ভারতকে নিয়ে এবার সুর বদলালেন পাকিস্তান বোর্ড সভাপতি

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ২১: ৩৫

ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলে তোপের মুখে পড়ে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। সামাজিকমাধ্যমে ভক্ত-সমর্থকদের বিদ্রুপের শিকার হয়েছেন তিনি। বিদ্রুপের শিকার হওয়ার পর এবার তিনি ভিন্ন সুরে গান গাইলেন পিসিবি সভাপতি। 

২০২৩ বিশ্বকাপ খেলতে গত পরশু হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল। যা ৭ বছর পর পাকিস্তান দলের ভারত সফর। সেই দিন বিমানবন্দরে নামা মাত্রই উষ্ণ অভ্যর্থনা পেয়েছেন বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ রিজওয়ানরা। বিমানবন্দরে ভক্ত-সমর্থকেরা বাবর, রিজওয়ান, শাহিনের মতো তারকা ক্রিকেটারদের নাম উচ্চারণ করে উল্লাস প্রকাশ করেছেন। ভারতে পাকিস্তান দল পৌঁছানোর দিনই গণমাধ্যমে ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলেছেন আশরাফ। পিসিবি সভাপতির কথায় সরগরম হয়ে ওঠে সামাজিকমাধ্যম। 

দুদিন পর এক বিবৃতিতে সবকিছু স্পষ্ট করেছে পিসিবি। এক সংবাদবিজ্ঞপ্তিতে পিসিবি আজ বলেছে, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ ভারতে পাকিস্তান দলের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেছেন তিনি। এতেই বোঝা যায়, দুই দেশের ক্রিকেটারদের একে অপরের প্রতি কতটা ভালোবাসা রয়েছে। হায়দরাবাদ বিমানবন্দরে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া পাকিস্তান দলের এমন অসাধারণ বরণ অনুষ্ঠানেই তা প্রমাণ হয়েছে। আশরাফ ভারতকে অভিনন্দন জানিয়েছেন।’ একই সঙ্গে আশরাফ জানিয়েছেন, শত্রু রাষ্ট্র বলতে তিনি ভারত-পাকিস্তানের প্রতিদ্বন্দ্বিতাকে বুঝিয়েছেন। ভারতকে শত্রু বলেননি তিনি। 

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান। একই মাঠে ৩ অক্টোবরের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। এরপর ৬ অক্টোবর হায়দরাবাদে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে পাকিস্তান। ১০ অক্টোবর একই মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাবর আজমের দল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত