বাবুয়ে সিরিজের পর উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে ৪.৫৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বেও থাকছেন তিনি। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ও তিনে আছেন হাসারাঙ্গা ও আকিল হোসেন।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনো অবস্থান পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮১।
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রায় দশ মাস পর ফেরেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে ভালো না করলেও বোলিংটা ছিল দুর্দান্ত। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডারের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
সাপ্তাহিক র্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে শীর্ষে এখন হাসারাঙ্গা। হাসারাঙ্গা ও সাকিব দুজনেরই রেটিং পয়েন্ট ২২৮। একারণে দুজনেই যৌথভাবে শীর্ষে অবস্থান করছেন। সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি খেলেছেন। দুই ম্যাচ খেলে ৫.৭৩ ইকোনমিতে নেন ৫ উইকেট। যেখানে মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে পরপর দুই বলে ২ উইকেট নিয়ে বাংলাদেশকে ৫ রানের রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছেন। একই মাঠে শেষ টি-টোয়েন্টিতে ৯ রান খরচ করে নেন ১ উইকেট। দুই ম্যাচ মিলে ব্যাটিংয়ে করেছেন ২২ রান। হাসারাঙ্গা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবশেষ খেলেছেন এ বছরের মার্চে বাংলাদেশের বিপক্ষে। সিলেটে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ১৩ বলে ১৫ রান করেছেন। ৪ ওভার বোলিংয়ে ৩২ রান খরচ করে নেন ২ উইকেট।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ১৩২.৮৫ স্ট্রাইকরেটে সিকান্দার রাজা করেছেন ৯৩ রান। প্রথম চার ম্যাচে রান না পেলেও শেষ ম্যাচে দুর্দান্ত এক ফিফটি করে জিম্বাবুয়েকে সান্ত্বনার জয় এনে দিয়েছেন। ৪৬ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭২ রান করেছেন রাজা। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন রাজা। জিম্বাবুয়ে অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২১০। ২১৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই তিনে মোহাম্মদ নবী।
টি-টোয়েন্টিতে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ নম্বরে উঠে এসেছেন সাকিব। তাঁর রেটিং পয়েন্ট ৫৫৬। জিম্বাবুয়ে সিরিজের পর উন্নতি হয়েছে বাংলাদেশের বোলারদেরও। তিন ধাপ এগিয়ে ২৩ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সিরিজে ৪.৫৬ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্বেও থাকছেন তিনি। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন। জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হয়েছেন ম্যাচসেরা। ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন আদিল রশিদ। দুই ও তিনে আছেন হাসারাঙ্গা ও আকিল হোসেন।
৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে সূর্যকুমার যাদব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথম দশে কোনো অবস্থান পরিবর্তন হয়নি। দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮১।
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
১৩ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
১৪ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১৫ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৮ ঘণ্টা আগে