ক্রীড়া ডেস্ক
ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে এসে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে দিন শেষ করেছে জো রুটের দল। দুই ইনিংস মিলিয়ে অবশ্য অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৫৮ রান পিছিয়ে আছে সফরকারীরা। হাতে আছে ৮ উইকেট।
২৭৮ রানের লিডের বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৬১ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে আবারও বিপাকে পড়ে তারা। এরপর অধিনায়ক রুট নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড মালান। তৃতীয় উইকেট জুটিতে ১৫৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিন শেষ করেন এই দুজন। রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত আছেন।
এর আগে সকালে ৩ উইকেট আর ১৯৬ রানের লিড নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের ১১২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড এদিন থামেন ১৫২ রান করে। শেষ ব্যাটার হিসেবে হেড আউট হলে প্রথম ইনিংসে ৪২৫ রানে থামে প্যাট কামিন্সের দল।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও ১৯৫ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার লিড বেশি দূর এগোবে না। কিন্তু ট্রাভিস হেড লেজের দিকের ব্যাটার দিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ২৭৮ রানের লিড এনে দেন।
ব্রিজবেন টেস্টের তৃতীয় দিনে এসে নিজেদের মেলে ধরেছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২২০ রান তুলে দিন শেষ করেছে জো রুটের দল। দুই ইনিংস মিলিয়ে অবশ্য অস্ট্রেলিয়ার চেয়ে এখনো ৫৮ রান পিছিয়ে আছে সফরকারীরা। হাতে আছে ৮ উইকেট।
২৭৮ রানের লিডের বোঝা নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। ৬১ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে আবারও বিপাকে পড়ে তারা। এরপর অধিনায়ক রুট নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। তাঁকে দারুণ সঙ্গ দেন ডেভিড মালান। তৃতীয় উইকেট জুটিতে ১৫৯ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিন শেষ করেন এই দুজন। রুট ৮৬ ও মালান ৮০ রানে অপরাজিত আছেন।
এর আগে সকালে ৩ উইকেট আর ১৯৬ রানের লিড নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিনের ১১২ রানে অপরাজিত থাকা ট্রাভিস হেড এদিন থামেন ১৫২ রান করে। শেষ ব্যাটার হিসেবে হেড আউট হলে প্রথম ইনিংসে ৪২৫ রানে থামে প্যাট কামিন্সের দল।
প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৪৭ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াও ১৯৫ রান তুলতেই হারিয়েছিল ৫ উইকেট। তখন মনে হচ্ছিল অস্ট্রেলিয়ার লিড বেশি দূর এগোবে না। কিন্তু ট্রাভিস হেড লেজের দিকের ব্যাটার দিয়ে এগিয়ে নিতে থাকেন দলকে। শেষ পর্যন্ত অলআউট হওয়ার আগে ২৭৮ রানের লিড এনে দেন।
সিরিজের প্রথম টেস্টের আগে অ্যান্টিগায় প্রস্তুতিমূলক ম্যাচে নেমেছে বাংলাদেশ দল। সফরকারী বাংলাদেশ দলের টপ অর্ডার যেন এখনো ছন্দ খুঁজে পাচ্ছে না
১১ ঘণ্টা আগেবাংলাদেশ নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ। ফুটবল দলের সদস্যসহ কোচিং স্টাফ-সাপোর্ট স্টাফ মিলিয়ে ৩২ জনকে ফ্রিজ উপহার দিয়েছে তারা। আজ বিকেলে মতিঝিলের বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এ সংবর্ধনা দেওয়া হয়।
১১ ঘণ্টা আগেসরকার পরিবর্তনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকদের বেশির ভাগই আড়ালে চলে যান। সভাপতির পদ ছাড়েন নাজমুল হাসান পাপন। পদ হারান আরও ১০ পরিচালক। কয়েকজন করেছেন পদত্যাগ।
১২ ঘণ্টা আগে