নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।
তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’
মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’
ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’
স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’
মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’
টেস্ট ক্রিকেটকে হঠাৎ বিদায় জানিয়েছেন বাংলাদেশ দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। হারারে টেস্টের তৃতীয় দিন শেষেই গুঞ্জন ওঠে অবসর নিতে যাচ্ছেন মাহমুদউল্লাহ। আনুষ্ঠানিক ঘোষণা না আসলেও টেস্টর শেষ দিনে মাঠে নামার আগে তাঁকে গার্ড অব অনার দিয়েছেন সতীর্থরা। ম্যাচের পর সতীর্থরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে ধন্যবাদ ও শ্রদ্ধা জানিয়ে লিখেছেনও।
টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল, উইকেটকিপার মুশফিকুর রহিম, পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজসহ অনেকেই তাদের ফেসবুক পেজে মাহমুদউল্লাহকে নিয়ে লিখেছেন।
তামিম ইকবাল লিখেছেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদ ভাই টেস্ট ক্রিকেটে আপনি বাংলাদেশকে যে সেবা দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। এখন সীমিত ওভার ক্রিকেটে আপনার সঙ্গে ড্রেসিংরুমে ভালো কিছু সময় কাটানোর অপেক্ষা করছি।’
মুমিনুল হক লিখেছেন, ‘রিয়াদ ভাই, আপনার সঙ্গে খেলতে পারাটা ছিল সম্মানের বিষয়। আপনার অবদান এবং ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ।’
ওপেনার লিটন দাস লিখেছেন, ‘রিয়াদ ভাইয়ের সঙ্গে খেলতে পারাটা সৌভাগ্যের ব্যাপার। সাদা পোশাকে আপনাকে খুবই মিস করবো।’
পেসার রুবেল হোসেন লিখেছেন, ‘রিয়াদ ভাই সবসময় আমার কাছে বড় অনুপ্রেরণা। আমরা একসাথে টেস্ট অভিষেক করেছিলাম। ভবিষ্যতে আর একসাথে সাদা জার্সিতে খেলা হবে না ভেবে খারাপ লাগছে। তবে আশা করছি ওয়ানডে এবং টি২০ ক্রিকেটে আরও দীর্ঘ সময় তাকে পাব ইনশাআল্লাহ্।’
স্পিনার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘অসাধারণ চেতনার দারুণ একজন ক্রীড়াব্যক্তিত্ব। বিশ্বাস করতেই কষ্ট হচ্ছে যে আপনি টেস্ট ছেড়ে দিচ্ছেন। খেলোয়াড়, সমর্থক আর টেস্ট ক্রিকেট আপনাকে মিস করবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি এবং আরও অনেক কিছু শিখতে চাই। মাহমুদউল্লাহ রিয়াদ ভাই, যেখানেই নতুন চ্যালেঞ্জ নিন না কেন, সেটা উপভোগ করবেন।’
মাহমুদউল্লাহর অবসরের নিয়ে উইকেটকিপার মুশফিকুর রহিম অবশ্য কিছু লেখেননি। এই টেস্টে তাঁর পারফরম্যান্স নিয়ে লিখেছেন, ‘নিজের ৫০ তম টেস্টে ম্যাচ জেতানো পারফরম্যান্স আর ম্যাচসেরা হওয়ার জন্য আপনাকে অভিনন্দন জানাই রিয়াদ ভাই। মাশা আল্লাহ!’
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
২১ মিনিট আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪ ঘণ্টা আগে