নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আজ রিজার্ভ ডে রাখার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু সুপার ফোরের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের জন্য বাড়তি দিন রাখা হয়নি। যদিও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটিতে বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সামনে স্বাভাবিকভাবে ঘুরেফিরে প্রশ্নটি এসেছে। বাংলাদেশ কোচ সরাসরি কিছু না বলেননি। তবে তাঁর কথায় ফুটে উঠেছে, ব্যাপারটা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। একে তো টুর্নামেন্টের মাঝপথে নিয়মে পরিবর্তন, তার ওপর সুবিধাটা পাচ্ছে সুপার ফোরে থাকা চার দলের দুটি।
এভাবে নিয়মে পরিবর্তন আদর্শ নয় জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। এর বাইরে আমি বেশি কিছু বলতে পারি না। কারণ, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখানে আর বেশি কিছু বলার থাকে না। যদি আমাদের সঙ্গে আগে পরামর্শ করা হতো, তখন হয়তো আমরা এ ব্যাপারে মন্তব্য করতে পারতাম। যেহেতু এটা হয়ে গেছে, এ ব্যাপারে আমার এখন মাথাব্যথা নেই। আমরা সেটাই করব, যেটা আমাদের করতে বলা হয়েছে।’
এমন কিছু আগে দেখেননি জানিয়ে হাথুরু আরও বলেন, ‘অন্য কোনো টুর্নামেন্টে আমি এমন কিছু আগে দেখিনি, টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়মের পরিবর্তন করে ফেলা।’ তবে এই মুহূর্তে হাথুরুর সম্পূর্ণ মনোযোগ অবশ্য আগামীকালের ম্যাচের দিকে। শ্রীলঙ্কাকে হারাতে ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। ভিন্ন কন্ডিশনে গত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। এটাকে চ্যালেঞ্জ জানিয়ে হাথুরু বলেছেন, ‘গত ২-৩ ম্যাচ আমাদের ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যে ক্রিকেট আমরা খেলেছি, সেটার চেয়ে আমরা আরও কত ভালো খেলতে পারি-এটা নিয়ে কথা বলেছি। যেটা সবাইকে মাথায় রাখা দরকার-ধারাবাহিকতার অভাব। আশা করি, সামনে আমরা ভালো কিছু দেখাতে পারব।’
সুপার ফোরে ভারত-পাকিস্তান ম্যাচের জন্য আজ রিজার্ভ ডে রাখার কথা জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু সুপার ফোরের বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের জন্য বাড়তি দিন রাখা হয়নি। যদিও কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামীকাল ম্যাচটিতে বৃষ্টির সমূহ সম্ভাবনা আছে।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ চণ্ডিকা হাথুরুসিংহের সামনে স্বাভাবিকভাবে ঘুরেফিরে প্রশ্নটি এসেছে। বাংলাদেশ কোচ সরাসরি কিছু না বলেননি। তবে তাঁর কথায় ফুটে উঠেছে, ব্যাপারটা ঠিক স্বাভাবিকভাবে নিতে পারেননি তিনি। একে তো টুর্নামেন্টের মাঝপথে নিয়মে পরিবর্তন, তার ওপর সুবিধাটা পাচ্ছে সুপার ফোরে থাকা চার দলের দুটি।
এভাবে নিয়মে পরিবর্তন আদর্শ নয় জানিয়ে হাথুরু বলেছেন, ‘আমি নিশ্চিত সেখানে (এসিসি) অংশগ্রহণ করা প্রত্যেক দেশের টেকনিক্যাল কমিটির লোক রয়েছেন। তারা অন্য কোনো কারণে হয়তো এই সিদ্ধান্ত নিয়েছেন। হ্যাঁ, এটা আদর্শ নয়। বাড়তি একদিন পেলে আমরাও দুহাত পুরে নিতাম। এর বাইরে আমি বেশি কিছু বলতে পারি না। কারণ, তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। একবার সিদ্ধান্ত নিয়ে ফেললে সেখানে আর বেশি কিছু বলার থাকে না। যদি আমাদের সঙ্গে আগে পরামর্শ করা হতো, তখন হয়তো আমরা এ ব্যাপারে মন্তব্য করতে পারতাম। যেহেতু এটা হয়ে গেছে, এ ব্যাপারে আমার এখন মাথাব্যথা নেই। আমরা সেটাই করব, যেটা আমাদের করতে বলা হয়েছে।’
এমন কিছু আগে দেখেননি জানিয়ে হাথুরু আরও বলেন, ‘অন্য কোনো টুর্নামেন্টে আমি এমন কিছু আগে দেখিনি, টুর্নামেন্টের মাঝে এভাবে নিয়মের পরিবর্তন করে ফেলা।’ তবে এই মুহূর্তে হাথুরুর সম্পূর্ণ মনোযোগ অবশ্য আগামীকালের ম্যাচের দিকে। শ্রীলঙ্কাকে হারাতে ভালো ক্রিকেট খেলতে হবে বলে জানিয়েছেন তিনি। ভিন্ন কন্ডিশনে গত তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ। এটাকে চ্যালেঞ্জ জানিয়ে হাথুরু বলেছেন, ‘গত ২-৩ ম্যাচ আমাদের ভিন্ন কন্ডিশনে খেলতে হচ্ছে। এটা আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। যে ক্রিকেট আমরা খেলেছি, সেটার চেয়ে আমরা আরও কত ভালো খেলতে পারি-এটা নিয়ে কথা বলেছি। যেটা সবাইকে মাথায় রাখা দরকার-ধারাবাহিকতার অভাব। আশা করি, সামনে আমরা ভালো কিছু দেখাতে পারব।’
সবকিছু ঠিকঠাক থাকলে নতুন বছরে বাংলাদেশ গেমস আয়োজন করতে চায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি ২০২৬ সালে যুব গেমসও করতে চায় বিওএ। বিওএ-এর সভা শেষে আজ সহসভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন এমনটাই জানিয়েছেন।
৪৪ মিনিট আগেঅস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি জয় যেন পাকিস্তানের কাছে ‘সোনার হরিণ।’ সিডনিতে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে কাছাকাছি প্রায় পৌঁছেই গিয়েছিল মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। প্রাণপণে লড়েও শেষ পর্যন্ত হেরেই গেলেন রিজওয়ান-বাবর আজমরা...
১ ঘণ্টা আগে২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ‘যুদ্ধ’ এখনো শেষ হয়নি। এই ঝামেলার মধ্যে বিশ্ব ক্রিকেটের অভিভাবক আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) প্রকাশ করেছে ট্রফির ভ্রমণ সূচি। বাংলাদেশে ট্রফিটি ভ্রমণ করবে আগামী মাসে।
২ ঘণ্টা আগেদুই ম্যাচ আগেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের একেবারে শেষ ভাগে এসে আরেক দফা ধাক্কা খেল উইন্ডিজ। শেষ দুই টি-টোয়েন্টির জন্য ক্যারিবীয় দলে এসেছে রদবদল।
৩ ঘণ্টা আগে