ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’
প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’
দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা।
বিশ্বকাপে স্পিনারদের রাজত্ব দেখছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। আরব আমিরাতের উইকেটের চরিত্রের কারণেই স্পিনাররা বেশি ভালো করবে বলে বিশ্বাস রশিদের। অন্য সহযোগী দেশ ওমানে অবশ্য ইতিমধ্যে স্পিন ভেলকি দেখা গেছে। বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচে দুই দলের স্পিনাররা নিয়েছেন ৮ উইকেট। এখন আমিরাতেও স্পিন-জাদু দেখানোর কথা বলছেন রশিদ।
বর্তমান সময়ের অন্যতম সেরা স্পিনার রশিদ। নিজের দ্বিতীয় বিশ্বকাপে দারুণ কিছু করে দেখাতে প্রস্তুত হচ্ছেন এই আফগান ঘূর্ণি জাদুকর। মরুর বুকে নিজের জাদু দেখাতে উন্মুখ হয়ে থাকা রশিদ বলেন, ‘এখানকার কন্ডিশন সব সময় স্পিনারদের জন্য সহায়ক। স্পিনাররা এখানে ভালো করবে। উইকেট কীভাবে প্রস্তুত করা হবে, সেটা বিষয় না। এটা সব সময় স্পিনারদের সহায়ক হয়ে থাকে। বিশ্বকাপেও স্পিনাররা বড় অবদান রাখবে।’
প্রায় প্রতিটি দলই স্পিনারদের গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে। আইপিএলের দলগুলোও স্পিনকে শক্তি হিসেবে কাজে লাগিয়েছে। স্পিনারদের এই বিশ্বকাপেও দেখার প্রত্যাশা রশিদের, ‘আইপিএলেও আমরা তা দেখেছি। স্পিনাররা এখানে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছে। আশা করছি বিশ্বকাপেও তেমনটা ঘটবে। সেরা স্পিনাররা তাদের দলকে ম্যাচ ফিরিয়ে আনবে এবং জিতিয়ে দেবে।’
দল সানরাইজার্স হায়দরাবাদ ভালো না করলেও আইপিএলে উইকেট শিকারে ঠিকই দাপট দেখিয়েছেন রশিদ। দলের হয়ে ১৮ উইকেট নিয়ে স্পিনারদের মধ্যে যৌথভাবে শীর্ষে ছিলেন এই আফগান ক্রিকেটার। এ তালিকায় বাকি দুজন হলেন বরুণ চক্রবর্তী ও যুজবেন্দ্র চাহাল।
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলেও উইকেট শিকারে সেরা দশে ছিলেন রশিদ ও চাহাল। সেবারের প্রতিযোগিতা ও এবারের দ্বিতীয় পর্বে তিনটি ভেন্যুর প্রতিটিতেই দাপট ছিল স্পিনারদের। দুবাইয়ে মোট উইকেটের ৩০ শতাংশ নিয়েছেন স্পিনাররা। শারজাহতে সেটি ছিল ৩০.১ শতাংশ এবং আবুধাবিতে ৩২.১ শতাংশ। এমন পরিসংখ্যানে বিশ্বকাপের আগে অনুপ্রাণিত হতেই পারেন স্পিনাররা।
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
১ ঘণ্টা আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা।
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩ ঘণ্টা আগে