ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে টেস্ট সিরিজ শুরু করেছে পাকিস্তান। গলে প্রথম টেস্টে গতকাল ৪ উইকেটের জয় পেয়েছে পাকিস্তান। তবে ম্যাচজয়ী পাকিস্তান কত টাকার পুরস্কার পেল, তা ঠিক বোঝা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বাবরের হাতে তুলে দেওয়া হয় ম্যাচ জয়ের পুরস্কারের টাকার চেক। সেই চেকে টাকার পরিমাণ লেখা ছিল দুই রকম। কথায় লেখা ছিল ২ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ২ লাখ ১৭ হাজার টাকা। আর অঙ্কে লেখা ছিল ৫ হাজার ডলার (বাংলাদেশি ৫ লাখ ৪২ হাজার টাকা)। এই ছবি ভাইরাল হলে নেটিজেনরা অনেক রসিকতা করেছেন। কেউ একজন টুইট করেছেন, ‘কিছু তো বলো শ্রীলঙ্কা।’ অন্য একজন টুইট করেছেন, ’ ১০ জিবি ডেটা দেওয়া উচিত ছিল। তাতে বাবর আজম পরের ম্যাচে আগে সঠিক একাদশ নিয়ে খেলতে পারবে।’ মজার ছলে একজন সামাজিকমাধ্যমে লিখেছেন, ‘ট্যাক্স কাটার পর’ এই ক্যাপশন দেওয়ার পর হাসির ইমোজি দিয়েছেন।
সামাজিকমাধ্যমে এই ছবি নিয়ে বিদ্রুপের পর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) দুঃখ প্রকাশ করেছে। এসএলসি জানিয়েছে, পাকিস্তান দল আসলে ৫ লাখ ৪২ হাজার টাকার পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে এমন ভুল যেন না হয়, তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
পাকিস্তানের ৪ উইকেটের জয়ে ম্যাচসেরা হয়েছেন সৌদ শাকিল। প্রথম ইনিংসে ২০৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন আর দ্বিতীয় ইনিংসে করেন ৩০ রান। সোমবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১১ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১২ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১২ ঘণ্টা আগে