অবিস্মরণীয় এক জয়ে পাঁচ বছর পর এশিয়া কাপ জিতল ভারত। আজ কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে রেকর্ড ব্যবধানে হারিয়েছেন রোহিত শর্মারা। ২২৮ বল ও ১০ উইকেট হাতে রেখেছে জিতেছে তাঁরা। সর্বোচ্চ ৮ বার এশিয়া কাপ জেতার পথে এই ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে ভারত। দেখে নেওয়া যাক সেসব রেকর্ড—
এশিয়া কাপ চ্যাম্পিয়ন
ভারত ৮ (১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮, ২০২৩)
শ্রীলঙ্কা ৬ (১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮, ২০১৪, ২০২২)
পাকিস্তান ২ (২০০০, ২০১২)
সংখ্যায়-সংখ্যায়
২৬৩
যেকোনো ওয়ানডে ফাইনালে সর্বোচ্চ বল ও উইকেট ব্যবধানে জয়। শ্রীলঙ্কার বিপক্ষে ২৬৩ বল ও ১০ উইকেট হাতে রেখে জিতেছে ভারত। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে সিডনিতে ভিবি সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে ২২৬ বল ও ১০ উইকেট হাতে রেখে জেতে অজিরা। এটি ভারতের ওয়ানডে ইতিহাসেরও সর্বোচ্চ বল ব্যবধানে জয়।
১৫.২
যেকোনো ওয়ানডে ফাইনালে সবচেয়ে কম ওভারে অলআউট হওয়ার রেকর্ড গড়ল শ্রীলঙ্কা। আগের রেকর্ডটি ছিল তাদের। ২০০২ শারজাহ কাপে পাকিস্তানের বিপক্ষে ১৬.৫ ওভারে গুটিয়ে গিয়েছিল লঙ্কানরা।
২
এশিয়া কাপে ওয়ানডে সংস্করণে এ নিয়ে দুবার ১০ উইকেট নিলেন পেসাররা। দুটিই এ বছর। পাল্লেকেল্লেতে ভারতের ১০ উইকেট নিয়েছিল পাকিস্তান। এবার শ্রীলঙ্কার ১০ উইকেট নিল ভারতীয় পেসাররা।
৫
২০০২ সালে পর ভারতের হয়ে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ ৫ উইকেটে নিলেন সিরাজ। ২০০৩ সালে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ উইকেট নিয়ে এত দিন এ তালিকার শীর্ষে ছিলেন জাভাগাল শ্রীনাথ।
ওয়ানডেতে শ্রীলঙ্কার সর্বনিম্ন ইনিংস
রান প্রতিপক্ষ ভেন্যু সাল
৪৩ দক্ষিণ আফ্রিকা পার্ল ২০১২
৫০ ভারত কলম্বো ২০২৩
৬/২১
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সেরা বোলিং ফিগার সিরাজের। আগেরটি ছিল ওয়াকার ইউনিসের। ১৯৯০ সালে শারজায় ২৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। ভারতের হয়ে চতুর্থ সেরা বোলিং ফিগারও সিরাজের। ২০১৪ সালে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৪ রানে ৬ উইকেট নিয়ে এ তালিকার শীর্ষে স্টুয়ার্ট বিনি।
যেকোনো ওয়ানডে ফাইনালে সর্বনিম্ন দলীয় ইনিংস
স্কোর দল প্রতিপক্ষ ভেন্যু সাল
৫০ শ্রীলঙ্কা ভারত কলম্বো ২০২৩
৫৪ ভারত শ্রীলঙ্কা শারজা ২০০০
৭৮ শ্রীলঙ্কা পাকিস্তান শারজা ২০০২
৫০
ভারতের বিপক্ষে ওয়ানডেতে সর্বনিম্ন রানের ইনিংস এটি। শ্রীলঙ্কার আগে এই লজ্জার রেকর্ডটি ছিল বাংলাদেশের, ২০১৪ সালে মিরপুরে অলআউট হয়েছিল ৫৮ রানে।
এশিয়া কাপে সর্বনিম্ন স্কোর
রান দল প্রতিপক্ষ
৫০ শ্রীলঙ্কা ভারত
৮৭ বাংলাদেশ পাকিস্তান
৯৪ বাংলাদেশ পাকিস্তান
ওয়ানডেতে সবচেয়ে কম বলে ৫ উইকেট
বল বোলার প্রতিপক্ষ সাল
১৬ মোহাম্মদ সিরাজ, ভারত শ্রীলঙ্কা ২০২৩
১৬ চামিন্দা ভাস, শ্রীলঙ্কা বাংলাদেশ ২০০৩
১৭ আলী খান, যুক্তরাষ্ট্র জার্সি ২০২৩
১৮ রায়ান বার্ল, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া ২০২২
এশিয়া কাপে (ওয়ানডে) সেরা বোলিং
৬/১৩, অজন্তা মেন্ডিস, প্রতিপক্ষ ভারত, করাচি, ২০০৮
৬/২১, মোহাম্মদ সিরাজ, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কলম্বো, ২০২৩