নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হিমালয়ের পশ্চিম কোলে আশ্রিত ধর্মশালার রূপ-ঐশ্বর্য বড্ড মনোমুগ্ধকর। এর প্রেমে পড়ে মিরাজ-লিটনরা বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকে যে যাঁর মতো ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বোঝাই যায়, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর বাংলাদেশের এই ফুরফুরে মেজাজ থাকবে তো!
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। নয়নাভিরাম ধর্মশালার এই মাঠে এর আগে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও খেলেনি আফগানিস্তান। তবে এই মাঠে ওয়ানডেতে দুই দলেরই অভিষেক আজ। ‘শুরুর’ ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাইবে দুই দলই!
আর বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ‘লক্ষ্য’ যখন সেমিফাইনাল, তখন তো লক্ষ্যপথে এগোতে আফগানরাই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ! গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টুর্নামেন্টে দলের লক্ষ্য সম্পর্কে বললেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে বাস্তব সম্ভাবনায় আমরা যদি চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলেও বিশ্বকাপের নকআউট পর্ব বা সেমিফাইনাল পর্যায়ে যাওয়ার ভালো সুযোগ থাকবে আমাদের। আর সেটা করার মতো যথেষ্ট ভালো দল বলে মনে করি আমরা। সেমিফাইনাল পর্যায়ে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।’
আফগানদের বিপক্ষে বাংলাদেশ কাগজে-কলমে ফেবারিটই। অতীতের ১৫ সাক্ষাতের ৯ বারই জিতেছে বাংলাদেশ। ৬ বার জিতেছে আফগানরা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৮। আফগানিস্তানের ৯। তবে এই ‘এগিয়ে’ থাকার মধ্যেও টিম ম্যানেজমেন্টের মাথায় কাজ করছে সতর্কতা–পচা শামুকে পা কাটা যাবে না।
বিশ্বকাপের উইকেট রানপ্রসবা হলেও ধর্মশালায় বিপরীত চিত্র দেখা যেতে পারে। সাত বছর আগে সর্বশেষ যখন এখানে খেলেছিল ভারত, শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে খুইয়ে বসেছিল ৭ উইকেট। তবে আইপিএলের অনেক ম্যাচেই আবার বিভিন্ন দল বড় স্কোর গড়েছে এখানে। নতুন বলে এখানে সাধারণত সুইং ও সিম মুভমেন্ট পেয়ে থাকেন পেসাররা।
এই কন্ডিশনে বাংলাদেশ দলের একাদশ কী হবে, সে সম্পর্কে সুস্পষ্ট করে তেমন কিছু বলেননি বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ। শুধু জানিয়েছেন, ম্যাচের দিন সকালে উইকেট দেখে একাদশ ঠিক করবেন। ওপেনিং জুটিতে কারা থাকছেন, সেটিও উইকেট দেখে এবং টসের ওপর নির্ভর করে সাজানো হবে বলে জানিয়েছেন হাথুরুসিংহে। ধর্মশালার উইকেট নিয়ে কোচ হাথুরু বললেন, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য উইকেট খুবই ভালো। উইকেটে ঘাস আছে। তবে আমার মনে হয় এটা স্পোর্টিং উইকেট হবে। হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছি।’
সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ আফগান বোলারদের সামাল দেওয়া। নতুন বলে ফজলহক ফারুকি যেন ব্যাটারদের যম হয়ে উঠতে না পারেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে ব্যাটারদের। তিন স্পিনার মুজিব-উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবীর বিরুদ্ধেও দল কতটা ভালো খেলতে পারছে, তার ওপরই অনেকটা নির্ভর করবে দলের সাফল্য।
আর আফগানিস্তান দল তাকিয়ে আছে তাদের আইপিএল খেলা তারকাদের দিকে। বাংলাদেশকে হারাতে প্রস্তুত জানিয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদি বললেন, ‘আমরা পরস্পরের সঙ্গে অনেকবারই খেলেছি। কখনো তারা জিতেছে, কখনো আমরা জিতেছি। এশিয়া কাপে তারা আমাদের হারিয়েছে। তবে এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি তৈরি এবং আমরা অনেক আলোচনা করেছি, নিজেদের প্রস্তুত করেছি এবং ওদের সম্পর্কে খুব ভালো ধারণা আছে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে সেভাবেই চেষ্টা করব আমরা।’
হিমালয়ের পশ্চিম কোলে আশ্রিত ধর্মশালার রূপ-ঐশ্বর্য বড্ড মনোমুগ্ধকর। এর প্রেমে পড়ে মিরাজ-লিটনরা বিশ্বকাপের প্রস্তুতির ফাঁকে যে যাঁর মতো ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বোঝাই যায়, ফুরফুরে মেজাজে বাংলাদেশ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের পর বাংলাদেশের এই ফুরফুরে মেজাজ থাকবে তো!
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ। নয়নাভিরাম ধর্মশালার এই মাঠে এর আগে বাংলাদেশ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেললেও খেলেনি আফগানিস্তান। তবে এই মাঠে ওয়ানডেতে দুই দলেরই অভিষেক আজ। ‘শুরুর’ ম্যাচে জয় দিয়ে শুরু করতে চাইবে দুই দলই!
আর বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহের ‘লক্ষ্য’ যখন সেমিফাইনাল, তখন তো লক্ষ্যপথে এগোতে আফগানরাই অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ! গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে টুর্নামেন্টে দলের লক্ষ্য সম্পর্কে বললেন, ‘আমরা সবাই বিশ্বকাপ জিততে চাই। তবে বাস্তব সম্ভাবনায় আমরা যদি চার-পাঁচটি ম্যাচ জিততে পারি, তাহলেও বিশ্বকাপের নকআউট পর্ব বা সেমিফাইনাল পর্যায়ে যাওয়ার ভালো সুযোগ থাকবে আমাদের। আর সেটা করার মতো যথেষ্ট ভালো দল বলে মনে করি আমরা। সেমিফাইনাল পর্যায়ে যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য।’
আফগানদের বিপক্ষে বাংলাদেশ কাগজে-কলমে ফেবারিটই। অতীতের ১৫ সাক্ষাতের ৯ বারই জিতেছে বাংলাদেশ। ৬ বার জিতেছে আফগানরা। ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৮। আফগানিস্তানের ৯। তবে এই ‘এগিয়ে’ থাকার মধ্যেও টিম ম্যানেজমেন্টের মাথায় কাজ করছে সতর্কতা–পচা শামুকে পা কাটা যাবে না।
বিশ্বকাপের উইকেট রানপ্রসবা হলেও ধর্মশালায় বিপরীত চিত্র দেখা যেতে পারে। সাত বছর আগে সর্বশেষ যখন এখানে খেলেছিল ভারত, শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে খুইয়ে বসেছিল ৭ উইকেট। তবে আইপিএলের অনেক ম্যাচেই আবার বিভিন্ন দল বড় স্কোর গড়েছে এখানে। নতুন বলে এখানে সাধারণত সুইং ও সিম মুভমেন্ট পেয়ে থাকেন পেসাররা।
এই কন্ডিশনে বাংলাদেশ দলের একাদশ কী হবে, সে সম্পর্কে সুস্পষ্ট করে তেমন কিছু বলেননি বাংলাদেশের শ্রীলঙ্কান কোচ। শুধু জানিয়েছেন, ম্যাচের দিন সকালে উইকেট দেখে একাদশ ঠিক করবেন। ওপেনিং জুটিতে কারা থাকছেন, সেটিও উইকেট দেখে এবং টসের ওপর নির্ভর করে সাজানো হবে বলে জানিয়েছেন হাথুরুসিংহে। ধর্মশালার উইকেট নিয়ে কোচ হাথুরু বললেন, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য উইকেট খুবই ভালো। উইকেটে ঘাস আছে। তবে আমার মনে হয় এটা স্পোর্টিং উইকেট হবে। হাই স্কোরিং ম্যাচের প্রত্যাশা করছি।’
সাকিবদের জন্য বড় চ্যালেঞ্জ আফগান বোলারদের সামাল দেওয়া। নতুন বলে ফজলহক ফারুকি যেন ব্যাটারদের যম হয়ে উঠতে না পারেন, সে ব্যাপারে সচেতন থাকতে হবে ব্যাটারদের। তিন স্পিনার মুজিব-উর রহমান, রশিদ খান ও মোহাম্মদ নবীর বিরুদ্ধেও দল কতটা ভালো খেলতে পারছে, তার ওপরই অনেকটা নির্ভর করবে দলের সাফল্য।
আর আফগানিস্তান দল তাকিয়ে আছে তাদের আইপিএল খেলা তারকাদের দিকে। বাংলাদেশকে হারাতে প্রস্তুত জানিয়ে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আফগানিস্তান অধিনায়ক হাশমাতউল্লাহ শহিদি বললেন, ‘আমরা পরস্পরের সঙ্গে অনেকবারই খেলেছি। কখনো তারা জিতেছে, কখনো আমরা জিতেছি। এশিয়া কাপে তারা আমাদের হারিয়েছে। তবে এই ম্যাচের জন্য আমরা পুরোপুরি তৈরি এবং আমরা অনেক আলোচনা করেছি, নিজেদের প্রস্তুত করেছি এবং ওদের সম্পর্কে খুব ভালো ধারণা আছে। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে সেভাবেই চেষ্টা করব আমরা।’
কষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
৪ ঘণ্টা আগেপ্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইমরুল কায়েস দিয়েছিলেন কদিন আগেই। মিরপুর শেরেবাংলায় আজ শেষ হলো তাঁর ১৭ বছরের লাল বলের ক্রিকেট অধ্যায়। বাংলাদেশের বাঁহাতি ক্রিকেটারের মতে, সময় থাকতে অবসর নেওয়া উচিত।
৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই হারিয়েছে পাকিস্তান। হোবার্টে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হওয়া তৃতীয় টি-টোয়েন্টিটা পাকিস্তানের জন্য ধবলধোলাই এড়ানোর ম্যাচ। টস জিতে ব্যাটিং করতে নেমে বেকায়দায় পড়েছে পাকিস্তান।
৬ ঘণ্টা আগে