ক্রীড়া ডেস্ক
ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের দগদগে দাগ মুছে যাওয়ার আগেই মাঠে নামতে হচ্ছে ভারতকে। প্রতিপক্ষ তাদের হারিয়ে ওয়ানডেতে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাই ভারতেই থেকে গেছে। তাদের বিপক্ষে আজ টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর কোচের ভূমিকায় ভারতের ডাগআউটে থাকবেন ভিভিএস লক্ষণ। বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ থাকায় লক্ষণকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
মূলত গত আগস্ট আয়ারল্যান্ডে সফরের সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। সেই সিরিজে অধিনায়কত্ব করা জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ায় সূর্যকুমার অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবেন। সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ২৩ নভেম্বর।
অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তানও। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মতো সীমিত নয় দীর্ঘ সংস্করণের জন্য। তিন টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছেন পিসিবির নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। নতুন অধিনায়ক শন মাসুদের অধীনে দুই নতুন মুখ সাইম আইয়ুব ও খুররাম শাহজাদ অভিষেকের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে দীর্ঘ সংস্করণে আবারও ফিরেছেন মির হামজা ও ফাহিম আশরাফ। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, পার্থে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড—
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড—
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
ঘরের মাঠে বিশ্বকাপের ফাইনালে হারের দগদগে দাগ মুছে যাওয়ার আগেই মাঠে নামতে হচ্ছে ভারতকে। প্রতিপক্ষ তাদের হারিয়ে ওয়ানডেতে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের মধ্যে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট।
চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তাই ভারতেই থেকে গেছে। তাদের বিপক্ষে আজ টি–টোয়েন্টি দল ঘোষণা করেছে বিসিসিআই। এই সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। আর কোচের ভূমিকায় ভারতের ডাগআউটে থাকবেন ভিভিএস লক্ষণ। বিশ্বকাপ পর্যন্ত রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ থাকায় লক্ষণকে দায়িত্ব দিয়েছে বিসিসিআই।
মূলত গত আগস্ট আয়ারল্যান্ডে সফরের সংক্ষিপ্ত সংস্করণের স্কোয়াড নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে ভারত। সেই সিরিজে অধিনায়কত্ব করা জাসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়ায় সূর্যকুমার অস্ট্রেলিয়ার বিপক্ষে নেতৃত্ব দেবেন। সিরিজের প্রথম ম্যাচ হবে আগামী ২৩ নভেম্বর।
অন্যদিকে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তানও। অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মতো সীমিত নয় দীর্ঘ সংস্করণের জন্য। তিন টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল দিয়েছেন পিসিবির নতুন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। নতুন অধিনায়ক শন মাসুদের অধীনে দুই নতুন মুখ সাইম আইয়ুব ও খুররাম শাহজাদ অভিষেকের অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে দীর্ঘ সংস্করণে আবারও ফিরেছেন মির হামজা ও ফাহিম আশরাফ। অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৪ ডিসেম্বর, পার্থে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড—
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, যশস্বী জয়সওয়াল, তিলক ভার্মা, রিংকু সিং, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদ্বীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, আবেশ খান, মুকেশ কুমার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াড—
শান মাসুদ (অধিনায়ক), আমির জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মীর হামজা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আগা, সরফরাজ আহমেদ (উইকেটকিপার), সৌদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
৮ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
৯ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১০ ঘণ্টা আগে