ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চাপে পাকিস্তান ক্রিকেট দল। ওয়াসিম আকরাম থেকে শুরু করে আহমেদ শেহজাদ-সবারই সমালোচনার শিকার পাকিস্তান। বিপদে পড়া পাকিস্তানকে উত্তরণের উপায়ই যেন এবার বাতলে দিলেন দলটির সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
শাহিন, নাসিম দুজনেই তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে শেষ (দ্বিতীয়) টেস্টের একাদশে না থাকা এই দুই পেসার এবার খেলছেন পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে। লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময় শাহিন, নাসিমকে নিয়ে উদ্বেগের কথা জানালেন কারস্টেন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘পেসাররা সব সময় চাপে থাকে ম্যাচ জেতানোর জন্য। যখন আমাদের প্রধান সম্পদের দিকে তাকাব, সেখানে দেখা যাবে যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ পাকিস্তানের সব সংস্করণের ক্রিকেটে ওয়ার্কলোডের ভার সামলাচ্ছে।’
২০২৩ এর ১ মার্চ থেকে গত দেড় বছরের হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলেছেন শাহিন। বোলিং করেছেন ৪৫৫.১ ওভার (২৭৩১ বল)। পাশাপাশি তাঁদের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তো খেলছেনই। পাকিস্তানের বাঁহাতি পেসারের ওপর বেশি চাপ যাচ্ছে বলে মনে করেন কারস্টেন। সাদা বলের কোচ বলেছেন, ‘আমি একটা পরিসংখ্যান দেখেছি যে গত ১৮ মাসে শাহিন তিনগুণ বেশি বোলিং করেছে বিশ্বের অন্যান্য পেসারদের চেয়ে। সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপার। এটা নিয়ে অবশ্যই কিছু তো ভাবা দরকার।’
পাকিস্তানে চলমান ওয়ানডে কাপে নাসিম খেলছেন মারখোরস দলে। শাহিন নেতৃত্ব দিচ্ছেন লায়নসকে। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়েছেন। শাহিন ও নাসিমের ইকোনমি ৫.১০ ও ৬.০৫। ২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মারখোরস। লায়নস এক পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
বাংলাদেশের কাছে টেস্ট সিরিজে ধবলধোলাই হওয়ার পর চাপে পাকিস্তান ক্রিকেট দল। ওয়াসিম আকরাম থেকে শুরু করে আহমেদ শেহজাদ-সবারই সমালোচনার শিকার পাকিস্তান। বিপদে পড়া পাকিস্তানকে উত্তরণের উপায়ই যেন এবার বাতলে দিলেন দলটির সাদা বলের কোচ গ্যারি কারস্টেন।
শাহিন, নাসিম দুজনেই তাঁদের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেছেন বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচটা ছিল রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্ট। বাংলাদেশের বিপক্ষে শেষ (দ্বিতীয়) টেস্টের একাদশে না থাকা এই দুই পেসার এবার খেলছেন পাকিস্তানের ঘরোয়া চ্যাম্পিয়নস ওয়ানডে কাপে। লিস্ট ‘এ’ ক্রিকেটের টুর্নামেন্টে ধারাভাষ্য দেওয়ার সময় শাহিন, নাসিমকে নিয়ে উদ্বেগের কথা জানালেন কারস্টেন। পাকিস্তানের সাদা বলের কোচ বলেন, ‘পেসাররা সব সময় চাপে থাকে ম্যাচ জেতানোর জন্য। যখন আমাদের প্রধান সম্পদের দিকে তাকাব, সেখানে দেখা যাবে যে শাহিন আফ্রিদি ও নাসিম শাহ পাকিস্তানের সব সংস্করণের ক্রিকেটে ওয়ার্কলোডের ভার সামলাচ্ছে।’
২০২৩ এর ১ মার্চ থেকে গত দেড় বছরের হিসেব করলে আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলেছেন শাহিন। বোলিং করেছেন ৪৫৫.১ ওভার (২৭৩১ বল)। পাশাপাশি তাঁদের টি-টোয়েন্টি ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগে (পিএসএল) তো খেলছেনই। পাকিস্তানের বাঁহাতি পেসারের ওপর বেশি চাপ যাচ্ছে বলে মনে করেন কারস্টেন। সাদা বলের কোচ বলেছেন, ‘আমি একটা পরিসংখ্যান দেখেছি যে গত ১৮ মাসে শাহিন তিনগুণ বেশি বোলিং করেছে বিশ্বের অন্যান্য পেসারদের চেয়ে। সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপার। এটা নিয়ে অবশ্যই কিছু তো ভাবা দরকার।’
পাকিস্তানে চলমান ওয়ানডে কাপে নাসিম খেলছেন মারখোরস দলে। শাহিন নেতৃত্ব দিচ্ছেন লায়নসকে। দুজনেই সমান ৫টি করে উইকেট নিয়েছেন। শাহিন ও নাসিমের ইকোনমি ৫.১০ ও ৬.০৫। ২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে মারখোরস। লায়নস এক পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে।
আট মাস পর ৫০ ওভারের ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য গতকাল দল ঘোষণা করেছে বিসিবি। ১৫ সদস্যের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা ব্যাটার তাজ নেহার ও বাঁহাতি স্পিনার সানজিদা আক্তার মেঘলা।
৯ ঘণ্টা আগেবল হাতে সেভাবে তাঁকে দেখা যায় না। অধিনায়ক মোহাম্মদ মিঠুনের সঙ্গে কথা বলে স্বীকৃত ক্রিকেটে শেষ বারের মতো লাল বলটা হাতে নিলেন ইমরুল কায়েস। ঢাকার জিততে প্রয়োজন তখন ২ রান। দ্বিতীয় বলেই রনি তালুকদার ২ রান নিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করেন ঢাকার। খুলনা হারলেও সতীর্থ এনামুল হক বিজয়-আল আমিন হোসেনরা মিরপুর...
৯ ঘণ্টা আগেকষ্টি পাথরের ছোঁয়ায় বিশুদ্ধতার পরীক্ষা। শ্রীলঙ্কা ক্রিকেটে সানৎ জয়াসুরিয়া কি সেই মূল্যবান কষ্টি পাথর? বড় বড় নাম নেই দলে। তাই বলে ২২ গজে লঙ্কার ঝাঁঝ এত দ্রুতই মিলিয়ে হয়ে যাবে! মাহেলা জয়াবর্ধনে-কুমারা সাঙ্গাকারাদের বিদায়ের পর এক দশক ধরে প্রায় সাফল্যশূন্য লঙ্কানরা। সেখানে গত কয়েক মাসে আলোর সঞ্চালন হচ্ছ
১২ ঘণ্টা আগে২০১০ থেকে শুরু। অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তান খেলেছে ৭ টি-টোয়েন্টি। তবে পাকিস্তান একবারও জয়ের মুখ দেখল না। হোবার্টে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে দিল ধবলধোলাইয়ের স্বাদ।
১৩ ঘণ্টা আগে