নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৬৩ রান। প্রথম ওয়ানডেতেও ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের বাজে ফর্মের এই ধারাবাহিকতা শুধু এই সিরিজে নয়, অনেক দিন ধরেই লেগে আছে।
শেষ ১৪ ইনিংসের আটটিতেই উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ভারত সিরিজে ৩ ম্যাচে শিকার করেছিলেন কেবল ২ উইকেট। প্রধান পেসারের যখন বেহাল অবস্থা, তখন দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। তবে ফর্ম হারালেও দলে সুযোগ পাচ্ছেন নিয়মিতই।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মোস্তাফিজ অটো চয়েজ কি না, এ প্রশ্নেরই উত্তর দিতে হলো অধিনায়ক তামিম ইকবালকে, ‘অটো চয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবু আমি অটো চয়েজ না। নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। ওর রক্ষণাত্মক দক্ষতা দারুণ। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতাটা বাড়াতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কোনো ক্রিকেটারই সব সময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’
তামিমও মনে করেন, একজন পেসার যদি উইকেটটেকার হয়, তাঁর জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। তামিম বলেছেন, ‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কি না। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইব। যখন আমি মাত্র দুজন পেসার নিয়ে খেলব, তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও কোনো উইকেট শিকার করতে পারেননি মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে দিয়েছেন ৬৩ রান। প্রথম ওয়ানডেতেও ৮ ওভারে ৪২ রান দিয়ে উইকেট পাননি এ বাঁহাতি পেসার। মোস্তাফিজের বাজে ফর্মের এই ধারাবাহিকতা শুধু এই সিরিজে নয়, অনেক দিন ধরেই লেগে আছে।
শেষ ১৪ ইনিংসের আটটিতেই উইকেটশূন্য ছিলেন মোস্তাফিজ। সর্বশেষ ভারত সিরিজে ৩ ম্যাচে শিকার করেছিলেন কেবল ২ উইকেট। প্রধান পেসারের যখন বেহাল অবস্থা, তখন দলের পারফরম্যান্সেও এর প্রভাব পড়ে। তবে ফর্ম হারালেও দলে সুযোগ পাচ্ছেন নিয়মিতই।
ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হারের পর মোস্তাফিজ অটো চয়েজ কি না, এ প্রশ্নেরই উত্তর দিতে হলো অধিনায়ক তামিম ইকবালকে, ‘অটো চয়েজ বলে কোনো কথা নেই, আমি অধিনায়ক তবু আমি অটো চয়েজ না। নিয়মিত পারফর্ম না করলে আমিও দলে থাকব না। এটা ঠিক, আমাদের অনেক বিশ্বাস তার (মোস্তাফিজ) ওপর। ওর রক্ষণাত্মক দক্ষতা দারুণ। শুধু ওর উইকেট নেওয়ার দক্ষতাটা বাড়াতে হবে।’
বাংলাদেশ অধিনায়ক বললেন, ‘কোনো ক্রিকেটারই সব সময় এক অবস্থায় যাবে না। আমার ওর ওপর অগাধ বিশ্বাস আছে, অবশ্যই সে ফিরবে।’
তামিমও মনে করেন, একজন পেসার যদি উইকেটটেকার হয়, তাঁর জন্য অনেক কিছুই সহজ হয়ে যায়। তামিম বলেছেন, ‘এটা বলা ঠিক হবে না যে মোস্তাফিজ থেকে সার্ভিস পাচ্ছি কি না। তবে অবশ্যই আমি ওর থেকে আরও ভালো কিছু চাইব। যখন আমি মাত্র দুজন পেসার নিয়ে খেলব, তখন একজন উইকেট টেকারকে পাওয়া আমার জন্য খুব সুবিধার হবে।’
২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
১০ ঘণ্টা আগেদুদিন আগে হাবিবুল বাশার সুমন গিয়েছিলেন বাংলাদেশ-মালদ্বীপের প্রথম ম্যাচ দেখতে। আজ বাংলাদেশকে সমর্থন দিতে ফুটবল মাঠে হাজির দেশের ক্রিকেটের আরেক নক্ষত্র তামিম ইকবাল। তামিম মাঠে থেকেই দেখলেন বাংলাদেশের দুর্দান্ত এক জয়।
১০ ঘণ্টা আগেইচ্ছা ছিল, ছিল চেষ্টা আর দারুণ আত্মবিশ্বাস—তাতেই শেষ পর্যন্ত জয়ের বন্দরে নোঙর করেছে বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় আজ মালদ্বীপের বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলতে নামে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শুরুর দিকে মালদ্বীপ লিড নিলেও ম্যাচটা ঠিকই ২-১ ব্যবধানে জিতে নেয় লাল-সবুজের জার্সিধারীরা।
১১ ঘণ্টা আগে