ক্রীড়া ডেস্ক
তৃতীয় দিনের শেষ ওভারের খেলা চলছে তখন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ ছাড়িয়ে বাংলাদেশের স্কোর ৩৯৬ রান। টিম সাউদির বলটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে দলের স্কোর ৪০০ রানের ঘরে নেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে গত পাঁচ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৪০০ ছাড়ানো তিনটি ইনিংস দেখল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর খাবি খাওয়ার ইতিহাস নতুন নয়। বড় সাক্ষী তো বাংলাদেশও। তাসমান পাড়ের দেশটি থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সব কটিতে হারের তিক্ততা নিয়ে ফিরতে হয়েছে। সেখানে গত পাঁচ বছরে তিনটি ৪০০ ছাড়ানো ইনিংস একটু অবাক করা বটেই।
গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে অন্য দলগুলোর একটি মাত্র ৪০০ ছাড়ানো ইনিংস তথ্যটার মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের ৪০০ ছাড়ানো ইনিংস মোট চারটি। তবে গত পাঁচ বছরের হিসাবে প্রথমটি ২০১৭ সালে। ওয়েলিংটনে সেই টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টেস্টটা হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ৪০০ ছাড়ানো ইনিংসটি ২০১৯ সালে পরের সফরে হ্যামিলটনে। দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে ৪২৯ রান করেও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ।
সর্বশেষটি তো এখনো তরতাজাই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনে ৪০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবারেরটিতে সুযোগ থাকছে আগের দুটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা শুধু রানের সংখ্যায় নয়, খেলার ফলেও। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বপ্নের মতো তিনটা দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এমন দাপট আগে কখনো দেখাতে পারেনি বাংলাদেশ।
তৃতীয় দিনের শেষ ওভারের খেলা চলছে তখন। নিউজিল্যান্ডের প্রথম ইনিংসের ৩২৮ ছাড়িয়ে বাংলাদেশের স্কোর ৩৯৬ রান। টিম সাউদির বলটা ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি ছাড়া করে দলের স্কোর ৪০০ রানের ঘরে নেন মেহেদি হাসান মিরাজ। এ নিয়ে গত পাঁচ বছরে নিউজিল্যান্ডের মাটিতে ৪০০ ছাড়ানো তিনটি ইনিংস দেখল বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাটিতে এশিয়ার দলগুলোর খাবি খাওয়ার ইতিহাস নতুন নয়। বড় সাক্ষী তো বাংলাদেশও। তাসমান পাড়ের দেশটি থেকে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচের সব কটিতে হারের তিক্ততা নিয়ে ফিরতে হয়েছে। সেখানে গত পাঁচ বছরে তিনটি ৪০০ ছাড়ানো ইনিংস একটু অবাক করা বটেই।
গত পাঁচ বছরে নিউজিল্যান্ডে অন্য দলগুলোর একটি মাত্র ৪০০ ছাড়ানো ইনিংস তথ্যটার মাহাত্ম্য আরও বাড়িয়ে দেয়। নিউজিল্যান্ডে বাংলাদেশের ৪০০ ছাড়ানো ইনিংস মোট চারটি। তবে গত পাঁচ বছরের হিসাবে প্রথমটি ২০১৭ সালে। ওয়েলিংটনে সেই টেস্টে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংসের সমাপ্তি টেনেছিল বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে ৫৩৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত টেস্টটা হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ৪০০ ছাড়ানো ইনিংসটি ২০১৯ সালে পরের সফরে হ্যামিলটনে। দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়ে ৪২৯ রান করেও ইনিংস হার এড়াতে পারেনি বাংলাদেশ।
সর্বশেষটি তো এখনো তরতাজাই। মাউন্ট মঙ্গানুইয়ে আজ তৃতীয় দিনে ৪০১ রান করে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। এবারেরটিতে সুযোগ থাকছে আগের দুটিকে ছাড়িয়ে যাওয়ার। সেটা শুধু রানের সংখ্যায় নয়, খেলার ফলেও। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বপ্নের মতো তিনটা দিন পার করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে এমন দাপট আগে কখনো দেখাতে পারেনি বাংলাদেশ।
পরশু থেকে পার্থ টেস্ট দিয়ে শুরু হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। তার আগ মুহূর্তে সিরিজের উত্তাপ বাড়িয়ে দিলেন প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর দলে কোনো ভারতীয়কে জায়গা দিতে চান না তিনি।
১ ঘণ্টা আগে২০২৪ দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আগামী পরশু থেকে শুরু হওয়ার কথা দৃষ্টিহীন ক্রিকেটারদের চতুর্থ বিশ্বকাপ। তবে এই বিশ্বকাপ হবে পাকিস্তানে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এবার জাতীয় দলের ব্যর্থতা এবং খেলোয়াড়দের মান নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশেষ করে জাতীয় লিগের পারফরম্যান্স আর আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সের মধ্যে ব্যবধান নিয়ে চলছে বিস্তর সমালোচনা।
৫ ঘণ্টা আগেআগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হবে মেয়েদের অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। আজ সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
৭ ঘণ্টা আগে