ক্রীড়া ডেস্ক
উপস্থিত বুদ্ধি থাকলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে তেমন একটা সময় লাগে না। ফিল্ডার-বোলারদের ‘চালাকিতে’ ব্যাটাররা অনেক সময় উইকেট হারিয়ে হতভম্ব হয়ে যান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ককে কৌশলে দারুণভাবে পরাস্ত করেছেন ভারতীয় ক্রিকেটার।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড নারী দলের ইনিংসের ১২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে দীপ্তি শর্মাকে ডাউন দ্য উইকেটে এগিয়ে ঠেকিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। হোয়াইট ফার্নসের অধিনায়ক তখনো কল্পনা করতে পারেননি পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে তাঁর সঙ্গে। দীপ্তি বলটা নিয়ে ছুড়ে মারেন উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়ার দিকে। যস্তিকা খুব দ্রুত বেল তুলে ফেলেন। ভারতীয় দল তখন রান আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার সেটা দেখে আউটের সিদ্ধান্ত দিয়েছেন।
Sharp presence of mind produces a big wicket!👌👌
— BCCI Women (@BCCIWomen) October 24, 2024
New Zealand lose their third in the chase as Sophie Devine is run-out.
Live - https://t.co/VGGT7lSS13#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/gvANXADVkA
যে ম্যাচে দীপ্তি এমন উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সেই ম্যাচ ভারত জিতেছে হেসেখেলে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিকদের ৫৯ রানে জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দীপ্তি। ৯ ওভার বোলিং করে ৩৫ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে ৫১ বলে করেন ৪১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপ্তিকে প্রশ্ন করা হয় ডিভাইনের রানআউট নিয়ে। ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমি চিন্তা করছিলাম তিনি উইকেটের বাইরে আছেন। তাই যস্তিকার কাছে বল ছুড়ে দেওয়াই ভালো মনে হচ্ছিল।’
ডিভাইনের আউটই যে ম্যাচের মোমেন্টাম পুরো বদলে দিয়েছে, তা বলা যাবে না। কারণ অধিনায়ককে হারানোর পর নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়িয়েছিল ১২ ওভারে ৩ উইকেটে ৪৬ রান। জয়ের জন্য তখন ৩৮ ওভারে আরও ১৮২ রান লাগত। হাতে ছিল তখনো ৭ উইকেট। সেখান থেকে তারা ৪০.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায়। যেখানে ১ রানে শেষ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ম্যাচে ভারতের সেরা বোলার রাধা যাদব নিয়েছেন ৩ উইকেট। ৮.৪ ওভারে খরচ করেন ৩৫ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। ৪৪.৩ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন তেজাল হাসাবনিস।
উপস্থিত বুদ্ধি থাকলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে তেমন একটা সময় লাগে না। ফিল্ডার-বোলারদের ‘চালাকিতে’ ব্যাটাররা অনেক সময় উইকেট হারিয়ে হতভম্ব হয়ে যান। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত রাতে নিউজিল্যান্ড নারী দলের অধিনায়ককে কৌশলে দারুণভাবে পরাস্ত করেছেন ভারতীয় ক্রিকেটার।
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ড নারী দলের ইনিংসের ১২তম ওভারের ঘটনা। ওভারের শেষ বলে দীপ্তি শর্মাকে ডাউন দ্য উইকেটে এগিয়ে ঠেকিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক সোফি ডিভাইন। হোয়াইট ফার্নসের অধিনায়ক তখনো কল্পনা করতে পারেননি পরবর্তীতে কী ঘটতে যাচ্ছে তাঁর সঙ্গে। দীপ্তি বলটা নিয়ে ছুড়ে মারেন উইকেটরক্ষক যস্তিকা ভাটিয়ার দিকে। যস্তিকা খুব দ্রুত বেল তুলে ফেলেন। ভারতীয় দল তখন রান আউটের আবেদন করে। তৃতীয় আম্পায়ার সেটা দেখে আউটের সিদ্ধান্ত দিয়েছেন।
Sharp presence of mind produces a big wicket!👌👌
— BCCI Women (@BCCIWomen) October 24, 2024
New Zealand lose their third in the chase as Sophie Devine is run-out.
Live - https://t.co/VGGT7lSS13#TeamIndia | #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/gvANXADVkA
যে ম্যাচে দীপ্তি এমন উপস্থিত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, সেই ম্যাচ ভারত জিতেছে হেসেখেলে। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে স্বাগতিকদের ৫৯ রানে জয়ের ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন দীপ্তি। ৯ ওভার বোলিং করে ৩৫ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাটিংয়ে ৫১ বলে করেন ৪১ রান। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দীপ্তিকে প্রশ্ন করা হয় ডিভাইনের রানআউট নিয়ে। ভারতীয় অলরাউন্ডার বলেন, ‘আমি চিন্তা করছিলাম তিনি উইকেটের বাইরে আছেন। তাই যস্তিকার কাছে বল ছুড়ে দেওয়াই ভালো মনে হচ্ছিল।’
ডিভাইনের আউটই যে ম্যাচের মোমেন্টাম পুরো বদলে দিয়েছে, তা বলা যাবে না। কারণ অধিনায়ককে হারানোর পর নিউজিল্যান্ডের স্কোর গিয়ে দাঁড়িয়েছিল ১২ ওভারে ৩ উইকেটে ৪৬ রান। জয়ের জন্য তখন ৩৮ ওভারে আরও ১৮২ রান লাগত। হাতে ছিল তখনো ৭ উইকেট। সেখান থেকে তারা ৪০.৪ ওভারে ১৬৮ রানে গুটিয়ে যায়। যেখানে ১ রানে শেষ ৩ উইকেট হারায় নিউজিল্যান্ড। ম্যাচে ভারতের সেরা বোলার রাধা যাদব নিয়েছেন ৩ উইকেট। ৮.৪ ওভারে খরচ করেন ৩৫ রান। এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। ৪৪.৩ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন তেজাল হাসাবনিস।
হঠাৎই খেই হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শেষ চার ম্যাচের দুটিতেই হেরেছে আলবিসেলেস্তেরা। যেখানে সবশেষ হারটি এসেছে গতকাল আসুনসিওনের দেলচাকো স্টেডিয়ামে প্যারাগুয়ের বিপক্ষে। হারের পর আর্জেন্টিনার দুশ্চিন্তাও বেড়েছে।
২৬ মিনিট আগে২৭ নভেম্বর থেকে গায়ানায় শুরু হবে গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি। এই টুর্নামেন্টে খেলার জন্য জার্সি উন্মোচন করেছে রংপুর রাইডার্স। আজ সকালে বিসিবির মিডিয়া কনফারেন্স সেন্টারে এ জার্সি উন্মোচন করা হয়।
১ ঘণ্টা আগেকাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪ ঘণ্টা আগে