নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসান, লিটন দাস দুজনেই ব্যর্থ হয়েছেন। ১ বছর পর টেস্টে ফিরে সাকিব করেন ১৫ রান, লিটন আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে বড় স্কোরের ইঙ্গিতও দেন সাকিব-লিটন। তবে বেশি তাড়াহুড়ো করতে যাওয়াটাই যেন কাল হয়ে দাড়ায় দুই ব্যাটারের জন্য।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ৭ উইকেটে ২৬৮ রানে। আগামীকাল পঞ্চম দিনে ২৪৩ রান করা স্বাগতিকদের জন্য এক প্রকার অসম্ভবই বলা চলে। সেখানে ৩ উইকেট নিয়ে দ্রুত জয় নিশ্চিত করা লঙ্কানদের কাছে তুলনামূলক সহজ।
৫১১ রানের লক্ষ্যে ১৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন। সাকিবের সঙ্গে জুটি বেঁধে সাবলীলভাবেই খেলতে থাকেন লিটন। ভালো বল সমীহ করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন। বাজে বল পেলে সেগুলো দৃষ্টিনন্দন শটে বাউন্ডারিতে পরিণত করেছেন। বেশ কিছু ওভারে তো দুটি করেও বাউন্ডারি হয়েছে। পঞ্চম উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৯ বলে ৬১ রান। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন কামিন্দু মেন্ডিস। ৫০ তম ওভারের চতুর্থ বলে কামিন্দুকে কাট করতে যান সাকিব। গালিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন নিশান মাদুশকা। কামিন্দু উল্লাসে ফেটে পড়লেও সাকিবকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ৫৩ বলে ৩ চারে ৩৬ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই আউট হয়েছেন লিটন। ৫৩তম ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে পুল করতে যান লিটন। এজ হওয়া বল ক্যাচ ধরেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ৭২ বলে ৪ চারে ৩৮ রান করেন লিটন। সাকিব-লিটনের দুই উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫২.৫ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান। দলের বিপদের সময়ে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ ব্যাটিং করেন আক্রমণাত্মক। তার সঙ্গী শাহাদাত হোসেন দীপু খেলেন টেস্ট মেজাজে। তবে দীপু ৩৪ বলে ২ চারে ১৫ রান করে আউট হয়েছেন। ৬২তম ওভারের তৃতীয় বলে দীপুকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কামিন্দু। সপ্তম উইকেটে ৫৪ বলে ৪৬ রানের জুটি ছিল মিরাজ ও দীপুর।
দীপুর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬১.৩ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা তাইজুলকে নিয়ে দিনের বাকি অংশ নিরাপদে পাড়ি দেন মিরাজ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৬৭ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান। ৪৯ বলে ৪৪ রানে অপরাজিত মিরাজ। তাইজুল ব্যাটিং করছেন ১৪ বলে ১০ রানে।
আরও পড়ুন:
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাকিব আল হাসান, লিটন দাস দুজনেই ব্যর্থ হয়েছেন। ১ বছর পর টেস্টে ফিরে সাকিব করেন ১৫ রান, লিটন আউট হয়েছেন এক অঙ্কের ঘরে। ব্যর্থতা কাটিয়ে দ্বিতীয় ইনিংসে বড় স্কোরের ইঙ্গিতও দেন সাকিব-লিটন। তবে বেশি তাড়াহুড়ো করতে যাওয়াটাই যেন কাল হয়ে দাড়ায় দুই ব্যাটারের জন্য।
সিলেটে প্রথম টেস্টে বাংলাদেশকে ৫১১ রানের লক্ষ্য দিয়ে ৩২৮ রানে জেতে শ্রীলঙ্কা। সিরিজের দ্বিতীয় টেস্টেও বাংলাদেশের লক্ষ্য ৫১১। চট্টগ্রামে সিরিজ সমতায় ফিরতে হলে বাংলাদেশকে করতে হবে ইতিহাস। ইতিহাস গড়ার লক্ষ্যে আজ চতুর্থ দিনের খেলা বাংলাদেশ শেষ করেছে ৭ উইকেটে ২৬৮ রানে। আগামীকাল পঞ্চম দিনে ২৪৩ রান করা স্বাগতিকদের জন্য এক প্রকার অসম্ভবই বলা চলে। সেখানে ৩ উইকেট নিয়ে দ্রুত জয় নিশ্চিত করা লঙ্কানদের কাছে তুলনামূলক সহজ।
৫১১ রানের লক্ষ্যে ১৩২ রান তুলতেই ৪ উইকেট হারায় বাংলাদেশ। ছয় নম্বরে ব্যাটিংয়ে নামেন লিটন। সাকিবের সঙ্গে জুটি বেঁধে সাবলীলভাবেই খেলতে থাকেন লিটন। ভালো বল সমীহ করে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন। বাজে বল পেলে সেগুলো দৃষ্টিনন্দন শটে বাউন্ডারিতে পরিণত করেছেন। বেশ কিছু ওভারে তো দুটি করেও বাউন্ডারি হয়েছে। পঞ্চম উইকেট জুটিতে সাকিব-লিটন যোগ করেন ৯৯ বলে ৬১ রান। সাবলীলভাবে চলতে থাকা এই জুটি ভেঙেছেন কামিন্দু মেন্ডিস। ৫০ তম ওভারের চতুর্থ বলে কামিন্দুকে কাট করতে যান সাকিব। গালিতে দুর্দান্ত ক্যাচ ধরেছেন নিশান মাদুশকা। কামিন্দু উল্লাসে ফেটে পড়লেও সাকিবকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। ৫৩ বলে ৩ চারে ৩৬ রান করেন সাকিব।
সাকিবের বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই আউট হয়েছেন লিটন। ৫৩তম ওভারের পঞ্চম বলে লাহিরু কুমারাকে পুল করতে যান লিটন। এজ হওয়া বল ক্যাচ ধরেন শ্রীলঙ্কার উইকেটরক্ষক কুশল মেন্ডিস। ৭২ বলে ৪ চারে ৩৮ রান করেন লিটন। সাকিব-লিটনের দুই উইকেট হারালে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৫২.৫ ওভারে ৬ উইকেটে ১৯৭ রান। দলের বিপদের সময়ে আট নম্বরে ব্যাটিংয়ে নামেন মেহেদী হাসান মিরাজ। মিরাজ ব্যাটিং করেন আক্রমণাত্মক। তার সঙ্গী শাহাদাত হোসেন দীপু খেলেন টেস্ট মেজাজে। তবে দীপু ৩৪ বলে ২ চারে ১৫ রান করে আউট হয়েছেন। ৬২তম ওভারের তৃতীয় বলে দীপুকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন কামিন্দু। সপ্তম উইকেটে ৫৪ বলে ৪৬ রানের জুটি ছিল মিরাজ ও দীপুর।
দীপুর বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৬১.৩ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নামা তাইজুলকে নিয়ে দিনের বাকি অংশ নিরাপদে পাড়ি দেন মিরাজ। চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৬৭ ওভারে ৭ উইকেটে ২৬৮ রান। ৪৯ বলে ৪৪ রানে অপরাজিত মিরাজ। তাইজুল ব্যাটিং করছেন ১৪ বলে ১০ রানে।
আরও পড়ুন:
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) পঞ্চম রাউন্ডের প্রথম দিনে দেখা গেছে বোলারদের দাপট। মিরপুর, খুলনা, রাজশাহী, চট্টগ্রাম-চার ভেন্যুতেই ব্যাটাররা রীতিমতো ধুঁকেছেন। এক দিনেই পড়েছে মোট ৫০টি উইকেট।
১৫ মিনিট আগেসবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
২ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
৩ ঘণ্টা আগে