শুরুতে লিটন, তারপর ফিরলেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২২ জুন ২০২৪, ২৩: ১০
আপডেট : ২২ জুন ২০২৪, ২৩: ১৩

১৯৭ রানের লক্ষ্য তাড়ায় নেমে সাবধানী শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম স্বাচ্ছন্দ্যে বাড়াচ্ছিলেন রানের গতি। পঞ্চম ওভারে খেই হারালেন লিটন। প্রথম ৭ বলে করেছিলেন ৩ রান। পরের দুই বলে অক্ষর প্যাটেলকে ১টি চার ও হার্দিক পান্ডিয়াকে পুল করে চোখজুড়ানো ছক্কা।

ব্যর্থতার চোরাবালিতে আটকে যাওয়া লিটন আভাস দিচ্ছিলেন দারুণ কিছুর। কিন্তু না, পরের বলেই আউট হলেন তাঁর মতো করেই। অফ স্টাম্পের বাইরে সরে পান্ডিয়ার ওয়াইড লাইনের স্লোয়ার ঘুরাতে গিয়ে ডিপ স্কয়ারে ক্যাচ দিয়েছেন সূর্যকুমার যাদবকে। ১০ বলে ১৩ রান করে ফেরেন লিটন। পঞ্চম ওভারে ভাঙে ৩৫ রানের ওপেনিং জুটি।

পাওয়ার-প্লেতে বাংলাদেশ তোলে ৪২ রান। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও তামিম জুটি বড় করার চেষ্টা করেন। তবে লক্ষ্য অনুযায়ী স্কোর বোর্ডে ওভারপ্রতি রানে হার কমই জমা হচ্ছিল। ১০ম ওভারে কুলদীপ যাদবের এলবিডব্লুর ফাঁদে পড়েন তামিম। ভাঙে ৩১ বলে ৩১ রানের জুটি।

৩১ বলে ২৯ রানে আউট হয়েছেন তামিম। এ প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১০ ওভারে ২ উইকেটে ৬৭ রান। শান্ত ২১ ও তাওহিদ হৃদয় ১ রানে অপরাজিত আছেন।

এর আগে অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে পান্ডিয়ার ২০ বলে ৫০ ও রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্তের কার্যকর কয়েকটি ইনিংসের কল্যাণে ৫ উইকেটে ১৯৬ রান তোলে ভারত।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত