ক্রীড়া ডেস্ক
সেন্ট লুসিয়া টেস্টে অ্যান্টিগা টেস্টের চেয়ে তুলনামূলক ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবু দিন শেষে সুবিধাজনক অবস্থায় থাকতে পারেনি সাকিব আল হাসানের দল। আক্ষেপর কারণ, তামিম ইকবাল ও লিটন দাস দুজনই ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।
তামিম-লিটন ইনিংস বড় করতে পারলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ আরেকটু ভদ্রস্থ দেখাত। দিনের খেলা শেষে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও সে কথাই বললেন। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৩৪ রানে। তামিম থামেন ৪৬ রান করে। অথচ যেভাবে শুরু করেছিলেন, বড় ইনিংস অবধারিত মনে হচ্ছিল। তখনই আলজারি জোসেফের লেংথ বলে ড্রাইভ খেলতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের হাতে ধরা পড়েন। ভালো কিছুর আভাস দিয়েছিলেন লিটনও। কিন্তু ৫৩ রান করা লিটনও উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
তামিম-লিটনের আউট কিছুটা আক্ষেপে পুড়িয়েছে সিডন্সকে। দিন শেষে সিডন্সের মূল্যায়ন, ‘আজ (গতকাল) তামিম ও লিটনকে খুব স্বাচ্ছন্দ্যে দেখা গেছে, কিন্তু ৪০, ৫০-এ আটকে যাওয়া দলকে বড় সংগ্রহ এনে দিতে পারে না। এসব ব্যাটারকে এমন শুরু পেয়ে সামনে টেনে নিতে হবে।’
শান্ত-বিজয়রাও ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু তাদেরও একই পরিণত। প্রাথমিক কাজটা ঠিকঠাক করেও দ্রুতই আউট হয়েছেন। তবে এদিন আম্পায়ার্স কলও কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিল। সিডন্সও তাই মনে করেন, ‘তরুণ ছেলেরাও মুগ্ধ করছিল, তবে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। এই মুহূর্তে ২৩০ খুব ভালো কিছু না।’
ব্যাটিং নিয়ে নিজের তৃপ্তির কথাও জানিয়েছেন সিডন্স। তিনি বলেছেন, ‘আজকে ছেলেদের ভালো ধৈর্য দেখা গেছে। তারা বল ছেড়েছে বেশ ভালোভাবে। গত এক সপ্তাহ ধরে আমরা এটা নিয়েই কাজ করছিলাম। প্রথম টেস্ট থেকে অনেক বেশি বল খেলেছি আর তারাও (ওয়েস্ট ইন্ডিজ) বেশ ভালো বল করেছে আজ। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছি ততক্ষণ পারিনি, ২৩০ এমন উইকেটে ভালো স্কোর না। অন্তত আমি মনে করি না।’
সেন্ট লুসিয়া টেস্টে অ্যান্টিগা টেস্টের চেয়ে তুলনামূলক ভালো শুরু করেছিল বাংলাদেশ। তবু দিন শেষে সুবিধাজনক অবস্থায় থাকতে পারেনি সাকিব আল হাসানের দল। আক্ষেপর কারণ, তামিম ইকবাল ও লিটন দাস দুজনই ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।
তামিম-লিটন ইনিংস বড় করতে পারলে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ আরেকটু ভদ্রস্থ দেখাত। দিনের খেলা শেষে ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সও সে কথাই বললেন। বাংলাদেশের প্রথম ইনিংস থেমেছে ২৩৪ রানে। তামিম থামেন ৪৬ রান করে। অথচ যেভাবে শুরু করেছিলেন, বড় ইনিংস অবধারিত মনে হচ্ছিল। তখনই আলজারি জোসেফের লেংথ বলে ড্রাইভ খেলতে গিয়ে জারমেইন ব্ল্যাকউডের হাতে ধরা পড়েন। ভালো কিছুর আভাস দিয়েছিলেন লিটনও। কিন্তু ৫৩ রান করা লিটনও উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি।
তামিম-লিটনের আউট কিছুটা আক্ষেপে পুড়িয়েছে সিডন্সকে। দিন শেষে সিডন্সের মূল্যায়ন, ‘আজ (গতকাল) তামিম ও লিটনকে খুব স্বাচ্ছন্দ্যে দেখা গেছে, কিন্তু ৪০, ৫০-এ আটকে যাওয়া দলকে বড় সংগ্রহ এনে দিতে পারে না। এসব ব্যাটারকে এমন শুরু পেয়ে সামনে টেনে নিতে হবে।’
শান্ত-বিজয়রাও ভালো শুরু পেয়েছিলেন, কিন্তু তাদেরও একই পরিণত। প্রাথমিক কাজটা ঠিকঠাক করেও দ্রুতই আউট হয়েছেন। তবে এদিন আম্পায়ার্স কলও কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছিল। সিডন্সও তাই মনে করেন, ‘তরুণ ছেলেরাও মুগ্ধ করছিল, তবে আম্পায়ারের কিছু সিদ্ধান্ত আমাদের পক্ষে যায়নি। এই মুহূর্তে ২৩০ খুব ভালো কিছু না।’
ব্যাটিং নিয়ে নিজের তৃপ্তির কথাও জানিয়েছেন সিডন্স। তিনি বলেছেন, ‘আজকে ছেলেদের ভালো ধৈর্য দেখা গেছে। তারা বল ছেড়েছে বেশ ভালোভাবে। গত এক সপ্তাহ ধরে আমরা এটা নিয়েই কাজ করছিলাম। প্রথম টেস্ট থেকে অনেক বেশি বল খেলেছি আর তারাও (ওয়েস্ট ইন্ডিজ) বেশ ভালো বল করেছে আজ। আমরা যতক্ষণ ব্যাট করতে চেয়েছি ততক্ষণ পারিনি, ২৩০ এমন উইকেটে ভালো স্কোর না। অন্তত আমি মনে করি না।’
নভেম্বর-ডিসেম্বরে শ্রীলঙ্কা সফরে তিনটি এক দিনের ও দুটি তিন দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। পরশু শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়ান চড়ার কথা তাদের। এর মধ্যে আজ সন্ধ্যায় এই সফরের জন্য দল ঘোষণা করেছে বিসিবি।
৯ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ড শেষ, বরিশাল এখনো জয়ের খোঁজে। নিজেরা সুবিধা করতে না পারলেও রংপুরের বড় ক্ষতি যেন করে দিল তারা! পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই দারুণ ব্যাটিং করেছে বরিশাল। আজ শেষ দিন প্রায় পুরোটা সময় ব্যাটিং করে কাটিয়ে দিয়েছে তারা। শেষ বিকেলে ১০ ওভার ব্যাটিংয়ের সুযোগ পায় রংপুর। ৩৭৩
১১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইয়ে হঠাৎ যেন খেই হারাল আর্জেন্টিনা। শেষ চার ম্যাচের মধ্যে দুই হার ও এক ড্র। এমন পরিস্থিতিতে বছরের শেষ ম্যাচে বাংলাদেশ সময় কাল ভোর ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামছে লিওনেল স্কালোনির দল।
১২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে টেম্বা বাভুমা সবশেষ খেলেছেন গত মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে। তবে টেস্টের ক্ষেত্রে সেটা আরও ২ মাস বেশি। অবশেষে শ্রীলঙ্কার সিরিজ দিয়ে ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফিরছেন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার।
১৪ ঘণ্টা আগে